শেষ কথা

in আমার বাংলা ব্লগ22 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের ভেতরের যন্ত্রণা কিংবা ক্ষতগুলোকে আড়ালে রেখে সবার সম্মুখে হাসিমুখে থাকার চেষ্টা করছি। গতকাল দারুণ একটা সময় উপভোগ করেছি সবাইকে, আমার বাংলা ব্লগের শেষ হ্যাংআউট ছিলো সেটা, প্রতিষ্ঠাতা নিজেও সেটা স্বীকার করেছেন। হয়তো ভবিষ্যতে এমন আয়োজন আর নাও হতে পারে, হয়তো ভবিষ্যতে আপনাদের সামনে আর নাও আসতে পারি। কারণ সময় সব পরিবর্তন করে দেয়, মানুষের সম্পর্ক, অবস্থান এবং গতি, আমরা কেউ সেই সমীকরণের বাহিরে নই।

যাইহোক, পৃথিবীতে শেষ কথা বলে কিছু নেই, কারণ সময় কিংবা পরিস্থিতি আমাদের নানাভঅবে প্রভাবিত করে, আমাদের বাধ্য করে নিজের অবস্থান হতে বিচ্যুত হওয়ার জন্য। এটা অস্বীকার করার উপায় নেই যে, আমরা মানুষ নানা কিছুর মাধ্যমে প্রভাবিত হয়ে নিজের সিদ্ধান্ত হতে সরে আসি, চাই সেটা সঠিক হোক কিংবা ভুল হোক। তবে একটা সময় পর যখন সেটা উপলব্ধি করতে পারি তখন আড়ালে আফসোস করা ছাড়া আর কোন উপায় থাকে না আমাদের। যার উৎকৃষ্ট উদাহরণ আমার বাংলা ব্লগের আজকের অবস্থান।

এমন অনেক ঘটনা আমার জীবনেও ঘটেছে, প্রতিবারই আফসোস করেছি, নিজেকে সংশোধনের চেষ্টা করেছি কিন্তু সঠিক অবস্থান ধরে রাখতে পারিনি। পুনরায় নানা কিছুর দ্বারা প্রভাবিত হয়েছি, নিজের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছি। কিন্তু হ্যা, একটা বিষয়ে অটুঁট ছিলাম এবং এখনো আছি, নিজেকে নিজের কাছে ছোট হতে দেই নাই, হয়তো অপমানিত হয়েছি, সম্মানের আসন থেকে উঠে এসেছি কিন্তু পরাজয় মেনে নেইনি। এটা আমার ভেতরের থাকা একটা কঠিন হৃদয়ের পরিচয় দেয়। আমরা বরাবরই এমন, শুন্য থেকে উঠে আসি আবার শুন্যতায় ফিরে যাই। আমাদের জীবনটাই এমন শুন্যতায় আবর্তন থাকে সর্বদা।

sorry-3905517_1280.png

যাইহোক, আমি যোগ্যতা প্রমানের চেষ্টা করিনি কখনো, আমি খুব বেশী মিনতি কিংবা আবদার করিনি কারো কাছে, বরং সর্বদা নিজেকে নিজের অবস্থান হতে অযোগ্য হিসেবে বিবেচনা করেছি, দায়িত্ব গ্রহণের জন্য কখনো এগিয়ে আসিনি সব সময় দায়িত্ব হতে আড়ালে থাকতে চেয়েছি, চাই সেটা সোশ্যাল জগতে হোক কিংবা বাস্তব জীবনে হোক। কারণ আমি বিশ্বাস করি আমার দ্বারা সকলের মন জয় করা অসম্ভব, সেটা আমি কোনদিনও পারবো না। বাস্তব জীবনেও আমি এমন সত্যি বলছি। তাই অনেক কিছু হতে আমি বঞ্চিত থাকি ঠিক তেমনি অনেকের অপছন্দের তালিকায়ও থাকি, অবশ্য এটা নিয়ে আমার জীবনে কোন আফসোস নেই। সবার ভালো হতে হবে এমনটাও তো কথা নেই।

