"কৃষ্ণসায়র ফুলমেলার ফটোগ্রাফি পর্ব: 25"

in আমার বাংলা ব্লগ27 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলার ফটোগ্রাফি পর্ব: 25"

GridArt_20250713_080407759.jpg

কৃষ্ণসায়র ফুলমেলা,যেটি বর্ধমানে অবস্থিত।এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম আমি ওই ফুলমেলা থেকেই।আসলে এটি ফুলের মেলা হলেও অনেক আকর্ষণীয় বিষয় দেখার মতো ছিল।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই মিলনমেলার মধ্যে আবার হরেক রকমের স্টল বসেছিল।যেখান থেকে মানুষ পছন্দসই জিনিস কেনাকাটা করছিলো।তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের মেলার ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---

মেলার ফটোগ্রাফি:

IMG_20250713_074648.jpg

কৃষ্ণসায়র পার্কের মধ্যে অনেকগুলো ছোট বড় স্টল বসেছিলো।স্টলগুলি সবই আলাদা রকমারী জিনিস ও আসবাবপত্র দিয়ে সাজানো ছিল।তেমনি এই স্টলটি খুবই পরিপাটি।যেটাতে কানের দুল ও গলার হার বা মালা ছিল।বিভিন্ন রকম স্টোন,পুতি,অক্সিডাইস কিংবা কাঠের তৈরি ছিল গলার হারগুলি।কাঠের উপর বিভিন্ন ঠাকুরের মূর্তিও প্রাণীর মূর্তি ছিল ,যেগুলো অত্যন্ত আকর্ষণীয় ছিলো।

IMG_20250713_074716.jpg

এটি একটি ব্যাগের স্টল।যেগুলো পাটের তৈরি বিভিন্ন কারুকাজসহ বিভিন্ন রঙের ব্যাগ ছিল।শুধু ব্যাগ নয়,সঙ্গে অনেক আকর্ষণীয় জিনিস ছিল।যেমন--ঘোড়া,বক্স,ঘোড়ার মুখমন্ডল, পেঁচা এবং বুদ্ধদেবের মূর্তি ছিল।যেগুলো সবই পাটের কারুকাজ দিয়ে তৈরি ছিল এবং খুবই নিখুঁত।

IMG_20250713_074632.jpg

এটি একটি খেলনার দোকান।যেখানে নানা ধরনের সুন্দর সুন্দর পুতুল ছিল বাচ্চাদের।প্রত্যেকটি পুতুল আলাদা ধরনের ছিল।যেমন--মানুষের পুতুল,বানর,ভাল্লুক,পাখি,ব্যাঙ,হাতি,কুকুর,বাঘ,হাস,কুমির,কচ্ছপ এবং বিড়ালসহ বিভিন্ন প্রাণীর রকমারী পুতুল।

IMG_20250713_074620.jpg

সমস্ত ধরনের প্রাণীর খেলনা ছিল স্টলটিতে।আমরা বেশ অনেকটা সময় নিয়ে স্টলটির খেলনাগুলি পরিদর্শন করেছিলাম।তাছাড়া অনেক ছোট ছোট পুতুল ছিল যেগুলো চাবির রিং হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

IMG_20250713_074552.jpg

এরপর আরো একটি স্টলে চলে এসেছিলাম।যেটা বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল।আর দিনের বেলা অনেক দোকান যেমন বন্ধ ছিল।তেমনি অনেক দোকান খোলা থাকলেও মালিক ছিল না কিন্তু এই দোকানে একজন বয়স্ক মহিলা ছিলেন।এই দোকানে অনেকগুলি ঠাকুরের ছোট ছোট মূর্তি ছিল।

IMG_20250713_075604.jpg

এই দোকানগুলোতেও প্রচুর পরিমাণে রকমারী জিনিস ছিল।আর সবই ছিল মেয়েদের ব্যবহৃত করা জিনিস।এছাড়া কিছু ছোট বড় হ্যান্ড ব্যাগও ছিল।তবে দিনের থেকে রাতে মেলাগুলি বেশি জাঁকজমকপূর্ণ হয়ে থাকে।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 27 days ago (edited)
 25 days ago