" আম্মুর জন্য নতুন মোবাইল কেনা হলো "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
আম্মুর জন্য নতুন মোবাইল কেনা হলোঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে।আমি প্রতিনিয়ত চেষ্টা করি জীবনে ঘটে যাওয়া কিছু কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ নতুন মোবাইল কেনার বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলে এলাম।আমরা চার ভাই-বোন।আমরা ঢাকাতেই আছি সবাই।কিন্তু এরপরেও নানা কারনে আমাদের খুব একটা দেখা হয় না।আমার আব্বু মারা গেছেন আপনারা হয়তো অনেকেই জানেন।আমরা খুব ভেঙে পরেছিলাম।তবে আমি একটু বেশীই মনে হয় ভেঙে পরেছিলাম।বাবার বড় মেয়ে খুব আদরের ছিলাম তাই হয়তো কষ্ট টা খুব হৃদয় ছুঁয়ে গিয়েছিল।সেই থেকে আমার আম্মু আমার বাসায় আমার কাছেই আছেন।মাঝে মাঝে বড় ও ছোট ভাইয়ের বাসায় ও বোনের বাসায় যায় বেড়াতে।কিন্তু থাকে আমার এখানেই।
আম্মু আমার এখানে থাকলেও সবার সাথে ভিডিও কলে কথা বলে সব সময়।এতে কিছুটা স্বস্তি পায় আমার মা।কিন্তু বেশকিছুদিন যাবৎ লক্ষ্য করছিলাম।আম্মুকে মোবাইলে কেউ কল দিলে কল ফোনে আসছে না।কিন্তু আম্মুর মোবাইল যখন হাতে থাকে ঠিক তখনই কেবল কল আসে মোবাইলে।এই বিষয়টি খুব অবাক লাগলো আমার কাছে।যেহেতু আম্মুর আরও একটি বাটন মোবাইল আছে তাই আম্মুকে কেউ না পেলে বাটন মোবাইলে কল দিয়ে বিষয়টি জানায়।বিষয়টি জানলেও এর সমাধান আমার কাছে নেই।তাই আম্মুকে বলেছিলাম তোমাকে নতুন একটি মোবাইল কিনে দিব।কিন্তু আমার মা মোবাইল কিনতে নারাজ।তার কথা হলো এটা তো ভালো ই মোবাইল। তবে কেন নতুন মোবাইল কিনতে হবে আমি আম্মুকে বুঝালাম,তোমার মোবাইল ভালো কিন্তু তুমি মোবাইল হাতে না নিলে তো কল আসে না।তাই নতুন মোবাইল একটা কিনে দিব তোমাকে।অনেকেই আছে সময় কম ব্যস্ত আছে কিন্তু তোমাকে কল দিয়ে পায়না।তোমার অন্য মোবাইলে চেষ্টা করবে তেমনটা সময় নেই, তখন কি একটা ঝামেলা হয় বলো।
এতো সব চিন্তা বাদ দিয়ে নতুন একটি মোবাইল সেদিন কিনেই ফেললাম।তাই এসেছি আজ আপনাদের মাঝে শেয়ার করতে।
মাকে কিছু দিতে পারলে তৃপ্তি পাওয়া যায়। আমরা চার বাই-বোন ই সব সময় চেষ্টা করি আম্মুর প্রয়োজনীয় সবকিছুর দিকে খেয়াল রাখতে।আজ বাবা নেই।মা ই আমাদের সব।মোবাইলটি আম্মুর ভীষণ পছন্দ হয়েছে।এখন কল করলেই কল আসে তাই সবার সাথেই কথা বলতে পারে সব সময়।আম্মুর খুশীতে আমরা ও আনন্দ পেয়ে থাকি।মা বড়ই অমূল্য সম্পদ।মায়ের খেয়াল রাখতে পারছি বলে আমি ও ভীষণ আনন্দিত।মনের ভালো লাগা,মন্দ লাগা সবকিছুই আমি আম্মুর সাথে শেয়ার করে থাকি।আম্মু আমাকে সবকিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে আমাকে আশ্বস্ত করেন।মা পাশে না থাকলে সবই অন্ধকার লাগে আমার।আম্মু যখন অন্য ভাই-বোনের বাসায় বেড়াতে যায় আমি আমার বাসায় আনার জন্য অস্থির হয়ে পরি।আমার আম্মু আমার পৃথিবী।আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন।আজকে কিছু অনুভূতি শেয়ার করতে পেরে অনেক বেশী ভালো লাগলো। আশাকরি আপনাদের কাছে ও আমার অনুভূতি গুলো ভালো লেগেছে।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | লাইফ স্টাইল |
---|---|
প্রয়োজনীয় ডিভাইস | Samsung 20 ultra |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
বাবাকে হারানোর কষ্ট সত্যি অনেক বেশি। যেটা কখনোই ভুলা যায় না আপু। আপনার মায়ের জন্য ফোন কেনা হয়েছে জেনে অনেক ভালো লাগলো আপু।