💓এটাকে কি ভালোবাসা বলে💓

in #love3 years ago

আমরা বিয়ে ছাড়াই বাড়িতে থাকতাম
থাকার চেষ্টা করেছে
কিন্তু আমরা থাকতে পারিনি।
আমরা একটি বাড়িতে বিয়ে করেছি
থাকার চেষ্টা করেছে
কিন্তু আমরা থাকতে পারিনি।
আমরা দুজনেই চেষ্টা করেছি
রাস্তার দুই পাশে দাঁড়ানো
কিন্তু থাকতে পারলেন না।
আমরা দুজনেই নদীর দুই পাড়ে
দুটি বাড়ি তৈরি করতে চেয়েছিলেন
কিন্তু আমরা ব্যর্থ হয়েছি।
আমরা একে অপরকে হত্যা করতে চেয়েছিলাম
কিন্তু সেটাও করতে পারেননি।
আমরা নদীর উপর একটি দড়ি সেতু তৈরি করেছি
একে অপরের দিকে ছুটে গেল
কিন্তু সেই মুহূর্তে
সেতুর দুই পাশে আগুন লেগেছে
এটাকে কি ভালোবাসা বলে
couple-gfcd6fc14a_1920.jpg