গ্রামের মানুষগুলো এখন গবাদি পশুর জন্য ঘাস উৎপাদনে ব্যস্ত
আসসালামু আলাইকুম। শুভ সকাল আমার বাংলা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রার্থনা করি।
আজ আমি আপনাদের মাঝে একটি লাইফ স্টাইল ব্লগ লেখার জন্য উপস্থিত হলাম। মূলত আমি আজকে গ্রামের কৃষকের ঘাস উৎপাদন করার দৃশ্য এবং গবাদি পশুর সম্পর্কে চমৎকার ব্লগ লিখতে চাই। আশা করছি আজকের এই ব্লগ আপনাদের বেশ উপকারে আসবে। সকলে উপভোগ করতে থাকুন এর জন্য সকলেই আপনারা আমন্ত্রিত।
বর্তমান সময় চ্যালেঞ্জিং এর সময়। প্রতিটি মানুষ তাদের নিজেদের অবস্থানকে আরো বেশি উন্নত করার লক্ষ্যে কাজ করছে। ঠিক আমার গ্রামের মানুষ গুলোর অবস্থা আজ থেকে তিন বছর পূর্বে যেখানে ছিল তার থেকে বর্তমান পরিস্থিতি অনেক বেশি ভালো। কারণ মানুষ এখন নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারছে এবং নিজেরা সিদ্ধান্ত নিয়ে জীবনে ভালো কিছু করার পরিকল্পনা করছে।
ঠিক আমার গ্রামের উন্নতির পেছনে একমাত্র অবদান হলো গবাদি পশু লালন পালন করা। আর গবাদি পশু লালন-পালন করতে একজন কৃষককে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হতো। তবে আধুনিক এই পৃথিবীর যুগে এখন মানুষ অনেক বেশি আধুনিক হয়েছে এবং তারা প্রতিটি কাজ অতি সহজে করার বিকল্প রাস্তা তৈরি করতে পেরেছে। ঠিক গবাদি পশু লালন পালন করার ক্ষেত্রে গবাদি পশুর খাদ্য সংগ্রহের কাজটি আরো বেশি সুন্দর এবং সহজ করে তুলেছে।
বেশ কয়েকদিন পূর্বে, আমি একটি বড় পুকুরের পাশে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি লক্ষ্য করলাম একজন কৃষক বড় পুকুরের পাড়ে ঘাস চাষ করছিল।
মূলত আমি প্রথমে দূর থেকে দেখে তাকে শনাক্ত করতে পারিনি। তবে আমি যখন তার কাছে গেলাম এবং সে আমার গ্রামের একজন প্রতিবেশী। বেশ কিছুদিন আগেও সে মানুষের জমিতে কাজ কর। তবে বর্তমানে সে একটি পুকুর পাহারা দেয় এবং পাশাপাশি পুকুরের পাশে ঘাস চাষ করছে তার নিজের গবাদি পশুর জন্য।
পুরো রাত বিনা বেতনে পুকুরের মাছ পাহারা দেয় । এবং পারিশ্রমিক হিসেবে সে তার গবাদি পশুর জন্য ঘাস লালন-পালন করে। আর এভাবে একজন পাহারাদার আমার প্রতিবেশী বছরে সর্বনিম্ন ২.৫ লক্ষ টাকা উপার্জন করতে সক্ষম। আমি তার সাথে আলাপ করে দেখেছি এবং জানতে পেরেছি, গবাদি পশু লালন পালন করতে হলে অবশ্যই ঘাস চাষ করতে হবে। এবং গবাদি পশু যদি সঠিক পদ্ধতিতে লালন পালন করা হয় তাহলে এর থেকে প্রচুর পরিমাণে বাৎসরিক লাভ করার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে বিষয়টি আমাকে সত্যিই অনেক বেশি আনন্দ দিয়েছিল।
একজন কৃষক অনেক বেশি পরিশ্রমই হয়ে থাকে। একদিকে মাঠে ফসল উৎপাদন করছে এবং অপরদিকে সে তার বাড়িতে গবাদি পশু লালন পালন করছে। তবে বর্তমানে পশু লালন পালন করার জন্য আর মাঠে গিয়ে অন্যের জমিতে ঘাস কাটতে হয় না। বরং প্রতিটি উদ্যোক্তা তাদের নিজেদের জমিতে ঘাস চাষ করছে এবং গবাদি পশুর খাদ্য সংগ্রহ করছে।
ঘাস চাষ করার প্রায় ১৫ দিন পর ঘাস গুলো অনেক বড় হয়ে যায়। তখন চমৎকার এই ঘাসগুলো গবাদি পশু লালন পালনের জন্য বেশ উপযোগী হয়ে থাকে এবং এগুলো গবাদি পশুর জন্য খাদ্য হিসেবে খুবই ভালো অবদান রাখে।
অবশেষে আমি আমার গ্রামের কৃষকদের ঘাস চাষ করার পদ্ধতি এবং গবাদি পশু লালন পালনের উপকারিতা সম্পর্কে জানতে পেরেছিলাম। ১৫ দিন পর আমি আবার একই জায়গায় গিয়ে ফটোগ্রাফি করি এবং অবশেষে আপনাদের মাঝে পুরো কার্যক্রম শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে।
চাইলে আপনারাও বাড়িতে গবাদি পশুর লালন-পালন করতে পারেন এবং নিজের অবস্থান পরিবর্তন করাতে পারেন। উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে যুক্ত হবার জন্য।
VOTE @bangla.witness as witness

OR
|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি
আমি মোহাম্মদ আকাশ সরদার
। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।
https://x.com/steemforfuture/status/1946742165100773785?t=Bt0Y-XUJ8ZnPyl73fg_z8Q&s=19
https://x.com/steemforfuture/status/1946744654810239364?t=QFg-Vyd55iBNB6DWNRDIkQ&s=19
https://x.com/steemforfuture/status/1946746027018735695?t=PdwpGneZ5Ds_oh8wVom-Vw&s=19
https://x.com/steemforfuture/status/1946746437968306593?t=qMuJbCCLdpkVjfVni_vo4g&s=19
https://x.com/steemforfuture/status/1946747067495579958?t=LFyKqPGW8BS3f5BM9puBSw&s=19
আপনার ইপুশ ব্যালেন্স ১০০ এর নিচে চলে আসছে, দ্রুত পাওয়ার আপ করুন। সর্বদা ইপুশ ব্যালেন্স ১০০ এর উপরে রাখার চেষ্টা করুন। ধন্যবাদ
আজ রাতে রিচার্জ করব। তারপরেও বিষয়টি অবগত করার জন্য ধন্যবাদ।