লাইফস্টাইল পোস্টঃহঠাৎ রমনা পার্কে।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল। ১৫ ইএপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে।
ঢাকা ছেড়ে ১৯ দিন গ্রামের বাড়িতে ছিলাম। ঈদ উপলক্ষে যেয়ে বিভিন্ন পারিবারিক কাজে ফিরতে দেরি হয়ে গেছে। সে কারণে বাংলা বর্ষবরণ ও বর্ষবিদায় গ্রামেই উদযাপন করেছি। ঢাকায় থাকলে প্রতিবারেই চেষ্টা করি পহেলা বৈশাখ রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে উপস্থিত থাকতে। এবার মিস করেছি গ্রামে থাকার কারণে। রমনা শুধু পহেলা বৈশাখের জন্য বিখ্যাত নয়! রমনা পার্ক ঢাকা শহরের ফুসফুস। ইট -কংক্রিটের এই শহরে রমনা পার্কে ঘুরতে গেলে প্রাণ জুড়িয়ে যায়।প্রশান্তিতে মন ভরে যায়। ঢাকায় প্রাণকেন্দ্রে পার্কটির অবস্থান হওয়ায় সবসময় মানুষের পদচারণায় মুখরিত।
বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে রমনাপার্কে কাটানো কিছু মুহুর্ত নেয়েই আজকের লাইফস্টাইল পোস্ট। গতকাল বিকেলে একটি জরুরি কাজে সেগুনবাগিচায় যেতে হয়েছিল। কাজ শেষে ঢু মারলাম পার্কের ভিতরে। একসময় প্রতিদিনেই যাওয়া পড়তো রমনাপার্কে হাটাহাটি করতে। তখন থাকতাম সেগুনবাগিচায়। এখন হঠাৎ ঢু মারতে হয়। প্লান করেও আসা হয়ে উঠে না! যেমন গতকাল হঠাৎ করেই যাওয়া। সাপ্তাহিক ছুটির দিন থাকায় পুরো পার্ক জুরেই মানুষের ভিড়। লেকের পাড়ে ও শিশু কর্ণারে ভিড় সবচেয়ে বেশি। হরেক রকম গাছগাছালিতে ভরা রমনাপার্ক। শতবর্ষী গাছের সং্খ্যাও অনেক। পরিচর্যা ও নিরাপত্তার জন্য সরকারি লোক নিয়োগ আছে। পরিস্কার পরিচ্ছন্ন একটি পার্ক। নিরাপত্তা নিয়েও কোন চিন্তা নেই। পুরো পার্কটি প্রাচীর দিয়ে ঘেরা থাকলেও মানুষের প্রবেশ ফ্রি। ৬৮.৫ একরের রমনা পার্ক সপ্তাহের প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে।
গতকাল অল্প সময়ের জন্য গিয়ে ছিলাম। অল্প সময়ের জন্য যেয়ে আসলে হয় না! ফ্রিতে প্রবেশ হলেও সবধরনের নাগরিক সুবিধা এখনে আছে। টয়লেট থেকে চিত্রশালা,বই পড়ার স্থান, শিশুকর্ণার সবকিছুই ফ্রি। শুধু রেস্টুরেন্ট ও লেকের বোর্টে উঠলে পে করতে। আগে সারাদিন রাত খোলা থাকতো। কিন্তু বিভিন্ন কারণে এখন সময় নির্ধারণ করা হয়েছে। যারা রমনা পার্কে এখনো যাননি, তারা ঘুরে আসতে পারেন।আমি নিশ্চিত ভালো লাগবে আপনাদের। বন্ধুরা,আজ এই পর্যন্তই।আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকুন - নিরাপদে থাকুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | লাইফস্টাইল |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২০শে এপ্রিল, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1914005165843382670
Upvoted! Thank you for supporting witness @jswit.
💦💥2️⃣0️⃣2️⃣5️⃣ This is a manual curation from the @tipu Curation Project
@tipu curate
Upvoted 👌 (Mana: 4/8) Get profit votes with @tipU :)
link
https://x.com/selina_akh/status/1913988557221617836
https://x.com/selina_akh/status/1913970167362752781
https://x.com/selina_akh/status/1913967417291596069
https://x.com/selina_akh/status/1913966444125229399
https://x.com/selina_akh/status/1913965845296161042
https://x.com/selina_akh/status/1913614138674479166
অনেক আগে গিয়েছিলাম এই রমনা পার্কে। সেখানে খুবই সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন৷ যেভাবে আপনি হঠাৎ এই রমনা পার্কে গিয়েছেন এবং এখানে আমাদের মাঝে এই পোস্ট শেয়ার করেছেন তা পড়ে খুবই ভালো লাগছে৷ এখানে সবকিছু একেবারে সুন্দরভাবে শেয়ার করেছেন এবং এখানে আপনার কাছ থেকে এত সুন্দর পোস্ট থেকে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে৷
অনেক ভালো লাগে রমনা পার্কে বেড়াতে। বেশ সুন্দর পার্কটি।