বসতবাড়ির আঙিনায় শাকসবজি চাষ করা ভালোলাগার একটি বিষয়।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
বসতবাড়ির আঙিনায় শাকসবজি চাষ করা ভালোলাগার একটি বিষয়। |
---|
বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।বসতবাড়ির আঙিনায় শাকসবজি চাষ করা ভালোলাগার একটি বিষয়।আর এ নিয়ে আপনাদের মাঝে নিজের মত করে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি।তো বেশি ভূমিকায় না গিয়ে সরাসরি মেইন পয়েন্টে ফিরে যাই ।
ব্যস্ততার মাঝেও কিছুটা সময় হলেও নিজের ঘরের ছাদে ও ঘরের আশেপাশে সময় দিয়ে শাক-সবজি রোপন করতে ভালো লাগে। তাই প্রতিবছর চেষ্টা করি কিছু না কিছু শাকসবজি লাগাতে।বসত বাড়ির আঙিনায় বা ছাদে যদি শাকসবজি লাগানো যায় তখন দেখা যায় সেগুলো তরতাজা খাওয়া যায় এবং বাজারের যেগুলো আমরা কিনে খাই সেগুলো বসতবাড়ির আঙিনার শাক সবজির এর চাইতে বেশি টাটকা নয়।
প্রতি বছর কম বেশি চাষ করি, তবে এবার একটু বেশি চাষ করেছি। বেশি বলতে অনেক আইটেমের শাকসবজি। যেমন শাকের মধ্যে পুঁই শাক, লাল শাক,মুলার শাক,পালং শাক, লেটুস পাতা শাক, চাল কুমড়া, লাউ,মিষ্টি কুমড়া, পুদিনা,আদা মনি পাতা,ক্ষিরা , টমেটো, মরিচ,বেগুন,ধনেপাতা,বরবটি, ডেডস, ভুট্টা,ধুন্দল, এগুলোর বাইরে আরো কিছু গাছ রয়েছে যেমন মেটে আলু,লেবু, পেয়ারা, পেঁপে ইত্যাদি।
আসলে নিজেরা চাষ করে যদি অল্প সল্প হলেও পরিবারের চাহিদা মেটানো যায় সেটি অনেক ভালো। কারণ এগুলো একদম তরতাজা ফ্রেশ খাওয়া যায়। আর নিজেই চাষ করলে তখন সেগুলোর প্রতি অন্যরকম একটি মায়া কাজ করে এবং নিজেদের ফসলকৃত ফলন যদি ভালো ফলে তখন নিজের কাছেও দেখতে ভালো লাগে।
এজন্যই মূলত আমি প্রতি বছর যতটুকু সম্ভব হয় আমার দ্বারা আমি চাষ করি এবং আমাকে হেল্প করে আমার আম্মু। আম্মু আর আমি দুজনে মিলেই আশেপাশে যেটুকু জায়গা বা ছাদে যেটুকু জায়গা রয়েছে সেগুলোর মধ্যে চাষ করি। আর এরকম চাষ করতে অনেক ভালই লাগে।সবাই যদি যার যার বসত বাড়ির আঙ্গিনায় বা ছাদে এরকম শাকসবজি চাষ করে,তখন নিজেদের চাহিদা যদি মিটে যায় তখন বাজারের উপরে চাপ কমে যাবে।
আর বাজারে চাপ কমে গেলে দেখা যাবে শাকসবজির রেট ও কিছুটা কমে যাবে। যাই হোক আশা করব যাদের বসতবাড়ির আঙিনায় ছোটখাটো জায়গা রয়েছে বা ছাদে জায়গা আছে তারা অবশ্যই নিজের শখের বসতে হলোও শাক সবজি করবেন। এতে করে নিজের যেমন উপকার হবে তেমনি বাজারের উপরে চাপ কমে যাবে।যাই হোক আজকে আপনাদের মাঝে এই বিষয়গুলো তুলে ধরলাম।
যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | লাইফ স্টাইল । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
https://x.com/Nevlu123/status/1893501769449148552
