মুহুর্ত উপভোগ
মুহুর্ত উপভোগ
হ্যাল্লো,
আমি saminul, আপনাদের সঙ্গে আর একটা পোস্ট হয়তো অভিজ্ঞতা ও বলতে পারেন ,তুলে ধরতে চাই। আগের পোস্ট এর মতো এই পোস্টে ও
মুহুর্ত টা যেভাবে উপভোগ করেছি সেটা বলতে চাই।
তাই আর দেরি নয় বলে ফেলা যাক।
মুহুর্ত টা আসলে Domino's Pizza niye এইটুকুই।
কিন্তু একা খেলে সেই মুহুর্ত টা উপভোগ করা যায় না শুধু খাওয়া হয়। সবাই মিলে খেলে তারপর আবার হোস্টেল এ একটা আলাদা আমেজ।
ক্লাস থেকে ক্লান্ত হয়ে ফিরে একটু রেস্ট নেওয়ার পর হঠাৎ করে সেই বিপরীত মেরু তে থাকা বন্ধুর call এলো। বলছে pizza khabi ??
আমি এক সেকেন্ড ও বিলম্ব না করে সপাটে বলে দিলাম খাবো ভাই তাড়াতাড়ি order কর।
তারপর ঠিক হলো তিনজন মিলে pizza খাবো আমি ,সানাউল আর pizza master আতিফ। সময় খরচ না করে instant দুটো pizza order করে দিলো।
2-3 মিনিট নিশ্চুপ পরিবেশ তিনজন এ মগ্ন ভাবতে কিছু toh একটা বাদ পরে যাচ্ছে। হটাৎ করে তিনজন এ একসঙ্গে বলে উঠলো colddrinks বাদ পড়েছে। Pizza থাকবে আর colddrinks থাকবে না সঙ্গে এটা কোনোদিন হয় নাকি। আর wait হচ্ছে না কখন আসবে আর আমরা ঝাঁপিয়ে পড়বো।
10-12 মিনিট পর pizza এলো কিন্তু তখনও খাও শুরু করা হয়নি। Colddrinks টা কেও তো আসার জন্য টাইম দিতে হবে। অবশেষে colddrinks এলো আর তার সঙ্গে একটা করে সবুজ আর লাল lays ও এলো। এবার খাবার পালা আর মুহুর্ত টা করার পালা। খাবার সঙ্গে সঙ্গে soft music চালিয়ে a দেওয়া হলো। আর কি চাই সবাই সেই স্পীড এ খেয়ে শেষ করে দিলো।
Pizza হলো lays চিপস হলো তারপর এ colddrinks হলো কিন্তু সবাই সবার মুখের দিকে তাকিয়ে একটাই প্রশ্ন করে উঠলো।
ভাই এতো তাড়াতাড়ি কি করে শেষ হয়ে গেলো। সবার একই প্রশ্ন মুখে । এ বলছে তুই বেশি খেয়েছিস আবার ও বলছে তুই বেশি খেয়েছিস । এই ভাবে আস্তে আস্তে মুহুর্ত টা উপভোগ করার পর শেষ এ অন্তিম পর্যায় চলে আসলো। বিকেল পেরিয়ে সন্ধ্যে হয়ে উঠলো আর আমরা খালি পেট থেকে ভর্তি পেট নিয়ে উঠলাম ।
বেশ ভালই কাটল সময়টুকু। সময়টা ছোট্ট হলেও খুব মজার ছিল। আর থাকতে না পেরে এই মুহূর্ত টা আপনাদের সামনে তুলে ধরলাম । আশাকরি আপনাদের ভালো লাগবে। তাহলে এবার আসা যাক। আবার দেখা হবে পরের পোস্ট এ...
......ধন্যবাদ...... |
---|