মসজিদ আল-গামামা (আরবি: مسجد الغمامة)

in #masjid3 years ago (edited)

FB_IMG_1664493504002.jpg

FB_IMG_1664493500781.jpg

FB_IMG_1664493497358.jpg

FB_IMG_1664493493876.jpg
মসজিদ আল-গামামা (আরবি: مسجد الغمامة) মসজিদ-ই-নববী থেকে প্রায় 300 মিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি সেই স্থানে নির্মিত যেখানে নবী (ﷺ) তার জীবনের শেষ বছরগুলোতে ঈদের সালাত আদায় করেছিলেন।
এটি সেই স্থান যেখানে নবী (ﷺ) সালাতুল ইসতিসকা (বৃষ্টির জন্য একটি বিশেষ সালাত) আদায় করেছিলেন। গামামা শব্দের অর্থ হল মেঘ যা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাত আদায় করার পর হঠাৎ আবির্ভূত হয়ে বৃষ্টি নিয়ে আসে।
এই মসজিদটি মসজিদ ঈদ নামেও পরিচিত। কিছু বর্ণনা অনুযায়ী নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জীবনের শেষ চার বছরে এখানে ঈদের সালাত আদায় করেছেন।
#madinahalmunawwarah #ghamama #MasjidGhamama #muslim #islam #rain