“ বোনের বাসায় আজ সুন্দরভাবে দিনটি কাটলো “
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
বোনের বাসায় আজ সুন্দরভাবে দিনটি কেটে গেলোঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে শেয়ার করে নেব একটি লাইফ স্টাইল পোস্ট।প্রতিনিয়ত নানা ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়।জীবনের প্রতিটি ঘটনাই আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি।সুখ-দুঃখ গুলো আপনাদের মাঝে ভাগ করে নিতে ভীষণ ভালো লাগে।আপনারা তো আমার পরিবারেরই একটি অংশ।তাইতো সব সময় চেষ্টা করি সকল অনুভূতিগুলো আপনাদের মধ্যে শেয়ার করে নিতে।আজ শেয়ার করে নিব আজকের দিনের কিছু অনুভূতি।আজ সকালে বোনের বাসায় বসুন্ধরা আবাসিক এলাকায় বেড়াতে গিয়েছিলাম।যদিও আমার ঘোরাফেরা খুব একটা হয়না।ছেলের স্কুল ও পড়াশোনার কারণে।তবে আজ আম্মুকে বোনের বাসায় নিয়ে যেতে আমরা সবাই ই গেলাম ওর বাসায়।আপনারা অনেকেই জানেন আমার আম্মু আমার কাছেই থাকেন।আব্বু পৃথিবী থেকে বিদায় নেয়ার পর খুব বেশি ভেঙে পরি আমি।তাই সেই থেকে আম্মু আমার কাছেই থাকেন।তবে মাঝে মাঝে ভাইয়া ও বোনের বাসায় বেড়াতে যায়।তখন আমি চেষ্টা করি সব জায়গায় আম্মুকে পৌঁছে দিতে।আম্মু আজ বোনের বাসায় কিছুদিন বেড়াতে যাবে তাই ভাবলাম আমরা ও যাই।বোন দুদিন থেকে বার বার যেতে বলছিলো।ছেলে তো খালামনির বাসায় যাবে বলে বায়না করছিল গতকাল থেকে ই।তাই আজ আম্মুর সাথে আমরা ও চলে গেলাম বোনের বাসায়।
আমরা খুব সকালে রওনা হই।আর আজ ছুটির দিন থাকাতে আমরা রাস্তা প্রায় ফাঁকা পাই,আর এ কারণে খুব অল্প সময়ে বসুন্ধরা পৌঁছে যাই।বোনের বাসায় যাওয়ার পর বোন আমাদেরকে অনেক অনেক নাস্তা খেতে দেয়।আমরা সবাই একসাথে বসে নাস্তা করে এরপর চা পান করে সবাই বসে গল্প করছিলাম।বোন আগে থেকেই নানা রকমের রেসিপি আমাদের জন্য রান্না করে রেখেছিল।তাই সবাই বসে গল্প করেছি।বড় ভাইয়া,ভাবী ও ছেলেমেয়েরা ও এসেছিল।তাই সময়টা ভীষণ সুন্দর কেটেছে।
দুপুরে সবাই একসাথে লাঞ্চ করলাম।অনেক রকমের মজার মজার রেসিপি খেয়েছি সবাই একসাথে।আমি নিজের হাতে পায়েস রান্না করে নিয়েছিলাম।এছাড়া ও আমড়ার আচার ও শুঁটকি মাছ ভুনা ।আর বোনের জন্য কিছু ভর্তা করে নিয়ে গিয়েছিলাম।আর বড় ভাবী মিষ্টি ও দই,আর চকলেট নিয়ে এসেছিলেন বাচ্চাদের জন্য।আজকের দিনটি পরিবারের সবাই মিলে ভীষণ ভালো কেটেছে।মনের অনুভূতি গুলো খুব সুন্দরভাবে আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি আমার অনুভূতিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে।
আজ এখানেই শেষ করছি।আবার হয়ত হাজির হয়ে যাব অন্য কোন পোস্টে ভিন্ন কিছু অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.