আর্টঃ লেডি বাগে ম্যান্ডালা ।

in আমার বাংলা ব্লগ12 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। ৬ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল, ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।

m5.jpg

m6.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ বাল্বে ম্যান্ডালা আর্ট করেছি। আমি চেস্টা করি একই ধরনের ম্যান্ডালা আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন ধরনের ম্যান্ডালা আর্ট শেয়ার করার।আর সব সময় একই ধরনের আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করার চেস্টা করি। তাই কখন জল দিয়ে করা আর্ট শেয়ার করি কখন বা মধুবনী আর্ট, আবার কখনও বা মোম দিয়ে করা কোন আর্ট শেয়ার করার চেস্টা করি। আর সব মাধ্যমে করা আর্টটই আপনারা বেশ পছন্দ করেছেন। আর ভিন্ন ভিন্ন আর্ট করার ফলে বিভিন্ন ধরনের আর্ট এ কিছুটা হলেও আঁকতে পারছি। যা আমাকে বেশ আনন্দিত করে।আজ তাই লেডী বাগে ম্যান্ডালা আর্ট করেছি। আর্টটি করার পর আমার বেশ ভালো লেগেছে।আশাকরি আপনাদেরও ভালো লাগবে।আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ,জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।

প্রয়োজনীয় উপকরণ

m11.jpg

১।সাদা কাগজ
২।কালো রং এর জেল পেন
৩।পেন্সিল কম্পাস
৪।পেন্সিল
৫।রাবার
৬।কালো রং এর পেন্সিল কালার

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

a10.jpg

প্রথম সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। পেন্সিলের দাগের মধ্যেই ম্যান্ডালা আর্টটি করবো।

ধাপ-২

m1.jpg

m2.jpg

পেন্সিল কম্পাস দিয়ে একটি লেডী বাগ এঁকে নিয়েছি।

ধাপ-৩

m13.jpg

m14.jpg

লেডিবাগে বিভিন্ন সাইজের কিছু বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-৪

m15.jpg

সেই সাথে কিছু ডিজাইন এঁকে নিয়েছি পাতার ডিজাইন এ।

ধাপ-৫

m15.jpg

m16.jpg

এবার বাকী বৃত্তগুলোতেও বিভিন্ন ডিজাইন এঁকে ভরাট করে নিয়েছি। এবং মাঝখানের ফাঁকা অংশ কালো রং এর পেন্সিল রং দিয়ে কালো করে নিয়েছি। সেই সাথে লেডি বাগের মাথাও কালো রং করে নিয়েছি।

ধাপ-৬

m4.jpg

সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে বাল্বে ম্যান্ডালা আর্টটি শেষ করেছি।

উপস্থাপন

m7.jpg

m8.jpg

m9.jpg

m10.jpg

আশাকরি ,আজকের লেডীবাগে করা ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাRedmi Note 5A
পোস্ট তৈরি@selina 75
তারিখ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 11 days ago 

লেডি বাগ পোকা দেখতে মোটামুটি ভালই লাগে। তবে আপনার পোস্টে লেডি বাগ পোকার ম্যান্ডেলা আর্ট দেখে আরো মুগ্ধ হয়ে গেলাম। এত চমৎকারভাবে প্রত্যেকটা প্রসেসকে তুলে ধরেছেন যে দেখেই মুগ্ধ হয়ে গেলাম। এরকম একটি চমৎকার ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 days ago 

ম্যান্ডালা আর্ট করতে আমি বেশ পছন্দ করি। তাই নতুন নতুন ধরনের ম্যান্ডালা আঁকার চেস্টা করি। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 11 days ago 

ওয়াও অসাধারণ আজকে আপনি ভিন্নরকম লেডি বাগ পোকার ম্যান্ডালা আর্ট করেছেন। তবে আপনার ম্যান্ডালা আর্ট অসাধারণ হয়েছে। আর ছোট ছোট ডিজাইনগুলোর কারণে লেডি বাগ পোকার ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। আর এ ধরনের আর্ট গুলো বারবার দেখতে মন চায়।

 10 days ago 

অনেক ধন্যবাদ আপু।

 11 days ago 

আরে বাহ্ আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার করা আজকের এই আর্টের দিকে। অনেক বেশি সুন্দর ভাবে আপনি এই আর্ট করেছেন। চোখ ফেরাতে পারছি না আপনার আর্টের দিক থেকে। এরকম আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি আপনি অসাধারণ আর্ট করতে পারেন। প্রশংসা তো করতেই হচ্ছে।

 11 days ago 

ম্যান্ডেলা আর্ট অংকন করতে আমি অনেক বেশি পছন্দ করি। এমনকি ম্যান্ডেলা আর্ট গুলো দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। এরকমভাবে সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার জন্য দক্ষতার প্রয়োজন সব থেকে বেশি হয়ে থাকে। তেমনি আপনিও নিশ্চয়ই দক্ষতাকে কাজে লাগিয়ে এই সুন্দর আর্টটি সম্পূর্ণ করেছেন।

 10 days ago 

আপনার কাছ থেকে এত চমৎকার একটি মেন্ডেলা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর মেন্ডেলা আমাদের মাঝে শেয়ার করেছেন তা একেবারে অসাধারণ দেখা যাচ্ছে৷ তার পাশাপাশি এখানে যেভাবে আপনি লেডি বাগে ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তারা যেরকম খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এটিকে শেষ পর্যন্ত একেবারে অসাধারণ দেখা যাচ্ছে৷