লাইফস্টাইলঃটেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলায় ঘুরতে যাওয়া।

in আমার বাংলা ব্লগ11 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ। ২৯ শে জুলাই। ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি লাইফস্টাইল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

l3.jpg

বর্ষা ঋতুর শেষ মাস শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই বৃষ্টির মাস। ঢাকা শহরে শ্রাবণ মাস তার নামের সার্থকতা এবার প্রমাণ করতেছে শুরু থেকেই। মৌসুমী বায়ুর প্রভাবে দেশব্যাপী এখন বৃষ্টিপাত হলেও ঢাকায় কিন্তু এবার বর্যাতে নিয়মিত বৃষ্টি হয়েছে, যা নিকট অতীতে খুব কম দেখা গেছে। বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রভাবও দিন দিন বাড়ছে। সেই সাথে ঘরে ঘরে মানুষের সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ দেখা দিচ্ছে। আমার পরিচিত বেশ কয়েকজন সর্দি জ্বরে আক্রান্ত হয়েছে। তবে আশার কথা আমার পরিচিত কেউ এব ছর এখনো ডেঙ্গু তে আক্রান্ত হয়নি। তবে হাসপাতাল সূত্রের খবর অনু্যায়ী দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু ও সর্দি-জ্বর থেকে রেহাই পেতে আমাদের আরো সচেতন হতে হবে। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে প্রতি সপ্তাহে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করার চেষ্টা করি। তারেই অংশ হিসেবে আজকের প্রচেষ্টা। শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন টেলিকম ও ডিজিটাল উদ্ভোবনী মেলায় যাওয়া নিয়ে আমার আজকের লাইফস্টাইল পোস্ট। আশাকরি ভালো লাগবে আপনাদের।

l1.jpg

প্রযুক্তির ব্যবহার ছাড়া আনাদের এক মূহুর্ত কাটে না এখন। সেটা হোক বাড়িতে , কর্মস্থলে বা ঘোরাঘুরি সহ যে কোন কাজে। প্রযুক্তির হাতে মানুষ এক প্রকার বন্ধী। প্রযুক্তি ছাড়া এখন এনালগে কোন কিছু চিন্তা করাই যায় না। প্রযুক্তি আমি তত বুঝি না! তবে কাজ চালিয়ে নেয়ার মত ব্যবহার করতে পারি। দিনদিন নিত্য নতুন প্রযুক্তির আপডেট সামনে হাজির হয় কিন্তু তাল মিলিয়ে চলতে পারি না। আগ্রহ আছে। চেষ্টা করি। গত ২২ জুলাই মোবাইলে একটি ম্যাসেজ আসলো। ম্যাসেজের প্রতিপাদ্য টেলিকম ও ডিজিটাল উদ্ভোবনী মেলার প্রমোশন প্রচার। ম্যাসেজে মেলার তারিখ উল্লেখ করছে আগামীকাল ২৩ জুলাই। তখনেই সিদ্ধান্ত নিলাম প্রযুক্তি বুঝি আর না বুঝি এই মেলায় যাব। মেলার স্থান ঢাকার আগারগাঁও এ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অফিস। একদিনের মেলা। সকাল ১০ টা থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত।

l4.jpg

২৩ জুলাই সকালে হাতের কাজ শেষ করে দুপুর ১২ টার দিকে মেলায় উপস্থিত হই। সেদিন গরম থাকলেও মেলার ভেন্যুতে এসি থাকায় স্বস্তি ছিল। মেলা ছিল সবার জন্য উন্মুক্ত। আয়োজকদের দাবী বিটিআরসির উদ্যোগে এ ধরণের মেলার আয়োজন এবারেই প্রথম। তরুণ উদ্ভাবক বা উদ্যোক্তাদের উৎসাহিত করতে এই মেলার আয়োজন।মেলায় স্টল ছিল ২০ টি। বিভিন্ন তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বিভিন্ন উদ্ভাবক স্টল গুলো থেকে তাদের উদ্ভোবণী ধারণা, আইডিয়া ও কার্যকারিতা উপস্থিত দর্শকদের অবহিত করছেন। এবং দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। স্টল গুলো ঘুরতে ঘুরতে একটি স্টলে এসে দাঁড়িয়ে গেলাম। স্টলটির উদ্যোক্তারা বয়সে একবারেই তরুণ-তরুণি। তারা পরিবেশ বান্ধব ঢাকা শহর এবং পরিবেশ বান্ধব বাংলাদেশ দেখতে চান। সে লক্ষ্যেই তাদের কাজ। তাদের প্রতিষ্টানের নাম Scrap Venture। এ্যাপসের মাধ্যমে তারা পুরোনা জিনিসপত্র, ভাঙ্গারি জিনিস, প্লাসিক-পলিথিন বাড়ি বাড়ি যেয়ে সংগ্রহ করবেন। তবে ফ্রিতে নয় ন্যায্য দাম দিয়ে কিনবেন। Scrap Venture এর উদ্যোক্তারা জানালেন আগামী দুমাসের মধ্যে তারা আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন। শুধু Scrap Venture নয় প্রতিটি স্টলেই নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতেছেন। বয়সে সবাই তরুণ-তরুণী ।সবার চোখে মুখে উদ্ভোবনী ঝিলিক ও দেশকে পালটে দেওয়ার প্রত্যয়।

l2.jpg

প্রথমবার আয়োজন হলেও সফল আয়োজকরা। দুপুর ১ টা পর্যন্ত আমি ছিলাম। দর্শক সমাগম তুলনামূলক ভালই ছিল। দুপুরের পর দর্শক আরো বেড়েছিল মনে হয়। সব মিলে টেলিকম ও ডিজিটাল উদ্ভোবনী মেলা আমার বেশ ভালো লেগেছে। এ ধরণের মেলার আয়োজন বেশি বেশি করা দরকার তাহলে নতুন উদ্যোক্তারা উৎসাহিত হবে। আজ এই পর্যন্তই বন্ধুরা। আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাRedmi Note 5A
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৯ শে জুলাই, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 11 days ago 

xp1.png

xp2.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 days ago 

cmc.png