লাইফ স্টাইল পোস্ট।। শহীদ আবু সাঈদ হল পরিদর্শন এবং দুপুরের ভোজন।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
সময়টা ছিল 4 এপ্রিল। এক সুস্নিগ্ধময় সকালের কথাই আপনাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল বাসা থেকে বের হই শহরের উদ্দেশ্যে, বেশ কিছু কাজের জন্য। তখন ক্যাম্পাস আমাদের বন্ধ ছিল। শহরে পৌঁছাতে আমার সাতটা নাগাদ বেজেছিল। হাতে এখনো ঢের সময় বাকি ছিল আমার কাজের জন্য। হঠাৎ মনে পড়লো ক্যাম্পাসে অনেকদিন হলো যাই না। তখন মনে হল ক্যাম্পাসের ভেতরেই হলরুমে আমার কয়েকজন বন্ধু রয়েছে। বন্ধু বলতে ক্লাসমেট দের কথা বলছি। ফোন করলাম সুমনকে। জানতে পারলাম সে হলরুমেই রয়েছে।
রিকশা নিয়ে চলে গেলাম একেবারে ভার্সিটির ভেতর দিয়ে হল রুমের নিকটে। এই হল রুমটার আগে অবশ্য অন্য নাম ছিল। সদ্য তৈরি হওয়া এই হল রুমটি ২৪ এর গণঅভ্যুত্থানের আগ অব্দি বন্ধ ছিল। আগের নামটি হল শেখ ফজিলাতুন্নেছা হল। কিন্তু সেই নাম পাল্টিয়ে নাম রাখা হয়েছে এখন শহীদ আবু সাঈদ হল। এখন আবু সাঈদের নামে কেন এই হলের নামকরণ করা হলো আপনারা হয়তোবা অনেকেই জানেন না তবে রংপুরের প্রত্যেকটা মানুষই জানেন। ২৪ এর গণঅভ্যুত্থানে রংপুর বিভাগের সর্বপ্রথম শহীদ হলেন শহীদ আবু সাঈদ ভাই।
যাইহোক হলের সামনে পৌঁছে সুমনকে আরেকবার ফোন দিলাম। কই আছিস নিচে আয় আমি নিচে চলে আসছি। মিনিট কয়েক পরেই সে নিচে চলে আসলো। এরই মাঝে রিক্সাওয়ালাকে বিদায় করেছিলাম। তারপর বন্ধু সুমনের সাথে কৌশল বিনিময় করে নিলাম। তারপরে চলে গেলাম দুজনে মিলে নাস্তা করতে। নাস্তা খাওয়ার পর ক্যাম্পাসের এবার অন্য রাস্তা দিয়ে হলের উদ্দেশ্যে রওনা হলাম। সত্যি বলতে খুবই ভালো লাগছিল ক্যাম্পাসে এত সকাল সকাল ঘুরতে পেরে। বন্ধুকে বিদায় জানিয়ে চলে গেলাম আমার নির্দিষ্ট গন্তব্যে কাজের জন্য।
এরই মাঝে পুরো হল ঘোরাঘুরি করা শেষ করে ফেলেছিলাম। সিনিয়র ভাইরাএবং জুনিয়রাও ছিল, সেই সাথে ক্লাসমেটরা এবং ব্যাচমেট তো আছেই। খুবই চমৎকার সময় কাটিয়েছিলাম। আমি সেখান থেকে চলে আসার আগেই সুমন জানিয়েছিল যেন দুপুরের খাবার হলরুমে খাই। আমি অবশ্য রাজি হয়ে গিয়েছিলাম কারণ তাতে বুঝতে পেরেছি হলে কি রকম খাবার দেওয়া হয়। মোটামুটি স্বাস্থ্যসম্মত বটে। সব মিলিয়ে চমৎকার সময় কাটিয়েছিলাম ঐ দিনটা। যাই হোক বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1954558432956362929?t=rh2WygsNWYxYieqL4H-DuQ&s=19
https://x.com/mdetshahidislam/status/1954557810215206986?t=rh2WygsNWYxYieqL4H-DuQ&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1954710000489959763?t=fry0eFjecQCq4ED5VfiTgA&s=19