লাইস্টাইলঃ বড় বোনের ছেলের বউ এর জন্য চুরি বানালাম।

in আমার বাংলা ব্লগ5 hours ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ৪ঠা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ। ১৯ শে আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি লাইফস্টাইল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

l4.jpg

l2.jpg

চুড়ি মেয়েদের পছন্দের গহনার মধ্যে অন্যতম। যে কোন আউটফিতের সাথে বেশ মানিয়ে যায় এই চুড়ি। আজকাল তো থ্রিপিস,শাড়ি সাথে সাথে ওয়েস্ট্রান ড্রেস এর সাথেও পরছে এই চুড়ি। তবে বেশি চলছে হাতে বানানো বিভিন্ন ডিজাইনের চুড়িগুলো। আর এই সকল চুরিগুলো বানানো হয় বিভিন্ন ডিজাইন এর কাপড়,সুতা ,কড়ি ও বিভিন্ন ধরনের বিডস ব্যবহার করে। আর এই ধরনের চুড়ির একটা সুবিধা হলো ড্রেস এর সাথে কাস্টমাইস করে বানানো যায়। আর এই কাজ করার জন্য রয়েছে অনলাইনে বিভিন্ন পেজ। যারা কাস্টমাইস চুড়ি সহ বিভিন্ন গহনা বিক্রি করেন। আর বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই পেজগুলো। সেই সাথে গড়ে উঠেছে বিভিন্ন উদ্যোগতা। আর নতুন কোন কিছু দেখলে তা করার চেস্টা করা আমার স্বভাব। তাই বিভিন্ন পেজ এ চুড়ির ডিজাইন দেখে আমিও নিজের জন্য বানিয়ে ফেলি ড্রেস এর সাথে ম্যাচিং করে বিভিন্ন ডিজাইন এর চুড়ি। চুড়ি সহ বিভিন্ন ধরনের গহনা বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ারও করেছি বিভিন্ন সময়ে। আপনারাও পছন্দ করেছেন আমার তৈরির গহনা গুলো। আমার বানানো গহনা আমার পরিচিত অনেকেই গিফটও করেছি। তারাও বেশ পছন্দ করেছে আমার বানানো বিভিন্ন গহনাগুলো।

l2.jpg

l3.jpg

যখন নিজের হাতের তৈরি কোন জিনিস অন্যের পছন্দ হয় তখন বেশ ভালো লাগে। এবার যখন চট্টগ্রাম গেলাম তখন ড্রেস এর সাথে ম্যাচিং করে নিজের তৈরি চুড়ি পরে গিয়েছিলাম আমার বড় বোনের বাসায়। আমার পরা চুড়িগুলো দেখে আমার বড় বোনের ছেলের বউ এর খুব পছন্দ হলো। আমি চুড়িগুলো দিতে চাইলে সে বলল যে, তাকে যেনো বানিয়ে দেই। সে তার ড্রেস এর সাথে মিলিয়ে এক সেট চুরি বানিয়ে দিতে বলল। আমি রাজি হয়ে গেলাম। ঢাকায় এসে বানিয়ে ফেললাম তার জন্য চুড়ির সেটটি। যেহেতু বাসায় চুড়ির বেজ সহ অন্যান্য উপকরণ ছিল। এবং হাতের মাপের বেজও ছিল ,তাই বানাতে আর কস্ট হলো না। তা নাহলে চুড়ির বেজ ও অন্যান্য উপকরণ কেনার জন্য আবার আমাকে মার্কেটে যেতে হতো।

l1.jpg

l5.jpg

তাই ঢাকায় এসেই তার ডিজাইন অনুযায়ী চুরির সটটি বানিয়ে ফেললাম গতকাল। আমি চুড়ির সেটটি বানাতে কাপড়,কড়ি,রুপালী পুথি ও খয়েরি রং এর সুতা ব্যবহার করেছি। আজকাল চুড়িতে কড়ির ব্যবহার চোখে পরার মতো। সেই সাথে বেশ ট্রেন্ডি। তাই চুড়িতে কড়ি ব্যবহার করলাম। বানানোর পর বেশ ভালই লাগলে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে। এখন কেবল কুরিয়ার করে চট্টগ্রামে পাঠিয়ে দেবার পালা। আগামিকালই পাঠিয়ে দেবো। যদি কোন ঝামেলায় না থাকি। আশকরি ছেলের বউ এরও পছন্দ হবে চুড়ির সেটটি। নিজের জীবনের ছোট খাটো ঘাটনাগুলো আপনাদের সাথে করি সব সময় তাই আজও করলাম। আজ এ পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। আজ এ পর্যন্ত। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীলাইফস্টাইল
ক্যামেরাRedmi Note 5A
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৯শে আগস্ট, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

image.png

image.png

image.png