মেরুন সন্ধ্যালোক!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
গত শুক্রবারের কথা। আমার মিডটার্ম পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হলো বিকেল চারটার দিকে। বাকিটা দিন আর কোন কাজ নেই। চলে গেলাম আমার চাচাতো ভাইয়ের বাসায়। ভাইয়া আমাকে আগের দিন বলেছিল যদি সময় পাই তাহলে যেন যায়। আমার ক্যাম্পাস তেজগাঁও থেকে রামপুরা খুব একটা দূরে না। যাইহোক ভাইয়ার বাসায় চলে গেলাম। গিয়ে ভাইয়ার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে আমি ফ্রেশ হয়ে নিলাম। সন্ধ্যার পরে মোটামুটি আর সেরকম কোন কাজ করিনি। ঐ ফোন নিয়ে এদিক সেদিক একটু ঘাটাঘাটি করেছিলাম। সাড়ে আটটার দিকে ভাইয়া নিজেই বলল ইমন চল বাইরে থেকে ঘুরে আসি। বাইরে মানেই পাশেই হাতিরঝিলে। আমি কোন আপওি না করে বেরিয়ে পড়লাম। যাহাকে সহজ ভাষায় বলে তুলল ঝোলা চলল ভোলা হা হা।
সাধারণত রাতের ঐসময়ে আমি হাতিরঝিলে খুব একটা ঘোরাঘুরি করি না। আর একা ঘোরাঘুরি করা খুব সংকটাপন্ন। ভাইয়ার বাসা থেকে হাতিরঝিলে হেঁটে যেতে ঐ মিনিট পাঁচ লাগে। কিন্তু আমরা বাসা থেকে বের হওয়ার কিছু সময় পরেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। এবং আমরা দুজনের কেউ ছাতা নিয়ে আসিনি। সত্যি বলতে ছাতার কথাটা আমাদের মাথায়ই ছিল না। এবং সেই বৃষ্টি চলল বেশ কিছুক্ষণ ধরে। অন্যদিকে আমরা এমন একটা জায়গাই ছিলাম যেখান থেকে আর বাসায় ফিরে ছাতা আনতে ইচ্ছা করল না। বৃষ্টিতে বেশ কিছুটা ভিজেও গেলাম। যদিও সেটা পুরোপুরি অনিচ্ছাকৃতভাবে ছিল। কারণ কাছে ফোন এবং ম্যানিব্যাগ নিয়ে ভিজতে কে চাই বলেন। কিছুটা বিরক্ত লাগছিল ভিজে যাওয়াই কিন্তু পরবর্তীতে ভালো লাগছিল।
বৃষ্টি ততক্ষণে থেমে গিয়েছে। আমরা আর বাসায় ফিররাম না। ঐভাবেই হাতিরঝিলের রাস্তার পাশ দিয়ে হাঁটা শুরু করলাম। রাস্তায় বৃষ্টির পানি। তার উপর দিয়ে দ্রুত গতিতে প্রাইভেট কার এবং চক্রাকার বাসগুলো চলে যাচ্ছে। রাস্তার পাশে বেশ বড় বড় গাছ। আকাশে কিছুটা মেঘ। এবং এরই সাথে রোড লাইটের হালকা হলুদ আলো। কোনটা আবার সাদা। এক অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি হয়েছিল। এবং হঠাৎ করে ঝমঝমিয়ে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়াই যেন এই সৌন্দর্য টা আরও অনেক গুণে বেড়ে গিয়েছে। রোড লাইটের আলো টা যখন রাস্তায় পড়ছে অন্যরকম একটা রঙের তৈরি হচ্ছে। যেটা অনেক টা মেরুন রঙের। সবমিলিয়ে অসাধারণ লাগছিল দেখতে। আমি তখন আর দেরি করিনি। আমার ফোনটা বের করে ফটোগ্রাফি করা শুরু করি। বেশ অনেক গুলো অ্যাঙ্গেল থেকে এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করি।
আমার ফোনের ক্যামেরা টা ভালো হলে দৃশ্য টা আরও ভালোভাবে ক্যাপচার করতে পারতাম। যাইহোক এভাবে বেশ কিছুটা হেঁটে যায়। ওখানে যেন কোন রাত নেই। মানুষের আনাগোনা আছে। তবে সাথেই আছে এক নিরবতা। যা পুরোপুরি সবকিছু নিরব কর দিচ্ছিল। ঐটা আমার কাছে আরও বেশি ভালো লাগছিল। এমন দৃশ্যের দেখা সচরাচর মেলে না। বৃষ্টি মেঘলা আকাশ হালকা জোৎস্না এবং রোড লাইটের এমন আলো। সবকিছু আপনি একসঙ্গে পাবেন এমনটা হওয়ার সম্ভাবনা কম। ফটোগ্রাফি গুলো করার পরে বেশ চমৎকার লাগছিল সবমিলিয়ে। ইচ্ছা করছিল আরও বেশ কিছুটা সময় ঐখানে থাকতে। কিন্তু সেটা আর সম্ভবপর ছিল না। ততক্ষণে ভাইয়া বাড়ি ফিরে যাওয়ার জন্য তাগাদা দিতে শুরু করে দিয়েছে। এমন মেরুন সন্ধ্যালোকে রোড লাইটের আলোয় আপনি আপনার পছন্দের মানুষের হাত ধরে হাঁটছেন?? তাহলে ব্যাপার টা কেমন হতো ভেবে দেখুন!!
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task

https://x.com/Emon423/status/1960612220381126876?t=fca4iS5BfZctjXJOtX0oXw&s=19
https://x.com/Emon423/status/1960612353155981473?t=KD67vyXrTjetEvRBg_vS0w&s=19
https://x.com/Emon423/status/1960612562648883511?t=uz74BqYN4khTNkXtYKwPSw&s=19
https://x.com/Emon423/status/1960612739904356631?t=MgVwToFjc2I64rkZ1NZywg&s=19
https://x.com/Emon423/status/1960613079928226120?t=2HrZwQizZzP1yfgAJW843w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার বর্ণনা শুনে আমারও সেদিনের দৃশ্য চোখে ভাসছে।অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য। গল্পটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নিজেই হাতিরঝিলের সেই মেঘলা, বৃষ্টিভেজা সন্ধ্যায় দাঁড়িয়ে আছি। আপনার বর্ণনা খুবই জীবন্ত এবং কবিতার মতো।