আমার বাংলা ব্লগ, একটা কমিউনিটি ছিলো না শুধু বরং একটা পরিবার ছিলো। অনেক গুরু দায়িত্ব আমার উপরও ছিলো, যদিও আমি সেটার যোগ্য ছিলাম না এবং সেটা বার বার প্রমাণীত হয়েছে। আমার অযোগ্যতার ছাপ প্রতিটি স্তরে স্তরে প্রকাশিত হয়েছে, যা আমি সব সময়ই স্বীকার করে নিয়েছি এবং এখনো করছি, হয়তো এই কারণেই আমি বার বার দায়িত্ব হতে দূরে সরে যেতে চাইছি। ইউজারদের হৃদয় যেমন জয় করতে পারিনি, ঠিক তেমনি পারিনি আমার সহকর্মী এ্যাডমিন মডারেটরদের মনও জয় করতে। হয়তো সকলের একটা ক্ষোভ মনের ভেতর এখনো আছে, কেউ হয়তো প্রকাশ করেছে আর কেউ সেটা প্রকাশ করেনি।

আগের কথায় ফিরে আসছি, শেষ কথা বলে কিছু নেই তবুও বলছি আমার বাংলা ব্লগ কমিউনিটি হয়তো আর থাকবে না, হয়তো নতুনভাবে নতুন কিছু সামনে আসবে, তবে আমি থাকবো না কারণ নতুন নেতৃত্ব ছাড়া পরিবর্তন কিংবা গতিশীলতা কোনটাই ফিরবে না। অনেক কথাই হৃদয়ে জমা আছে, অনেক কিছুই বলার আছে কিন্তু কিছুই বলতে পারছি না, আর সেটা বলবোও না কোনদিন। আমার অবস্থান কিংবা দায়িত্ব পালনের দ্বারা কেউ কখনো কোনভাবে আঘাত পেলে, ক্ষতিগ্রস্থ হলে, দুঃখ পেলে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হতে পারে যেটা আমার দিক হতে সঠিক মনে হয়েছে সেটা আপনাদের দিক হতে সঠিক ছিলো না কিংবা ভুল ছিলো।

আমি বড় গলায় বলতে পারি, দায়িত্বের উপর থেকে কখনো স্বজনপ্রীতি করিনি, কারো প্রতি পক্ষপাতিত্ব করিনি, দায়িত্ব পালনে সর্বদা সঠিক অবস্থানে থাকার চেষ্টা করেছি। অনেক কিছুই গোপন রেখেছি, অনেক কিছুই প্রকাশ করিনি, সুন্দর পরিবেশটা টিকিয়ে রাখার জন্য, তবুও কেউ যদি মনে করেন আমার কারণে সুবিধা বঞ্চিত হয়েছেন, আমার দ্বারা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তার জন্যও আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতার প্রতি, যার অবদান কিংবা ভালোবাসার তুলনা হয়তো কোন কিছুর দ্বারা করা অসম্ভব, কারণ শুন্য হতে আমাকে তুলে এনেছেন এবং আজকের এই অবস্থান তৈরী করে দিয়েছেন, শুধু কৃতজ্ঞতা প্রকাশ যথেষ্ট নয় এখানে। দাদা সত্যি অনেক মহান মনের একজন মানুষ, আমরা তাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি নাই কিংবা তাকে সঠিকভাবে চিনতে পারি নাই, তবুও দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাইছি এবং ভালোবাসা প্রকাশ করছি, হৃদয় হতে দোয়া করছি এবং ওয়াদা করছি সর্বদা তার প্রতি কৃতজ্ঞ থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@hafizullah, আপনার আজকের লেখাটি অসাধারণ! ব্যক্তিগত অনুভূতির গভীরতা এবং কমিউনিটির প্রতি ভালোবাসার এক সুন্দর মিশ্রণ দেখতে পেলাম। "আমার বাংলা ব্লগ" নিয়ে আপনার স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তাগুলো খুবই স্পর্শকাতর। বিশেষ করে আপনার নিজের দুর্বলতা স্বীকার করে নেওয়ার সাহস এবং একই সাথে দায়িত্ব পালনে আন্তরিক থাকার চেষ্টা প্রশংসার যোগ্য।

