আমাদের সবজি বাগানের বর্তমান দৃশ্য

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় মোটামুটি অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তাই আসুন দেরি না করে এক নজরে দেখে ফেলি সমস্ত ফটোগ্রাফি গুলো।

GridArt_20231208_232617200.jpg


প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবজি বাগানে শীতকালীন সবজি হিসেবে আমরা যে সমস্ত শাকসবজি উৎপাদন করেছি তার মধ্য থেকে মুলার দৃশ্য। পুকুর পাড়ে যখন মুলা উঠানো হচ্ছিল তখন ক্যামেরায় ধারণ করেছিলাম। কারণ শীতকালীন অনেক সবজি হয়ে থাকে। তার মধ্যে পুকুর পাড়ে বেশ অনেক সবজি চাষ করে থাকে আমাদের। মুলাগুলো দেখতে অনেক বড় বড় আমিও চেষ্টা করছিলাম কয়েকটা সাথে তুলে দেওয়ার।

IMG_20231206_164901.jpg
Camera: Huawei P30 Pro-40mp
Location

মুলা উঠানোর মুহূর্তে চেষ্টা করেছিলাম কয়েকটা ফটোগ্রাফি করতে। এ মলাগুলো বিদেশী। তাই মাটির নিচ থেকে উপরে উঠে এসেছে। মাটির উর্বরতা বেশি থাকায় মুলাগুলো বেশ দেখার মত হয়েছে। যখন পুকুরপাড়ে মাছের খাবার দেওয়া দেখতে গিয়েছিলাম তখন মূলা তুলছিলাম। ঠিক এই মুহূর্তে কিছু ফটো ধারণ করেছিলাম।

IMG_20231206_164742.jpg
Camera: Huawei P30 Pro-40mp
Location

পুকুরপাড়ে একটি পেঁপে গাছ রয়েছে। পেঁপে গুলো দেখতে বেশ সুন্দর তাই মনে করলাম আপনাদের মাঝে শেয়ার করা হবে। এজন্য আমি ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। পেঁপে আমার খুবই প্রিয় একটি সবজি। এটা আমাদের দেশের সারা বছর কম বেশি পাওয়া যায়। তবে পুকুর পাড়ে যদি এভাবে অনেক গাছ লাগানো হয় সারা বছর খাওয়া সম্ভব। পেঁপে গাছের পাশে লাউ গাছে লাউ ধরেছে।

IMG_20231205_091626.jpg
Camera: Huawei P30 Pro-40mp
Location

আমি আর একটু এগিয়ে গেলাম এবং লাউএর ফটোগ্রাফি করার চেষ্টা করলাম পেঁপে গাছের পাশ থেকে। শীতের আগে লাউ গাছে লাউ ধরেছে এমন দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগলো। আমাদের বাসায় লাউ গাছ লাগানো হয় তবে শীতের পরে। এবার শীতের আগে এখানে লাউ গাছে লাউ এসেছে সত্যিই আমার কাছে অনেক ভালো লাগলো কারণ শীতকালে লাউ খেতে খুব মজা লাগে।

IMG_20231205_091330.jpg
Camera: Huawei P30 Pro-40mp
Location

আমাদের এখানে পুকুরপাড়ে অন্যান্য সবজির মধ্যে করলা সবজিটা রয়েছে। যখন সবজির ফটোগ্রাফি করছিলাম তখন চেষ্টা করলাম সমস্ত সবজির ফটোগ্রাফি করবো এবং সুন্দরভাবে একটি ব্লগ সাজিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। অনেক প্রচেষ্টার পর বেশ চমৎকারভাবে ক্যামেরাবন্দি করতে পেরেছি। আমি এর আগে সবকিছুর ফটোগ্রাফি করার চেষ্টা করতাম কিন্তু কিছুটা ঘোলাটে হতো পরিষ্কার হতো না। এখন যা হোক দিন দিন বেশ ভালো ফটোগ্রাফি করতে পারছি।

IMG_20231205_091108.jpg
Camera: Huawei P30 Pro-40mp
Location

এগুলা নতুন বেগুন গাছের বেগুন ধারা দৃশ্য। পুকুর পাড়ে দুই সারিতে বেগুন গাছ লাগানো হয়েছে। তবে কিছু কিছু গাছে বেগুন ধরা শুরু হয়ে গেছে। লক্ষ্য করে দেখলাম কুলঝুটি পাখিতে অনেক বেগুন খেয়ে গেছে। তবে যাই হোক বেগুনগুলো দেখতে বেশ চমৎকার ছিল।

IMG_20231205_085846.jpg
Camera: Huawei P30 Pro-40mp
Location

আমাদের পুকুর পাড়ে পুঁই শাক রয়েছে। আমরা সকলেই জানি শীতকাল আসলে পুঁইশাকের মেচড়ি হয়। এটা খেতে আমার বেশ ভালো লাগে তাই ফটোগ্রাফি করার পাশাপাশি তখন অনেকগুলো ছুড়িয়ে এনেছিলাম। তবে এখনো পেকে যাই নাই, পাকাগুলো বেশি ভালো লাগে।

IMG_20231124_084011.jpg
Camera: Huawei P30 Pro-40mp
Location

আমাদের পুকুর পাড়ে মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে। কিছু কিছু মিষ্টি কুমড়া গাছে কুমড়া ধরা শুরু হয়ে গেছে। তবে লক্ষ্য করে দেখলাম পোকার আক্রমণ অনেক বেশি। প্রায় গাছে কুমড়াতে পোকায় আক্রমণ করেছে। আর এই সব মিলে আমাদের পুকুরপাড়ের সবজি বাগান।

IMG_20231124_081936.jpg
Camera: Huawei P30 Pro-40mp
Location


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

Sort:  
 2 years ago 

আপনার সবজির বাগান খুবই সুন্দর দেখছি। ভিন্ন ভিন্ন ধরনের সবজি চাষ করেছেন সত্যিই ভালো লাগলো। সবারই উচিত এই ধরনের বাগান করা যেটা অর্থ সাশ্রয় হয়। আজকে দারুন ব্লগ নিয়ে হাজির হয়েছেন। শীতকালীন সময়ে এই ধরনের সবজি খেতে ভালোই লাগে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ আমাদের বাগানে অনেক রকম সবজি আছে

 2 years ago 

আপনার সবজি বাগান তো খুব সুন্দর দেখা যাচ্ছে। এরকম সবজি বাগান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই৷ এখানে অনেকগুলো সবজি দেখা যাচ্ছে৷ এখন যেভাবে দাম বাড়তে শুরু করেছে আপনাদের এখান থেকে সবজি নিয়ে চলে আসব৷

 2 years ago 

আপনার ভাইয়া সুন্দর করে সবজি আবাদ করে

 2 years ago 

আজকে বিকেলে আমাদের সবজি বাগানের ফটোগ্রাফি করতে যাবো ভাবছি। যাহোক, আমাদের সবজি বাগানের খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছো। বিশেষ করে নতুন লাউ গাছে সুন্দর লাউয়ের ফটোগ্রাফিটি আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। একই সাথে মুলার ফটোগ্রাফিটি দেখতেও খুব সুন্দর লাগছে। আমাদের সবজি বাগানের দারুন একটি ফটোগ্রাফির পোস্ট সকলের নিকট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ সব রকমের সবজিগুলো ফটোগ্রাফি করতে আমারও ভালো লাগে ভাইয়া