বাস্তবের বাইরে এক জীবন, মেটাভার্স
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ও একটু ভালো আছি তবে আজ সারা দিনেই অনেক মাথা ব্যাথা ছিলো। যাইহোক আজকে এমন এক জগৎ নিয়ে কথা বলবো যা এখনো পুরোপুরি আমাদের হাতে ধরা দেয়নি, বা বাস্তবে প্রয়োগ শুরু হয় নি। কিন্তু আমাদের চিন্তায়, স্বপ্নে আর প্রযুক্তির হাত ধরে দিনে দিনে বাস্তবের চেয়ে কম নয় এমন জায়গায় জায়গা করে নিচ্ছে তার নাম মেটাভার্স। এই নাম আপনারা অনেকেই শুনে থাকবেন।
আমরা সবাই এই বাস্তব জীবনে থাকি, কাজ করি, হাসি, কাঁদি। কিন্তু মেটাভার্স এমন এক নতুন দরজা খুলে দিয়েছে, যেখানে আপনি আর আমি চাইলে নিজের একটা আলাদা দুনিয়া বানিয়ে নিতে পারি। যেটা হবে আমাদের কল্পনার বাস্তব রুপ। সেখানে মাটি ধরা লাগে না, রোদ-বৃষ্টি গায়ে লাগে না, কিন্তু অনুভূতি? সেটা ঠিক বাস্তবের মতোই গভীর হতে পারে। এমনেই এই প্রযুক্তি।
একবার কল্পনা করুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে ভার্চুয়াল হেডসেট পরে তোমার বন্ধুর সঙ্গে সমুদ্রের ধারে হাঁটতে বেরিয়ে পড়লে। অথচ তুমি বসে আছো তোমার ঘরে, এক কাপ চা সামনে রাখা। চোখে শুধু ডিজিটাল দুনিয়ার ছবি, কানে ঢেউয়ের শব্দ, মনে হচ্ছে তুমি সত্যিই সেখানে আছো। এটা শুধু বিনোদন নয়, এটা হতে পারে শিক্ষা, ব্যবসা, এমনকি সম্পর্কের নতুন এক পথ। যা একদম বাস্তবের মতই হবে।
আমাদের গ্রামের লোকেরা যবলত, চোখে যা দেখি, তাই সত্যি। মেটাভার্স সেই বিশ্বাসকে চ্যালেঞ্জ করছে। এখানে যা দেখি, তা হয়তো ডিজিটাল, কিন্তু তোমার মস্তিষ্ক সেটাকে বাস্তবের মতোই গ্রহণ করবে। আমাদের মন হাসে, কাঁদে, ভালোবাসে, এমনকি ভয়ও পায়।মেটাভার্সের আরেকটা দিক হলো সুযোগ। আপনার যদি সৃষ্টিশীলতা থাকে, তবে এই দুনিয়ায় আপনি নিজের দোকান খুলতে পারেন, শিল্পকর্ম বা NFT বিক্রি করতে পারেন। এমনকি নিজের একটা শহরও বানাতে পারবেন। এখানে মুদ্রা হলো ক্রিপ্টোকারেন্সি, আর সম্পদ হলো ডিজিটাল সম্পদ যা হয়তো একদিন বাস্তবের চেয়ে দামী হয়ে যাবে।
তবে একটা বিষয় কি! মেটাভার্স যতই চমৎকার শোনাক, আমাদের বাস্তব জীবন ভুলে গেলে চলবে না। কারণ, এখানে গাছের আসল গন্ধ নেই, মায়ের হাতের রান্নার স্বাদ নেই, বন্ধুর কাঁধে হাত রাখার উষ্ণতা নেই। এই দুনিয়া যেন আমাদের জীবনের পরিপূরক হয়, বিকল্প নয়।মেটাভার্স আমাদের সামনে সম্ভাবনার বিশাল দরজা খুলে দিয়েছে। হয়তো কয়েক বছরের মধ্যে আমরা সবাই এই ডিজিটাল জগতে জমি কিনব, অফিস করব, মেলা বসাবো। কিন্তু আমি চাই, আমরা যেন বাস্তবের সৌন্দর্য আর সম্পর্কের সত্যিকারের উষ্ণতাকে ভুলে না যাই। কারণ, যতই আমরা বাস্তবের বাইরে যাই না কেন, আমাদের শিকড় কিন্তু এই বাস্তব পৃথিবীতেই। যাই হোক, আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।
VOTE @bangla.witness as witness
OR

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: বাস্তবের বাইরে এক জীবন, মেটাভার্স
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......