আপনি লিখেছেন, "আমরা মানুষ নানা কিছুর মাধ্যমে প্রভাবিত হয়ে নিজের সিদ্ধান্ত হতে সরে আসি।" এই কথাগুলো যেন জীবনের এক কঠিন বাস্তবতা। আপনার ভেতরের কঠিন হৃদয়ের পরিচয় এবং কৃতজ্ঞতাবোধ আমাকে মুগ্ধ করেছে।

এই পোস্টে আপনার সততা এবং কমিউনিটির প্রতি ডেডিকেশন স্পষ্ট। আশা করি, আপনার এই অনুভূতিগুলো আরও অনেককে অনুপ্রাণিত করবে। আপনার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা রইলো। আপনার মূল্যবান চিন্তাগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ!

 22 days ago 

আমি বড় গলায় বলতে পারি, দায়িত্বের উপর থেকে কখনো স্বজনপ্রীতি করিনি, কারো প্রতি পক্ষপাতিত্ব করিনি, দায়িত্ব পালনে সর্বদা সঠিক অবস্থানে থাকার চেষ্টা করেছি।

ভাইয়া,খুবই খারাপ লাগছে এই কথাগুলো পড়ে।আমি বিশ্বাস করি,আপনি অনেক ভালো মনের একজন মানুষ।উপরের এই কারণগুলির জন্যই হয়তো আপনার প্রতি আমার বিশেষ সম্মান ও শ্রদ্ধা রয়েছে, ছিল আর ভবিষ্যতেও থাকবে। আমার চোখে আপনি খুবই যোগ্য ও সম্মানীয় একজন ভাইয়া হয়ে থাকবেন সবসময়।😢

 22 days ago 

অনেক ধন্যবাদ আপু, আপনার মন্তব্য এবং ভালোবাসা প্রকাশের জন্য। কাজের ক্ষেত্রে এই রকম মন্তব্য জীবনের অন্যতম পাওয়া হিসেবে রেকর্ড থাকে।

 22 days ago 

এমন হৃদয় ছোঁয়া লেখা পড়ে সত্যিই আমারও ভীষণ কষ্ট লেগেছে ভাইয়া। 💔 আপনার প্রতিটি শব্দে মিশে আছে আবেগ, মমতা আর কমিউনিটির প্রতি গভীর ভালোবাসা। দায়িত্বের জায়গা থেকে আপনি যে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন, সেটা আমরা সবাই অনুভব করতে পেরেছি। নিজের দুর্বলতা স্বীকার করার সাহস, আবার অন্যদিকে পরাজয় মেনে না নেওয়ার দৃঢ় মানসিকতা।এই দুইয়ের মিলন আপনাকে আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছে।"আমার বাংলা ব্লগ" কেবল একটি প্ল্যাটফর্ম নয়, আমাদের কাছে এটি ছিলো এক পরিবার, আর আপনি সেই পরিবারের একজন শক্তিশালী ভরসা। আজকের এই বিদায়বোধক কথাগুলো পড়ে চোখ ভিজে উঠলো। সময় হয়তো অনেক কিছু বদলে দেবে, কিন্তু আপনার আন্তরিকতা, অবদান আর ভালোবাসা আমরা কেউ ভুলবো না। 🌸

 22 days ago 

বাস্তবতা হলো ভালোবাসার জায়গাটা কখনো বদলায় না কিন্তু মানুষগুলো ঠিক বদলে যায়, এটাই সময়ের সবচেয়ে নির্মম প্রভাব। অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 20 days ago 

দিনশেষে আপনি একজন মজার মানুষ। খুবই আনন্দে রাখতে পারেন সবাইকে। এটা মানতেই হবে। আপনি যেখানে থাকেন সেখানে জমে যায় আড্ডা। ভালো থাকবেন ভাই। সুস্থতা ও কল্যানময় জীবনের দোয়া রইল।

 20 days ago 

ভুল ত্রুটির জন্যও ক্ষমা চাই। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান।