রেসিপি: "ঝটপট মিষ্টি পান তৈরি"
নমস্কার
রেসিপি: "ঝটপট মিষ্টি পান তৈরি"
আমাদের অতি পরিচিত ও প্রাচীন একটি খাদ্য হচ্ছে পান পাতা।যদিও বর্তমানে এটি প্রায় বিলুপ্তির পথে।তারপরও অল্প অল্প যে পান পাতার বরজ দেখা যায় তা দিয়ে বিভিন্ন ধরনের মসলা পান তৈরি করা হয়।কিন্তু ছোটবেলায় দেখতাম আমার জেঠিমা,দিদিমা ও ঠাকুমারা প্রচুর পরিমানে পান খেতেন।ভাত না খেলেও চলবে কিন্তু গাল ভর্তি পান লাগবেই লাগবে।তার উপরে আবার বাজারে গেলেই পণ পণ পান,সুপারি,তামাক পাতা ও চুন কিনে আনা ছাড়া গল্প নেই।তারপর বিভিন্ন ধরনের মসলার সাহায্যে সুগন্ধযুক্ত তামাক তৈরি করতেন।যদিও এটা তাদের কাছে একটা নেশার মতো ছিল।পান পাতার আবার ভেষজ গুনও রয়েছে।
আমার মা ও বাবা ভাত খাওয়ার পর অল্প একটু পান খেতো শুধুমাত্র সুপারি দিয়ে।তবে বেশ কয়েক বছর খান না অর্থাৎ তাদের তেমন নেশা নেই।তবে বাড়ি ফেরার সময় কলকাতার বড়বাজার থেকে আমার দাদা হঠাৎ কিছু পান কিনে এনেছে।তাই মিষ্টি পান বানিয়ে খাওয়ার ইচ্ছা হলো।তাই ঝটপট বানিয়ে ফেললাম, যদিও ভালোই টেস্টি লেগেছিলো খেতে।মুখে দেওয়ার পর পানটি যেন মিলিয়ে গিয়েছিলো কোথায়।তবে উপকরণ সাজিয়েও আমি প্লেটের ছবি তুলতেই ভুলে গিয়েছি।যাইহোক আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---
উপকরণসমূহ:
2.সুপারি কুচি- 1 টেবিল চামচ
3.মিষ্টি জর্দা-1.5 টেবিল চামচ
4.রঙিন লজেন্স- 1 প্যাকেট ও
5.মৌরি-1 টেবিল চামচ
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি একটি পান নিয়ে নিলাম।এরপর পানের বোটা বাদ দিয়ে দেব কেটে।
ধাপঃ 2
এখন পান পাতার উল্টো দিকে সুপারি ও মিষ্টি জর্দা দিয়ে দেব পরিমাণ মতো।
ধাপঃ 3
এখন মৌরি ও পরিমাণ মতো রঙিন লজেন্স দিয়ে দেব।
ধাপঃ 4
এবারে পানটি রোল করে মুড়িয়ে নিয়ে খিলি তৈরি করে নেব সাবধানে।
ধাপঃ 5
এরপর পানের খিলির ভাঁজ দিয়ে নেব।যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ।
ধাপঃ 6
তো এভাবে আমি চারটি মিষ্টি পানের খিলি তৈরি করে নেব।
ধাপঃ 7
এখন আমি একটি প্লেটে সাজিয়ে নিলাম পানের খিলিগুলি।
শেষ ধাপঃ
সবশেষে তৈরি করা হয়ে গেল আমার "ঝটপট মিষ্টি পানের রেসিপি"।
পরিবেশন:
এখন এটি পরিবেশন করতে হবে।এটি খেতে দারুণ টেস্টি ও ইয়াম্মি হয়েছিলো এবং মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে মিলিয়ে গিয়েছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | রেসিপি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1937043366023418076
https://x.com/green0156/status/1937044499332837768
https://x.com/green0156/status/1937045286788215143
https://x.com/green0156/status/1937045937043443844
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার ঝটপট মিষ্টি পান তৈরির পদ্ধতি টা খুবই ভালো লেগেছে। যদিও আমি তেমন পান খায় না, তবে মাঝে মাঝে কৌতুহল বসত ফ্রি পেলে খায়,হা হা হা।
হি হি,ফ্রি খেতে হলে ঠাকুরমাদের কাছে যেতে হবে ভাইয়া।☺️☺️
মিষ্টি পান খেতে বেশ ভালো লাগে। শহরের দিকের মানুষ পান না খেলেও গ্রামের দিকে গেলে গ্রামের মানুষকে পান খেতে দেখা যায়। আমিও যখন গ্রামে যাই তখন মাঝেমধ্যে সুন্দর করে পান তৈরি করে খেয়ে থাকি বেশ ভালো লাগে। আপনার এই পান তৈরি করা দেখেও বেশ ভালো লাগলো।
হি হি,গ্রামে গিয়ে পান খান দাদা জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
পান খেতে আমার খুবই ভালো লাগে। ভারী কোন খাবারের পর পান না খেলে আমার তৃপ্তি হয় না।আমার নানী আর দাদী আসলে সবসময় তাদের কাছ থেকে পান নিয়ে খাই।এছাড়া তারা যখন থাকে না তখন মাঝেমাঝে পান কিনে খাই। মিষ্টি পান খেতে দারুন লাগে। আপনি খুব সুন্দর ভাবে মিষ্টি রেডি করেছেন আপু। দেখেই খেতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
মিষ্টি পান দেখেই তো খেতে ইচ্ছা করছে আপু। মাঝে মাঝে পান খেতে কিন্তু ভালোই লাগে। আপনার এই পোস্ট দেখে অনেক ভালো লাগলো। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য ধন্যবাদ আপু।