বিশুদ্ধ হৃদয়ের ভালবাসা
তুমি কি আমার নীল পাঞ্জাবীর কালো রুমাল হবে?কান্নার জল উপচে এলে তোমাকেই হাতে তুলে মুছবো
খানিক জল!
তুমি কি আমার চোখে একে রাখা ছাই রং সুরমা হবে?
জলে যদি ভরে আখি সে জল লুকিয়ে রাখবে খানিক
তুমি কি আমার দু'চোখ ভরা স্বপ্ন হবে?
তোমাকে নিয়েই দুঃখ ভুলে সুখে মাতাবো খানিক 😍
Sort: Trending
Loading...