বর্তমান সময়ে নিজের বসতবাড়ির পরিত্যক্ত জায়গা গুলোতে বিভিন্ন ধরনের সবজি চাষ করা একটি বুদ্ধিমানের কাজ।আর বর্তমান সময়ে সবজির যে পরিমাণ দাম, তাতে নিজে নিজে সবজি চাষ করে খাওয়া অনেক বেশি ভালো।
ধন্যবাদ ভাজান ভালো থাকুন সব সময় এই কামনা করি।।
আপনার আম্মুর সহযোগিতা নিয়ে আপনার বসত বাড়ির আশেপাশে অনেক কিছু শাকসবজির চাষাবাদ করেছেন দেখতেছি। আপনি ঠিকই বলেছেন এরকম বসতবাড়ির আশেপাশে শাকসবজি লাগালে নিজেদের চাহিদা সম্পূর্ণরূপে মিটানো যায়। আপনার শাকসবজির ফটোগ্রাফি গুলি দেখে খুবই ভালো লাগলো। আমাদের প্রত্যেকের উচিত যথাসম্ভব নিজেদের বসতবাড়ির আশেপাশে শাকসবজি লাগানো।
ধন্যবাদ সাহিদ ভাই ভালো থাকুন।
আপনি ঘরের উঠানে দারুন সুন্দর করে সবজি এবং ফুলের চাষ করেছেন দেখছি। ফাঁকা জায়গা পেলে এমন সুন্দর করে সবজি চাষ করতে বেশ ভালই লাগে। আর ঘরের সবজি থেকে রান্না করে খেলে বাজার থেকে কিনে খেতে হয় না। সেই দিক থেকে অনেক সুবিধা আছে। আপনার সবজি বাগানের ছবিগুলি দেখে খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ দাদা ভালো থাকুন।।
বসতবাড়ির আঙিনায় শাকসবজি চাষ করা ভালোলাগার একটি বিষয়।আবার এর সাথে সাথে নিজেদের চাহিদা ও পূরণ সম্ভব হয়।আপনি আপনার আম্মুর সাথে খুব সুন্দর বাগান করেছেন। আপনার লাগানো নানা রকমের সবজির ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু ভালো থাকুন সব সময়।।
বৃষ্টি আপুর পোস্টে একদিন আপনাদের বাড়ির আঙিনার সবজি বাগানের কিছু অংশ দেখেছিলাম। আপনার পোস্টে আরো ডিটেলসে দেখে ভালো লাগলো। খুব সুন্দর খিরা হয়েছে দেখছি গাছে। নিজেদের গাছে এরকম ফল হলে ভালোই লাগে। আপনার আম্মু আপনাকে এটা তে হেল্প করে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া বাগানের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু ভালো থাকুন।।
আমিও মনে করি বসত বাড়ির আঙিনায় বা ছাদে এরকম শাকসবজি চাষ করা হয়,তখন বাজারের উপরে চাপ কমে যাবে।আর নিজেরাও তরতাজা খেতে পারে।তুমি তো প্রতিবারই এমন করে চাষ করো,দেখতে ভালোই লাগে।আর খিরা গুলো বেশ মজার একদম ফ্রেশ খাওয়া যায়।ধন্যবাদ তোমাকে।
অনেক ধন্যবাদ তোমাকে।।
ভাইয়া আপনি অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।নিজের বাগানের ফল অথবা সবজি খেতে।অনেক ভালো লাগে আর ভেজাল মুক্ত তাই পুষ্টি কর। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
ধন্যবাদ ভাইজান ভালো থাকুন।।
আসলে বাসা বাড়ির সামনে যদি খালি জায়গা থাকে, তাহলে অবশ্যই কিছু না কিছু চাষ করা উচিত। তাছাড়া এখন তো অনেকেই বাসার ছাঁদে বিভিন্ন ধরনের সবজি চাষ করছে। যাইহোক আপনি তো দেখছি অনেক কিছুই চাষ করেছেন ভাই। এতো ব্যস্ততার মাঝেও সময় বের করে চাষ করেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি।
অনেক ধন্যবাদ ভাইজান ভালো থাকুন।।