"মনের ক্ষত কাউকেই দেখানো যায় না"
নমস্কার
আজ 7-ই আগস্ট,(বৃহস্পতিবার) 2025
মনের ক্ষত কাউকেই দেখানো যায় না
বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে পছন্দ করি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।যেটি মনের ক্ষত বিষয়ে লেখা হয়েছে।মানসিক আঘাত বাইরে থেকে কখনো উপলব্ধি করা যায় না,সেটা শুধুমাত্র মনের গভীরেই লুকায়িত থাকে।তবে এ ক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতেও পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করছি।যাইহোক তো চলুন শুরু করা যাক----
সাধারনভাবে মনের ক্ষত বলতে মনের আঘাত,কষ্ট বা মনের কষ্টগুলোকে বোঝায়।যেটা শুধুমাত্র মুখে অনুভূতি দ্বারা প্রকাশ করা যায়।তবে সেই ভাবে বাইরে থেকে কেউ বুঝতে পারে না।
পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়।তবুও আমরা সুন্দর পৃথিবীর স্বাদ নিতে সদা আগ্রহী।কিন্তু এই পৃথিবীতেই আমাদের কেউ বড্ড বেশি আপন ও প্রিয় হয়ে ওঠে।সেটি কোনো প্রাণী কিংবা অন্য যেকোনো কিছুই হতে পারে।আর প্রিয় কিছু কখনো হারিয়ে গেলে বা আমাদের থেকে বহুদূরে চলে গেলে তখন বড্ড বেশি আঘাতপ্রাপ্ত হয়ে থাকে মন।তখন সুন্দর পৃথিবী মুহূর্তের মধ্যে যেন কালো অন্ধকারাচ্ছন্ন লাগে।মনে হয় সব রং মুহূর্তে ফিকে হয়ে মলিনতায় ঘিরে ধরেছে।মন কুঁড়ে কুঁড়ে খায় সেই প্রিয় কিছুকে কাছে পাওয়ার জন্য।
মানসিক আঘাত বাইরে থেকে কখনো উপলব্ধি করা যায় না,সেটা শুধুমাত্র মনের গভীরেই লুকায়িত থাকে।আর এই যন্ত্রণা বহন করা যেন অনেক বেশি কষ্ট ও আঘাতের।শুধুই স্মৃতিগুলো চোখের সামনে ভাসমান আর জীবন্ত হয়ে ওঠে।অন্তর টা পুড়ে ছাই হয়ে যায় যেটা কাউকে বললেও সমাধান করার সময় থাকে না।সবথেকে বেশি কষ্ট দেয় প্রিয় কিছুর সঙ্গে কাটানো সময় এবং তাদের আচরণটা বারবার চোখের সামনে প্রতিচ্ছবি হয়ে ভাসে।এত কষ্ট হয়তো কাউকে মন খুলে যেমন প্রকাশ করা যায় না, তেমনি কাউকে দেখানোও যায় না।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.