আর্টঃপদ্মফুলে সাদা কালো ম্যান্ডালা ।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি সাদা কালো আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
প্রয়োজনীয় উপকরণ
১।সাদা কাগজ
২।কালো রং এর জেল পেন
৩।পেন্সিল কম্পাস
৪।পেন্সিল
৫।চাঁদা
৬।স্কেল
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথম সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। পেন্সিলের দাগের মধ্যেই ম্যান্ডালা আর্টটি করবো।
ধাপ-২
পেন্সিল দিয়ে একটি পদ্মফুল এঁকে নিয়েছি।
ধাপ-৩
পদ্মফুলটিকে কেন্দ্র করে কয়েকটি অর্ধ বৃত্ত এঁকে নিয়েছি।
ধাপ-৪
পদ্মফুলটি যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য পেন্সিল দিয়ে কিছু শেডিং এর কাজ করে নিয়েছি।
ধাপ-৫
ধাপ-৭
বাকী বৃত্তগুলোতে আরও কিছু ডিজাইন এঁকে নিয়েছি।
ধাপ-৮
সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে পদ্মফুলে সাদা কালো ম্যান্ডালা আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,আজকের ভিন্নভাবে আঁকা পদ্মফুলে সাদা কালো ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Redmi Note 5A |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২৩ শে জুন, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1948069393113727403
Upvoted! Thank you for supporting witness @jswit.
Link
https://x.com/selina_akh/status/1948071728502218893
https://x.com/selina_akh/status/1948070211162415164
https://x.com/selina_akh/status/1948071127357788423
আজকে আপনি অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। আমার কাছে আপনার করা এই ম্যান্ডেলা আর্ট দেখতে অনেক সুন্দর লেগেছে। সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো অনেক বেশি নিখুঁতভাবে আর সময় নিয়ে অঙ্কন করা লাগে। আপনি পুরোটা দারুণভাবে এঁকেছেন। নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। ভালো লাগলো দেখে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
এই ধরনের আর্টগুলো করতে বেশ সময় লাগে। সময় নিয়ে করলে কাজগুলো সুন্দর হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।
খুব সুন্দর পদ্ম ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। সাদাকালো আর্ট গুলো আমার খুব পছন্দের। এরকম ম্যান্ডেলা আর্ট গুলো করতে সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। ভালো লাগলো আজকের আর্ট দেখে ধন্যবাদ এত সুন্দর আর্ট শেয়ার করার জন্য।
আমারও বেশ ভালো লাগে সাদা কালো ম্যান্ডালা আর্টগুলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।
একেবারে অসাধারণ একটি মেন্ডেলা আর্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের সুন্দর আর্ট দেখে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি এখানে এই সাদাকালো ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্যে আপনি ডিজাইনগুলো যেভাবে দিয়েছেন৷ তার পাশাপাশি এখানে আপনি সবগুলো ডিজাইন একেবারে নিখুঁত হয়েছে৷