আর্টঃ অর্ধবৃত্তে ম্যান্ডালা অংকন।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২০শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল ৪ঠা সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি অর্ধবৃত্তে ম্যান্ডালা আর্ট করেছি। আমি চেস্টা করি একই ধরনের ম্যান্ডালা আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন ধরনের ম্যান্ডালা আর্ট শেয়ার করার।আর সব সময় একই ধরনের আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করার চেস্টা করি। তাই কখন জল দিয়ে করা আর্ট শেয়ার করি কখন বা মধুবনী আর্ট, আবার কখনও বা মোম দিয়ে করা কোন আর্ট শেয়ার করার চেস্টা করি। আর সব মাধ্যমে করা আর্টটই আপনারা বেশ পছন্দ করেছেন। আর ভিন্ন ভিন্ন আর্ট করার ফলে বিভিন্ন ধরনের আর্ট এ কিছুটা হলেও আঁকতে পারছি। যা আমাকে বেশ আনন্দিত করে।আর্টটি করার পর আমার বেশ ভালো লেগেছে।আশাকরি আপনাদেরও ভালো লাগবে।আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ,জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।
প্রয়োজনীয় উপকরণ
১।সাদা কাগজ
২।নীল রং এর জেল পেন
৩।পেন্সিল কম্পাস
৪।পেন্সিল
৫।রাবার
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথম সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। পেন্সিলের দাগের মধ্যেই ম্যান্ডালা আর্টটি করবো।
ধাপ-২
পেন্সিল কম্পাসের সাহায্যে কিছু অর্ধ বৃত্ত এঁকে নিয়েছি।
ধাপ-৩
ছোট অর্ধবৃত্তটিতে পাপড়ির শেপে কিছু ডিজাইন এঁকে নিয়েছি।
ধাপ-৪
অন্যান্য অর্ধবৃত্তে বিভিন্ন ডিজাইন এঁকে নিয়েছি নীল জেল পেন দিয়ে।
ধাপ-৫
সব চেয়ে বড় বৃত্তটিতে ট্যাম্পেল ডিজাইন এঁকে নিয়েছি।
ধাপ-৬
সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে হার্ট শেপে ম্যান্ডালা আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,আজকের অর্ধবৃত্তে ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Redmi Note 5A |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1963645457021948356
Link
https://x.com/selina_akh/status/1963648265800257663
https://x.com/selina_akh/status/1963647016573308995
https://x.com/selina_akh/status/1963593790637445411
https://x.com/selina_akh/status/1963592851205624232
আরে বাহ্ আপু, আপনি তো দেখছি খুবই চমৎকার দেখতে একটা আর্ট করেছেন। আপনার আর্ট দেখে তো আমি অনেক বেশি মুগ্ধ হলাম। কারণ আপনি এই আর্ট অনেক সুন্দর করে আর দক্ষতাকে কাজে লাগিয়ে অঙ্কন করেছেন। আপনার এই আর্ট দেখলে যে কারোরই অনেক পছন্দ হবে। এটা করতে অনেক বেশি সময় প্রয়োজন হয়েছিল তা দেখে বুঝতে পারছি।
অনেক ধন্যবাদ আপু।
আমার কাছে আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই আর্ট করি। আর আর্ট করার পাশাপাশি দেখতেও আমি অনেক পছন্দ করি। এত সুন্দর এবং চোখ ধাঁধানো একটা আর্ট আপনি করেছেন দেখে, আমার কাছে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। কারণ আপনি পুরোটাই অঙ্কন করেছেন অনেক বেশি সুন্দর করে। পুরো আর্টটি এত বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে যে আর কি বলব। যে কেউ দেখলে জাস্ট সবাই মুগ্ধ হয়ে যাবে।
আমিও বেশ পছন্দ করি বিভিন্ন ধরনের আর্ট করতে। আর ম্যান্ডালা আর্ট করতে একটু বেশিওই পছন্দ করি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
এই ম্যান্ডেলা আর্ট গুলো করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে সুন্দর একটি অর্ধ বৃত্তের ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন আপনি। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমারও এই ধরনের ম্যান্ডালা আর্টগুলো করতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু।
আজকে আপনি খুব চমৎকার অর্ধবৃত্ত ম্যান্ডালা আর্ট করেছেন। তবে ম্যান্ডালা আর্ট আমার কাছে খুব ভালো লাগে। আর ছোট ছোট ডিজাইন করলে ম্যান্ডালা গুলো এমনিতে চমৎকার হয়। ধন্যবাদ এত সুন্দর একটি ম্যান্ডালা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ম্যান্ডালা আর্ট এর সৌন্দর্য্যই নির্ভর করে এর ছোট ছোট ডিজাইন এর উপর। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
আপনার তৈরি করা ম্যান্ডেলা আর্ট গুলো সবসময় অনেক বেশি সুন্দর হয়ে থাকে৷ আর আপনি সবসময় খুবই সুন্দর কিছু ডিজাইনের মধ্য দিয়ে এই আর্ট গুলো আমাদের মাঝে শেয়ার করে থাকেন৷ আজকেও যেভাবে আপনি এখানে অর্ধ বৃত্তের মধ্যে এত চমৎকার একটি মেন্ডেলা আর্ট আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন তারা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ একই সাথে এখানে যে ডিজাইন দিয়েছেন সেগুলো একেবারে নিখুঁতভাবে দিয়েছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আমি সব সময় চেস্টা করি যে কোন আর্ট নিখুঁত করে আঁকার। ধন্যবাদ মন্তব্যের জন্য।