মহাদেবের পুজা ২০২৫।
সবাই কে আমার নমস্কার ও আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব মহাদেবের পুজা। মহাদেব যার অপর নাম শিব। এছাড়া ও তার বিভিন্ন নাম আছে।
চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি। দেব আাদি দেব মহাদেব এর পুজার কিছু সুন্দর মুহুর্ত।
গত ১৭/০৪/২০২৫ তারিখ ছিলো মহাদেব এর পুজা। এটি বৈশাখ মাসের সবচেয়ে বড় পুজা। এদিন মুলত মহাদেব এর মাথায় জল ঢালা হয়।
এবার মা কিংবা বোন কেউ যাবে না মন্দির এ। আমি উপবাস রেখে ছিলাম তবে যাব কি যাব না একটু দ্বিধায় ছিলাম।
চর এদিকে অনেক বৃষ্টি। তবে মন্দির বাড়ি থেকে বেশি দুর এ না হওয়ায়, যখন ঢাকের আওয়াজ আসলো তখন উঠে স্নান করে তৈরি হলাম। আগে বাজারে গিয়ে প্রয়োজনীয় সামগ্রী আর নিজের গাছের অপরাজিতা মানে নীল কন্ঠ ফুল নিলাম সাথে ছিল বিশ্বাস, ভক্তি কিছু অপুর্ন ইচ্ছা। সব মিলিয়ে ভিজতে ভিজতে গেলাম মন্দির এ।
সেখানে প্রচুর ভিড় ছিলো অনেক ক্ষনপর জল ঢেলে ও মোমবাতি দিলাম।তারপর কালী মন্দির এ গেলাম।
ভক্তি ভরে সব কিছু করলাম।একদিকে বৃষ্টি অন্য দিকে ভিড় কোন ছবি ভালো করে তুলতে পারি নি।
এরপর বাসায় এসে আবার বাসার পুজা দিলাম। তার পর প্রতিদিন এর কাজ গুলো করলাম।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.