লিচুর ফলনের বর্ণনা 🥰

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো লিচুর জীবনচক্র । আশা করছি আপনাদের ভালো লাগবে।

PhotoCollage_1748076235246.jpg

মধুমাস জৈষ্ঠ্যমাস চলছে এখন।গাছে গাছে আম,কাঠাল, লিচু ইত্যাদি ফলে ভরপুর। আকাশ বাতাস ফলের মিষ্টি গন্ধে ম-ম করছে।
লিচু আমার খুবই পছন্দের ফল আর পছন্দ থেকে বেশ কয়েকটি লিচুর গাছ লাগিয়েছিলাম কয়েক বছর আগে।সব গুলো গাছ না বাঁচলে ও বাড়ির উঠানে লাগানো একটি গাছ সুন্দর হয়েছে এবং প্রতি বছর লিচুর মুকুল আসে।কোনবারই এতো লিচু ধরে না মুকুল নষ্ট হয়ে যায় এবার বেশ ভালোই লিচু ধরেছে গাছে।

আমিও যখন নিচু মুকুল এসেছে তখন থেকে ধাপে ধাপে ফটোগ্রাফি করেছি যাতে করে কিভাবে লিচু ধরে গাছে তা ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের সাথে ভাগ করে নিতে পারি নিচুর জীবনচক্র।

তো চলুন দেখা যাক লিচুর জীবনচক্র

প্রথম ধাপ

একটি লিটু গাছে প্রথমে লিচুর মুকুল আসে।

IMG_20250524_140919.jpg

দ্বিতীয় ধাপ

লিচুর মুকুল গুলো থেকে আস্তে আস্তে ছোট ছোট লিচু হয় গুটি গুটি।

IMG_20250524_141329.jpg

তৃতীয় ধাপ

কিছুদিন পর আর একটু বড়ো হয়েছে।

IMG_20250524_141856.jpg

চতুর্থ ধাপ

কিছুদিন পর লিচু গুলো পরিপক্ব হচ্ছে।

IMG_20250524_142655.jpg

IMG_20250524_142641.jpg

পঞ্চম ধাপ

এখন লিচু গুলো পরিপক্ব হয়েছে। টসটসে রসালো লিচুতে পরিনত হয়েছে ছোটো ছোট লিচু গুলো।

IMG_20250524_143031.jpg

ষষ্ঠ ধাপ

লিচু গুলো পেকে গেছে বুঝতে পারছি কারণ লিচু গুলো লাল লাল হয়েছে।

IMG_20250524_143657.jpg

IMG_20250524_143246.jpg

সপ্তম ধাপ

গাছ থেকে লিচু ছিড়ে ছিলে বাটি ভর্তি করে মেয়েকে খেতে দিয়েছি।

IMG_20250524_144022.jpg

IMG_20250524_144009.jpg
এই ছিলো আমার গাছের লিচুর ফলনের বর্ণনা। খুব রসালো লিচু গুলো।বিচি একদমই ছোট আর মাংসে ভরপুর লিচু গুলো।আশা করছি আপনাদের ভালো লাগবে আমার পোস্ট টি।আজকের মতো এখানেই শেষ করছি।
আবারও দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীবর্ণনা
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250502_185020.jpg

IMG_20250524_145500.png

Sort:  
 last month 

লিচু নিয়ে দারুণ লিখেছেন পড়ে বেশ ভালো লাগলো।লিচু আমার প্রিয় একটি ফল।লিচু খেতে বেশ মজা লাগে। লিচুর জীবনচক্র নিয়ে দারুন আলোচনা করেছেন আপু। শুরু থেকে শেষ অবধি ফটোগ্রাফি ধারণ করে শেয়ার করেছেন ভালো লাগলো। খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last month 

লিচু আপনার প্রিয় ফল জেনে ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

অনেক ভালো লাগলো জেনে যে আপনার লাগানো লিচু গাছে এ বছর অনেক ভালো লিচু ফলেছে। গ্রামে থাকতে নিজের চোখে এমন অনেক গাছে লিচু ফলন দেখেছি। তবে এখন আর দেখা হয় না। আপনার এই পোষ্টের মাধ্যমে আবার পুরনো স্মৃতি তাজা হয়ে গেল ধন্যবাদ।

 last month 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 last month 

দেখতে দেখতে লিচু বড় হয়ে যায়। আসলে ছোট থেকে যখন এই দৃশ্য গুলো দেখা হয় তখন বেশ ভালো লাগে। আর যখন লিচু পাকতে শুরু করে তখনও অনেক ভালো লাগে। আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

 last month 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

Screenshot_2025-05-24-22-24-11-31_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

 last month 

আপু লিচু ফল আমার নিজেরও খুব পছন্দের। আপনার মত আমাদের এইখানেও আমি লিচু গাছ লাগিয়েছি। তবে আমার লাগানো গাছগুলো মারা গেল। শুনে ভালো লাগলো আপনার লাগানো গাছের মধ্যে একটি গাছ টিকেছে এবং ভালোই লিচু ধরেছে এই বছর। এবং লিচু গাছের মধ্যে ফুল ফুটলে দেখতে একরকম সৌন্দর্য লাগে ।আর লিচু গাছের মধ্যে লিচু ধরলে অন্যরকম সৌন্দর্য লাগে। যাইহোক লিচু ফল নিয়ে এত সুন্দর পোস্ট করছেন তাই ধন্যবাদ আপনাকে।