"ক্ষমতাবান মানুষ সবসময় লাভবান হয়"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।

ক্ষমতাবান মানুষ সবসময় লাভবান হয়:

pexels-photo-14456527.jpeg
সোর্স

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে ক্ষমতা সম্পর্কে আমার নিজস্ব অনুভূতি শেয়ার করবো।আসলে সমাজে ক্ষমতাবান মানুষ সবক্ষেত্রেই বেশি লাভবান হয় আর ক্ষমতাহীন মানুষ শুধুই অপমানিত হয়।আর কতটা অবহেলিত ক্ষমতাহীন মানুষ সেটা নিয়েই লিখবো আজ।এক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতে পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অনুভূতি প্রকাশ করছি।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।যাইহোক তো চলুন শুরু করা যাক----



ক্ষমতাবান অর্থাৎ ক্ষমতাশীল বা শক্তিশালীকে বোঝায়।আর কোনো মানুষ যখন এই শক্তির অধিকারী হয় তখন সমাজে তার আলাদা একটা সম্মান থাকে। তেমনি তার ভালো ও অপকর্মগুলিও ধীরে ধীরে প্রকাশ পায় মানুষের সম্মুখে।

আপনি আপনার আশেপাশের যেকোনো কর্মক্ষেত্র পর্যবেক্ষণ করলে দেখতে পারবেন যে,ক্ষমতাশীল মানুষ কতটা লাভবান হচ্ছে।অর্থাৎ কোনো কাজ সম্পন্ন করতে হলে একটি মানুষকে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে তবুও সেই কাজ সম্পন্ন হচ্ছে না।কিন্তু কোনো ক্ষমতার অধিকারী ব্যক্তি খুব সহজেই তা হাসিল করতে পারেন।তাছাড়া তার সঙ্গে যুক্ত সকল মানুষ সেই সুবিধার সঙ্গেও যুক্ত থাকেন।

কথায় আছে-"তেলা মাথায় তেল দেওয়া"।বর্তমান সময়ে এই কথাটি খুবই যুক্তিযুক্ত বলে মনে হয় আমার কাছে।কারণ ক্ষমতাশীল মানুষ এবং তার সঙ্গে যুক্ত সমস্ত মানুষ যে সুবিধা পায় সেখানেই কিন্তু গল্প থেমে থাকে না।বরং তাদের পরিবারের সব সদস্যরাও সেই সুবিধার অংশীদার হয়ে থাকেন।এতে করে যাদের প্রয়োজন নেই তাদের প্রয়োজনের অধিক কিছু মিলে যায়।আর ফাঁদে পড়ে সেইসমস্ত সাধারণ মানুষ যাদের প্রয়োজন অথচ চাহিদা থাকে না।অর্থাৎ সুবিধাবঞ্চিতরা আরো সুবিধা না পেয়ে তার সামান্য সম্মানটুকুও হারাতে বসে।এটার একটি বিশেষ ব্যাখ্যা আছে আমার মতে,সেটা হচ্ছে ক্ষমতাহীন মানুষ তার ন্যায্য অধিকার যখন পায় না তখন তার সব আশা -আকাঙ্ক্ষাগুলিই মিশে যায় হাওয়ায় কিংবা মাটির সঙ্গে।তাই নতুন চাহিদার কোনো প্রশ্নই আসেনা!

কিন্তু যাদের প্রয়োজনগুলি সময়ের আগেই মিটে যাচ্ছে খুব সহজেই তাদের নতুন কোনো বাহানা বা প্রয়োজনের দরকার-ই পড়ে না।কিন্তু দেখুন, তাদের আশা-আকাঙ্ক্ষা এতটাই বৃদ্ধি পেয়ে আকাশচুম্বী হয়ে ওঠে যে চাহিদার কোনো শেষ থাকে না।সমাজে ক্ষমতাবান বা ক্ষমতাশীল মানুষের খুবই প্রয়োজন রয়েছে কিন্তু তার পাশাপাশি সাধারণ মানুষকেও সমান মর্যাদা বা সম্মানের চোখে দেখা উচিত।তাদের প্রয়োজনগুলিকেও প্রাধান্য দেওয়া উচিত।

আশা করি আমার আজকের লেখাটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আমাদের সমাজে ক্ষমতাশীল মানুষগুলোর উচিত অন্য মানুষের বিপদে পাশে দাঁড়ানো। কিন্তু তারা সব সময় নিজেদের স্বার্থ এর দিকেই খেয়াল করে। নিজের যেটাতে লাভ হবে সেটাই করে। আপনি আজকের লেখাগুলোতে বাস্তব কিছু কথা তুলে ধরেছেন। বর্তমান সমাজে তেলা মাথায় তেল দেওয়া কথাটা আসলেই যুক্তিযুক্ত। ভালো লাগলো আপনার লেখা গুলো পড়ে।

 2 years ago 

ধন্যবাদ আপু,কষ্ট করে পোষ্টটি পড়ে সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে মানুষ যখন ক্ষমতাশালী হয় তখন আস্তে আস্তে তার আসল চেহারাটা সকলের নিকট উপস্থাপন করে। বর্তমান সময় দেখা যায় যে ক্ষমতাশালী মানুষের দিকেই অন্যান্য মানুষ বেশি সমর্থন করে। কিন্তু এতে সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। তাই সকলের উচিত সমাজের সকল মানুষকে সমমর্যাদা প্রদান করা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ক্ষমতাশীল মানুষ বরাবরই ক্ষমতার লোভী হয়ে থাকে।সব জায়গায় ক্ষমতাশীলদের জয়জয়কার। ক্ষমতার প্রভাবে অসাধ্য কে সাধন করে থাকেন ক্ষমতাশীলরা।ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু,ভালো মানুষের জয় জয় না থাকলে ও ক্ষমতাধরদের জয় জয় ঠিক কানে আসে।ধন্যবাদ আপনাকে।