" অনলাইন থেকে আম আনা হলো "

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

অনলাইন থেকে আম আনা হলোঃ


20250520_131617.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আমার আজকের ব্লগটি আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আজ লাইফ স্টাইল ব্লগ শেয়ার করে নেবো।আমি প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার।তবে গত তিন দিন নেট জটিলতার কারনে ভিন্ন পোস্ট শেয়ার করা সম্ভব হয়নি।আমি সব সময় চেষ্টা করি প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনা গুলো শেয়ার করার।তাইতো আজ লাইফ স্টাইল পোস্ট শেয়ার করে নেবো।

20250520_175707.jpg

চলছে আমের মৌসুম।চারিদিকে নানান রকমের আম পাওয়া যাচ্ছে।আর এই আম ভেজালমুক্ত হলে তো কোন কথাই নেই।আর এর জন্য দরকার যে স্থান থেকে আম শহরে আসে সেখান থেকে আম নিয়ে আসা।রাজশাহীর আম খুবই সুস্বাদু হয়ে থাকে।গত বছর ও আমার খালা শ্বাশুড়ির পরিচিত কোন এক লোকের মাধ্যমে রাজশাহী থেকে আম এনেছিলেন।তখন আমাদের কে ও ১০ কেজি পাঠিয়েছিলেন খেয়ে দেখার জন্য। সেই আম গুলো বেশীর ভাগই কাঁচা পাঠিয়েছিলেন।কারন আম আনা হয়েছিল ২০ কেজি।২০ কেজি আম যদি পাকা আনা হয় তবে একসাথে সব খাওয়া হবে না।তখন নষ্ট হবে আম।এজন্য তারা কাঁচা আর পাকা আম মিশেয়ে পাঠিয়েছিলেন।এবার ও তেমনটাই করেছেন তারা।গত বছরের আম গুলো খুবই সুস্বাদু হয়েছিল।

20250529_224131.jpg

এবারের আম গুলো ও ভীষণ সুস্বাদু হয়েছিল খেতে।এক সাথে সব পাকা আম না দিয়ে ভালো ই করেছেন।একটা একটা করে পাকলে আম আর নষ্ট হওয়ার চান্স থাকে না।এবারের আম গুলো ও ভালো ই লাগলো খেতে।আমের উপরে সবুজ হলেও ভেতরে খুব সুন্দর পাকা হয়েছিল।খুব মিষ্টি হয়েছিল আম গুলো।এই আমের মৌসুমে সবাই কম-বেশী আম খাবেন।যারা আম ঢাকার বাইরে থেকে আনতে পারবেন না,তাদের জন্য ফরমালিনমুক্ত আম কিনা তা বোঝার জন্য একটি পরীক্ষা করে দেখে নিতে পারেন।আপনি একটি আমের এক পাশ কেটে নিয়ে যেকোনো এক টুকরো লেবু দিয়ে আমের গায়ে কিছু সময় ঘষে নেবেন।যদি দেখেন আমের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তখন বুঝবেন এতে ফরমালিন মেশানো হয়েছে।আশাকরি পরীক্ষা করে দেখে খাবেন।আমরা সবাই চাই ফরমালিন মুক্ত খাবার খেতে।যেকোনো মৌসুমী ফল আমরা ভেজালমুক্ত করে খেতে চাই।আর এর জন্য যেকোনো একটি পদ্ধতি আমাদের করে দেখতে হবে।

এই মধুমাসে সবাই নানা রকমের আমের স্বাদ তৃপ্তি নিয়ে খাবেন এমনটাই আশাকরি।আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিলাইফ স্টাইল
প্রয়োজনীয় ডিভাইসSamsung A 20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPiMraFFoAYbU1qRnWow8VAESPuCj2iAFuxJZaAkWSFYjknC79Yvr3Hvpewov9...XSBuwkeuf4u2HHYnTh42ETSMDeNZAbpP2wAyK5YEzfHuJd77StVXXXQ837mL4eMAcaj2us8MWrck1vwaviyxFGx4fEr1Q8iHWyrxEwCnE9jJJ2Hyh6tTeHJpE.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...CrpaohxYk9uSxNuW6ERRhuynfdVAqK6mT1BA8tgAcayjQX1cVHm5QbPwjtM2hgP6V2up8ZofQcEK1WfKukku6L9y5WSCvQtbjGttHDUxCnEzVLxyuLacBoDE2S.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...PG5e5ksRhVwQ6WiB9zuqR68odrWKECz2xQUXbP2xQHAKk39Qx7Z3qe3QjNn5P9E1B5Fjmsp4SA9KuXEksa47QQenTCKtdUjmFtEQG4zw93A62wi7js5PCbht7X.gif

IMG_5055.jpg