বাল্বে সাদা কালো ম্যান্ডালা আর্ট।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১লা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল, ১৬ ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ বাল্বে ম্যান্ডালা আর্ট করেছি। আমি চেস্টা করি একই ধরনের ম্যান্ডালা আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন ধরনের ম্যান্ডালা আর্ট শেয়ার করার।আর সব সময় একই ধরনের আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করার চেস্টা করি। তাই কখন জল দিয়ে করা আর্ট শেয়ার করি কখন বা মধুবনী আর্ট, আবার কখনও বা মোম দিয়ে করা কোন আর্ট শেয়ার করার চেস্টা করি। আর সব মাধ্যমে করা আর্টটই আপনারা বেশ পছন্দ করেছেন। আর ভিন্ন ভিন্ন আর্ট করার ফলে বিভিন্ন ধরনের আর্ট এ কিছুটা হলেও আঁকতে পারছি। যা আমাকে বেশ আনন্দিত করে।আর্টটি করার পর আমার বেশ ভালো লেগেছে।আশাকরি আপনাদেরও ভালো লাগবে।আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ,জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।
প্রয়োজনীয় উপকরণ
১।সাদা কাগজ
২।কালো রং এর জেল পেন
৩।গ্লাসের ঢাকনা
৪।পেন্সিল
৫।রাবার
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথম সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। পেন্সিলের দাগের মধ্যেই ম্যান্ডালা আর্টটি করবো।
ধাপ-২
গ্লাসের ঢাকনার সাহায্যে বাল্ব এঁকে নিয়েছি।
ধাপ-৩
গ্লাসের ঢাকনা ব্যবহার করে কিছু অর্ধবৃত্ত এঁকে নিয়েছি বাল্বে। সবচেয়ে ছোট অর্ধবৃত্তটিতে পাপড়ির শেপে কিছু ডিজাইন এঁকে নিয়েছি।
ধাপ-৪
অন্যান্য অর্ধবৃত্তে বিভিন্ন ডিজাইন এঁকে নিয়েছি কালো জেল পেন দিয়ে।
ধাপ-৫
বাল্বের উপরের দিকের ফাঁকা অংশটিতে সুর্যের মতো একটা ডিজাইন এঁকে নিয়েছি। সেই সাথে বাল্বে কিছু ডিটেইলিং এর কাজ করে নিয়েছি পেন্সিল দিয়ে।
ধাপ-৬
সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে বাল্বে ম্যান্ডালা আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,আজকের বাল্বে করা ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Redmi Note 5A |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
বাল্বের খুব সুন্দর একটি মেন্ডেলা আর্ট করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব নিখুঁত ও সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। আমার কাছে আপনার আর্ট টি খুবই ভালো লেগেছে। সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
Link
https://x.com/selina_akh/status/1967988140511203535
বাহ দারুন হয়েছে তো আপনার ম্যান্ডেলা আর্টটি। বাল্পের মধ্যে খুবই নিখুঁতভাবে সাদাকালো ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন। যার প্রত্যেকটা দৃশ্য খুবই নিখুঁতভাবে উপস্থাপন করেছেন এবং সুন্দর বর্ণনার সাথে। আশা করি আগামীতেও আমাদের মাঝে এরকম দারুন দেখতে আর্ট গুলি শেয়ার করে যাবেন।
https://x.com/selina_akh/status/1967987083542507691
বাল্বে সাদা কালো ম্যান্ডালা আর্ট অনেক সুন্দর হয়েছে আর্ট করেছেন আপনি। দেখেই তো চোখ জুড়িয়ে গেল। অনেক সময় নিয়ে আর্ট করেছেন দেখে বোঝা যাচ্ছে আপু।
বাল্বে আপনি অনেক সুন্দর করে সাদা-কালো একটি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। আমার কাছে কিন্তু আপনার করা এই ম্যান্ডেলা আর্ট দেখতে অসম্ভব ভালো লেগেছে। ডিজাইন গুলো অনেক বেশি নিখুঁত ভাবে করেছেন, যার কারণে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।
ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আপনি আজকে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে, অনেক বেশি নিখুঁতভাবে এবং ধৈর্য ধরে বাল্বে ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। পুরোটা এতো বেশি সুন্দর হয়েছে যে, আমি তো এক নজরে তাকিয়ে ছিলাম। আপনি অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে পারেন এটা তো বলতেই হয়।