রান্নাঘরের জন্য নতুন কৌটা কিনলাম || @shy-fox 10% beneficiary
হ্যালো
আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের
সবার দোয়ায় আমিও ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনা করছি।
সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। আজকে আমি কোন রেসিপি শেয়ার করব না। আজকে আমি শেয়ার করব রান্না ঘরে কিছু খুঁটিনাটি জিনিসপত্র আমি কিনেছি সেগুলোই। আসলে আমরা রাঁধুনি মানুষ রান্নাঘরটা এলোমেলো দেখলে খুব একটা ভালো লাগে না। সব সময় চেষ্টা করি রান্নাঘরটা অন্তত সাজিয়ে গুছিয়ে রাখার জন্য।
প্রথমবার যখন আমি নতুন বাসা নেই তখন আমি রান্না ঘরের জন্য মসলার কৌটা কিনেছিলাম। সেগুলো অনেক পুরনো হয়ে গেছিল আর। আমার দেখতেও ভালো লাগছিল না। অনেকদিন ধরে একটু মাঝারি সাইজের কৌটা খুঁজছিলাম কিন্তু কিছুতেই পেয়ে উঠছিলাম না। কিছুদিন আগে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম সেখানে একটা দোকানদার এসেছিল ভ্যানে করে প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে।
গ্রাম এলাকায় প্লাস্টিকের জিনিসপত্র মাথায় করে কিংবা ভ্যানে করে ফেরি করে যেগুলো বিক্রি করে সেগুলো অনেকটা কম দামে কিনতে পাওয়া যায়। যেগুলো বাজারে অনেক দাম নেই আমি এজন্য আশায় ছিলাম কখন বাবার বাড়িতে যাব এবং এ ধরনের জিনিসগুলো আমি চিনতে পারবো। আমি বেশ কিছু জিনিস সেখান থেকে কিনেছিলাম যার মধ্যে এই কৌটাগুলোও ছিল।
আমি মসলার কৌটাগুলো রাখার জন্য সুন্দর একটা আর এফ এল এর তাক কিনেছিলাম। যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল। আসলে এটা কেনার কোন কথা ছিল না কিন্তু দেখার পর এত ভালো লেগে গেল যে না কিনে আর থাকতে পারিনি। আর কৌটাগুলো রাখার পর এটা দেখতেও খুব সুন্দর লাগছিল। আর আমার রান্নাঘরের চেহারাটা যেন পুরো পাল্টে গেছে এটা রাখার পর।
মনে করি রান্নাঘর যদি এলোমেলো থাকে আর দেখতে ভালো না লাগে তাহলে রান্নাতেও মন বসবে না। আর মন ভলো না থাকলে রান্নাও ভালো হবেনা। যখন রান্নাঘরটা একটু সুন্দর দেখাবে তখন মনটাও আনন্দে ভরে থাকবে এবং রান্না ভাল হয়। এজন্য আমি সব থেকে রান্না ঘরের গুরুত্বটা বেশি দেই। কারণ আমি নিজে রান্না করতে খুব ভালোবাসি এবং রান্না করে সবাইকে খাওয়াতে বেশি ভালোবাসি।
তো বন্ধুরা কেমন লাগছে আমার রান্না ঘরের কৌটো গুলো এবং তাকটা অবশ্যই আমাকে জানাবেন। আর পুরনো কৌটাগুলো আমি নষ্ট করিনি। আমি সেগুলো আমার মায়ের বাসায় পাঠিয়ে দিয়েছি। যেগুলো আমার মা ব্যবহার করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে।
সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আমার কাছেও রান্না ঘর গুছিয়ে না রাখলে ভালো লাগে না।পরিপাটি থাকলে দেখতে বেশ ভালো লাগে।আমি ঐ রকম মশলার কৌটা কিনেছি,শুঁকনো মশলা রাখার জন্য।দামে কম মানে ভালো।🙂আপনার রান্না ঘরের কৌটা এবং তাক সবই ভালো লাগছে।ধন্যবাদ
ঠিক বলেছেন আপু রান্নাঘর পরিপাটি না হলে দেখতে ভাল লাগে না আর রান্নাঘর পরিপাটি হলে রান্না করতেও ভালো লাগে। আর কৌটা গুলো দাম কম হলেও বেশ ভালো মানের। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ঠিকই বলেছেন আপনি। রান্নাঘর গুছিয়ে না রাখলে দেখতে ভালো লাগে না। এবং কাজ করতেও মন বসে না। আমি মনে করি শুধু রান্নাঘর না ঘরের কোন জিনিসই এলোমেলো থাকলে মেয়েদের কাছে সেটা ভালো লাগে না। আপনি রান্না ঘরের জন্য যে আর এফ এল এর যে তাক কিনেছেন সে তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং সেখানে কৌটা গুলোর সাজিয়ে রাখাতে আপনার রান্নাঘরের সৌন্দর্য নিশ্চয়ই আরো দ্বিগুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার রান্না করার জন্য তাক এবং কৌটা কেনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আর ঠিকই বলেছেন রান্নাঘর কেন ঘর-সংসারের কোন জিনিসই অগোছালো থাকলে মেয়েদের কাছে সেটা ভালো লাগে না দেখতে।
