লাইফ স্টাইলঃ ফোনের চার্জার কিনতে গিয়ে হয়রানি।
🌿👰🥀আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে লাইফ স্টাইল পোস্ট শেয়ার করব বলে সিদ্ধান্ত নিয়েছি। জানিনা কতটুকু ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবো তারপরও চেষ্টা করি ভালো করে লিখে উপস্থাপন করার জন্য। আশা করি আমার লেখা লাইফ স্টাইল পোস্ট আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক।
দীর্ঘদিন পর বাসার থাকার পর গিয়েছিলাম বাবার বাড়ি বেড়াতে। অনেক দিন পর বাবার বাড়ি যাওয়ার মজাটাই আলাদা। আমার মনে হয় সকল মেয়ের কাছে এই দিনটা খুবই আনন্দময়। কয়েক দিন আগেই বাড়িতে চলে আসছিলাম। আইয়ানের বাবার ছুটি বেশি দিনের না হওয়ায় কারণে আমি আগে আগেই আমি চলে গিয়েছিলাম বাবার বাসায়। তারপর আইয়ানের বাবা ছুটিতে বাড়িতে আসলে তার সাথে করে গিয়েছিলাম আমাদের কালিগঞ্জ শহরে। যদিও আমার তেমন একটা কাজ ছিলো না।
আইয়ানের বাবার বন্ধু বিদেশ থেকে একটি মোবাইল ফোন নিয়ে এসেছিলো। মোবাইল ফোনটি ছিলো স্যামসাং এর। তবে এর কোন চার্জার ছিলো না যার কারনে চাটমোহর অনেক দিন ধরে চার্জার খোঁজ করছিলাম কিন্তু পাচ্ছিলাম না। যার কারনে মোবাইল চার্জ দিতে খুব প্যারা খেতে হচ্ছিলো। মোবাইল হাতে পাওয়ার প্রায় ১ মাস পার হওয়ার পরও চার্জার খুঁজে পাচ্ছিলাম না। চাটমোহরে স্যামসাং এর শো রুমে অর্ডার দিয়েছিলাম কিন্তু তারা এনে দিতে ব্যর্থ হয়।তবে সেখানে নানা রকম ফোন ছিলো স্যামসাং, রিয়েলমি, শাওমি সহ নানা রকমের ফোন পাওয়া যায়।
পরে ভাবলাম কালিগঞ্জ গিয়ে খুঁজে দেখবো পাওয়া যায় কিনা। সেই উদ্দেশ্যেই গিয়েছিলাম বাজারে। প্রথমেই আমারা একটি স্যামসাং এর অফিসিয়াল শো রুমে যায়। সেখানে গিয়ে খোঁজ করি চার্জারের। সেখানেও তারা চার্জার দিতে ব্যর্থ হয়। পরে তারা আমাদেরকে অন্য কোম্পানি চার্জার দেখায়। তবে সেটা আইয়ানের বাবার পছন্দ হয় না। তার ইচ্ছা অরিজিনাল চার্জার কিনবে। পরে আবারা আরও নানা জায়গায় গিয়ে মোবাইলের দোকানে খোঁজ করি সেখানেও চার্জার পাই নাই।
এর পর আমারা আর বেশি খোঁজা খুঁজি না করে বাসার উদ্দেশ্য রওনা দিই। তবে মনটা বেশ খারাপ হয়ে গেলো এত আশা করে আসলাম কিন্তু কাজের কাজ কিছুই হলো না। চার্জার না পেয়ে সেখান থেকে আমাদেরকে খালি হাতে ফিরে আসতে হলো।
পোস্টের বিষয় | লাইফ স্টাইল |
---|---|
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
জানতে পেরে বেশ খারাপ লাগলো আপু ফোনের চার্জার কিনতে গিয়ে অনেক হয়রানি হতে হল। রিয়েল চার্জার পাওয়া খুবই কষ্টের। কারণ আলাদা চার্জার পাওয়া যায় না। আর যে ফোনেরটা সেই ফোনে যুক্ত থাকলে সুবিধা হয়। আর এখন তো বিভিন্ন কোম্পানির ফোনের চার্জার দিয়ে চার্জ দেওয়া যায় তেমন কোন সমস্যা হয় না। কষ্টের একটি ব্লগ শেয়ার করলেন। আপনাদের কষ্টের মুহূর্তটি পড়ে আমার খারাপ লাগলো।
আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
এখন স্যামসাংয়ের ভালো ভালো ফোন গুলোতে চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে। এজন্য অনেকটাই অসুবিধা হয়, এটা ঠিক। তবে আপনি অরজিনাল চার্জারই কিনবেন আপু, অন্য কোম্পানি চার্জার কিনলে কিন্তু ঠিকঠাক মতো চার্জ হয় না। যাই হোক, একটু ভালো করে খোঁজাখুঁজি করেন আশা করি পেয়ে যাবেন।
জি ভাই আপনি ঠিকই বলেছেন স্যামসাংয়ের অরিজিনাল চার্জার খুঁজতে গিয়ে অনেক হয়রানির সম্মুখীন হয়েছি।আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
অনলাইনে খুঁজে দেখতে পারেন আপু । অনলাইনে তো সবকিছু এভেলেবল থাকে।
হুম ভাই তার দুদিন পরেই অরিজিনাল চার্জারটা পেয়েছিলাম।
ফোনের চার্জার কিনতে অনেক বেগ পেতে হয়েছে। এত খোঁজাখুঁজি করার পরও লাভ হলো না। তবে একটা ভুল করেছি আমরা সেটা হলো ১০ তলাতে না গিয়ে।
হুম তুমি ঠিকই বলেছো তবে আমি জানতাম না যে ১০ তালাতে স্যামস্যাং কোম্পানির শোরুম আছে।