স্বরচিত কবিতাঃ " গল্পের নীলদড়িয়ায় "
16-10-25
১ কার্তিক , ১৪৩২ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই সবচেয়ে গুুরুত্বপূর্ণ। কারণ আপনি সুস্থ্য না থাকতে পারলে কোনো কিছুই আপনার কাছে ভালো লাগবে না। আজকে এইস এস সি রেজাল্ট দিয়েছিল। ২০ বছরের ইতিহাসে পাশের হার এতো কমেনি। প্রায় ৫৮ শতাংশ পাশের হার! চিন্তা করেন কতোটা কমে গেছে! তো অনেক শিক্ষার্থীর আশানুরূপ ফল আসেনি। এটা নিয়ে অনেকের মনখারাপ। তো এবার বুঝা গেল মেধার আসল মূল্যায়ন। যারা পড়াশোনা করেছে তারাই ভালো রেজাল্ট করেছে।
তো আজকে চলে এলাম আপনাদের সাথে কবিতা শেয়ার করার জন্য। কবিতা লেখা আসলে অনুভূতির বিষয়। মাঝে মাঝে আপনাদের সাথে সেই অনুভূতি শেয়ার করি। তো আমরা যখন কাউকে ভালবেসে ফেলি তখন তাকে নিয়েই আমরা যত কল্পনা সাজাই! আমাদের জীবনে কিছু অতীত থাকো। যেগুলো একটা সময় অন্ধকারে ঢাকা থাকতো। কিন্তু জীবনে এসে অনেকেই সে অনুভূতিগুলো আবার রাঙিয়ে দিয়ে যায়। আর তাকে নিয়েই আমরা স্বপ্নের শহর সাজাই।
গল্পের নীলদড়িয়ায়
সন্ধ্যা তারাদের আজ ভীষণ মন খারাপ,
নিবু নিবু হয়ে জ্বলছে আকাশে,
একটু ভালোবাসার আশায় আজও জ্বলছে,
অতঃপর তোমাকে দেখে প্রাণ ফিরে পেল!
বাতাসের মাঝেও বিরহের সুর খেয়াল করেছিলাম,
বাতাসের শো শো শব্দে নীরবতা,
কিছু কথা, কিছু অনুভূতি তখনও মৃত,
অতঃপর তোমার উড়ু উড়ু চুলে প্রাণ ফিরে পেল।
নদীতে প্রাণের জোয়ার নেই অনেকদিন হলো,
কতোশত স্বপ্ন মুছে গেল সেখানে,
হৃদয়ের না পাওয়ার আক্ষেপ ছিল
অতঃপর তোমার চোখে আমি নিজেকে দেখলাম।
মেঘেদের গর্জনে কান্নার শব্দ,
নীরবে-নিভৃতে কতোশত রাত কেটে যায়,
রাতের সঙ্গী হতো তখন বিরহ,
অতঃপর তোমাকে পেয়ে আকাশে রঙধনু দেখতে পেলাম।
তোমার চুলের ভাজে আলো যেন নেচে বেড়ায়,
মনে হয় সে কিছু বলে না,
কিন্তু অপ্রকাশিত কাব্য লেখা হয়ে যায়,
যেখানে আমি ডুবে যাই, একটা নরম নীল আলোয়।
তোমাকে নিয়ে আমার যত অনুভূতি,
চিরকাল অনুত্তরিত থাকুক,
নিঃশব্দে আমি তুমি ভেসে যায়,
আমাদের দুজনের গল্পের নীলদড়িয়ায়!
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।