আসলে সংসার জীবন টাই হলো পরিপাটি ৷ সবকিছু গোজগাজ ঘর থেকে শুরু রান্নার ঘর সব ৷ আর এটা ঠিক রান্নার কিছু তৈজসপত্র যদি ঠিকঠাক না থাকে না থাকে তাহলে কেমন দেখায় ৷
তবে আপু আপনি ঠিক বলেছেন যে গ্রামের হরেক মালের দোকান যা গ্রামে গ্রামে ঘরে বেড়ায় ৷ আর সেখান হতে কম দামে পাওয়া যায় ৷ ভালো লাগলো আপু রান্না করা কিছু জিনিসপত্র কিনেছেন ৷ আর কৌটা গুলো দেখতে অনেক সুন্দর ৷,
জ্বি ভাইয়া একই জিনিস শহরের বাজারে কিনতে গেলে অনেকটা দাম নেই যেগুলো আমি গ্রামে খুব কম দামে পেয়ে যায় এবং একই জিনিসই হয়। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
জি আপু গ্রামের এদিকে মাথায় করে কিংবা ভ্যান গাড়িতে করে এ ধরনের সুন্দর কৌটা বা অন্যান্য জিনিস বিক্রি করা হয়। আমিও এরকম সুন্দর কৌটা অনেকদিন আগেই কিনেছিলাম। এখানে বিভিন্ন মসলা রাখলে দেখতে এবং রান্নার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভেচ্ছা রইল।
আমারও যখন সংসারের কোন প্লাস্টিকে জিনিসের প্রয়োজন পড়ে তখন আমি আমার মাকে বলে রাখি কিংবা আমি যখন গ্রামের বাড়িতে যাই তখন সেখান থেকে সংগ্রহ করি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু আমার বেডরুম থেকে রান্নাঘর বেশি সাজানো এবং গোছানো। ঠিক বলেছেন রান্নাঘর যদি অগোছালো থাকে তাহলে রান্নায় মন বসে না। আমি সবসময় চেষ্টা করি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার জন্য ।ঠিক বলেছেন আপু আপনার রান্নাঘরের মনে হচ্ছে চেহারাটাই বদলে গেছে। এমন নতুন নতুন জিনিস কেনাকাটা করলে সত্যি খুব ভালো লাগে, ইচ্ছে করে সারাদিন তাকিয়ে থাকি।
আমি মনে করি রান্নাঘর যদি দেখতে সুন্দর লাগে তাহলে রান্নাতেও মন বসবে। আর রান্নাতে মন বসলে রান্নাটা খেতেও বেশ ভালো হবে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
মেয়েদের মনে হয় সবচেয়ে পছন্দের জায়গা রান্নাঘর। আর এই রান্নাঘর এলোমেলো থাকলে তো ভালো লাগার কথাই না। আমারও মাঝেমধ্যেই রান্নাঘরের জন্য বিভিন্ন জিনিসপত্র কেনা হয়। আপনি প্লাস্টিকের একই রকম কৌটা কিনে ভালো করেছেন এর ফলে দেখতে ভালো লাগছে। তাছাড়া গ্রামের দিকে এরকম ভ্যানে করে বা মাথায় করে প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে আসে। সেগুলো দেখে অনেক কিছু একসঙ্গে কেনা হয়ে যায়। বেশ ভালো লাগছে আপনার নতুন জিনিস গুলো দিয়ে সাজানো রান্নাঘর।
আমারও রান্না ঘরে জিনিসপত্র পুরনো হয়ে গেলে ভালো লাগে না দেখতে। এজন্য আমিও মাঝেমধ্যে রান্নাঘরের জিনিসগুলো বদলানোর চেষ্টা করি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
মেয়েদের বেশিরভাগ সময় রান্না ঘরেই কেটে যায়,তাই রান্না ঘর পরিপাটি থাকলে মন ভালো থাকে আর কাজ করেও আনন্দ পাওয়া যায়। রান্না ঘরের জিনিসপত্র কিছুদিন পরেই তেলচিটে হয়ে যায় তাই কয়েকবার ধোয়ার পরে রং কেমন ফ্যাকাশে হয়ে যায় তখন দেখতে একদম ভালো লাগেনা। নতুন কৌটা কিনে ভালোই করেছেন এতে করে রান্না ঘরের সৌন্দর্য অনেক বেড়ে গেছে। আমিও বেশ কয়কটা এরকম কৌটা কিনেছি দেখতে বেশ ভালোই লাগে। সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাবি।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাবি সুন্দর মন্তব্য করার জন্য। ঠিকই বলেছেন রান্নাঘরে জিনিসগুলো কেমন তেলচিটে হয়ে যায় আর ধোয়ার পর অনেকটা রং বদলে যায় আর দেখতে ভালো লাগে না। আপনিও আমার মত কৌটা কিনেছেন শুনে বেশ ভালো লাগলো।