“ আগামীকাল বেলা ১২ টায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে “
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
আগামীকাল বেলা ১২ টায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে:
ডিভাইস-আই প্যাড
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে শেয়ার করে নেব একটি লাইফ স্টাইল পোস্ট।প্রতিনিয়ত নানা ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়।জীবনের প্রতিটি ঘটনাই আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি।সুখ-দুঃখ গুলো আপনাদের মাঝে ভাগ করে নিতে ভীষণ ভালো লাগে।আপনারা তো আমার পরিবারেরই একটি অংশ।তাইতো সব সময় চেষ্টা করি সকল অনুভূতিগুলো আপনাদের মধ্যে শেয়ার করে নিতে।আজ শেয়ার করে নিব কিছু অনুভূতি।আপনারা কী ভাবছেন কে যাবে অস্টেলিয়া?সে কথা জানাতেই তো আজ হাজির হয়েছি।আমার হাসবেন্ড আগামীকাল দুপুরের ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে।আমি যাচ্ছি না।কারণ আমার ছেলের এক্সাম আগামী মাসের ১০ তারিখে।তবে সামনে যেকোন সময় ইনশা আল্লাহ যে দেশেই ঘুরতে যাই না কেন আপনাদের সাথে শেয়ার করে নেব।হাসবেন্ড ঘুরতে যাচ্ছে।এর আগে ও হাসবেন্ড অস্ট্রেলিয়া ঘুরে এসেছে।হাসবেন্ড রোটারি ক্লাবের সভাপতি।তাই নানান দেশে নানা সময় কনফারেন্স হলে সে সেখানে জয়েন হয়ে থাকেন।তবে এবার কোনো কনফারেন্সে যাচ্ছে না।এবার শুধূই ঘুরতে যাচ্ছে।
আমার বড় ননদের মেয়ে সেখানে থাকেন।তিনি গিয়ে ওখানেই উঠবেন।ভাগ্নি তাঁকে এয়ারপোর্টে নিতে আসবে।দুই সপ্তাহ সেখানে থাকবেন তিনি।আগের বার গিয়ে অনেক জায়গাতেই ঘুরে এসেছেন।এবার বাকি জায়গা গুলোতে ঘুরে দেখে আসবেন।হাসবেন্ড যাবে তাই অনেক বেশি ব্যস্ত সময় কাটছে আমার।কারণ ভাগ্নির জন্য বেশ কিছু কেনাকাটা করতে হয়েছে।শুকনা খাবারের কিছু আইটেম ও আমি গুছিয়ে দিয়েছি।হাসবেন্ডের ব্যাগ গুছানো শেষ।আমি ভাগ্নির জন্য বেশ কিছু শুকনা খাবার ও কিছু কাপড় গুছিয়ে দিয়েছি।আমার ননদ ও তিন মাসের জন্য সেখানে বেড়াতে গিয়েছেন।তার তিন মাস প্রায় শেষ।তিনি ও হয়ত একসাথেই বাংলাদেশে ব্যাক করবেন।হাসবেন্ড আগামীকাল সকাল ৮ টার মধ্যে বাসা থেকে বের হয়ে যাবেন।ঢাকার যে জ্যাম তাতো আমাদের সবারই জানা।
এসব কারণে অনেক বেশি ব্যস্ত সময় কাটছে আমার।এরপর ছেলের এক্সাম তাঁকে পড়তে বসানো।নিজের কাজ সবকিছু নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি।আপনাদের মাঝে লাইফে ঘটে যাওয়া ঘটনা গুলো শেয়ার করতে না পারলে ভালো লাগে না,তাই শেয়ার করে নিলাম।আগামীকাল সকালে ছেলেকে স্কুলে দিয়ে এসে হাসবেন্ডকে বিদায় দিতে হবে।দুই সপ্তাহ পর হাসবেন্ড ফিরে আসবে।সবাই দোয়া করবেন ঘুরে ফিরে যেনো সুস্থ স্বাভাবিক ভাবে ফিরে আসে আমাদের মাঝে।মনের অনুভূতি গুলো শেয়ার করে নিলাম।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আজ এখানেই শেষ করছি।আবার হয়ত হাজির হয়ে যাব অন্য কোন পোস্টে ভিন্ন কিছু অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আপনার পোস্ট পড়ে ভেবেছিলাম সত্যি আপনি ও যাবেন অস্ট্রেলিয়ায়।আসলে বাচ্চাদের পরীক্ষার জন্য হয়তো অনেক কিছু সম্ভব হয় না।তবে পরীক্ষা শেষ হলে সময় করে অবশ্যই ঘুরতে যাবেন।দোয়া করি ভালো মতো পৌঁছাতে পারে। ধন্যবাদ আপু আপনাকে।