দীর্ঘদিন পর কাইয়াগন্জে।
স্কুল জীবনের কথা, তখন প্রায়ই কাইয়াগঞ্জে যেতাম। যেহেতু শহরে খেলার মাঠ খুব একটা বেশি ছিল না, তাই শহর থেকে কিছুটা অদূরে কাইয়াগঞ্জ স্কুল মাঠ আমাদের ক্রিকেট খেলার স্থান ছিল।
তাছাড়া ওখানকার ছেলেদের সঙ্গে একপ্রকার সখ্যতা তৈরি হয়ে গিয়েছিল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে। ভ্যানে করে যেতাম, সবাই একদম হৈ-হুল্লোড় করে। যদিও ওখানকার ছেলেরা ওদের মাঠে বেশ শক্তিশালী প্রতিপক্ষ ছিল, তারপরেও কিছু ম্যাচ আমরা জিতেছিলাম।
ভিডিও লিংক
অতঃপর লম্বা বিরতি, এবার বেশ দীর্ঘ অনেকটা বছর পরে আবারো সেই কাইয়াগঞ্জে গিয়েছিলাম। তবে এবার আর ক্রিকেট খেলা কে কেন্দ্র করে নয়। বরং পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলাম। চারিপাশটা বেশ পরিবর্তন হয়েছে, যেহেতু নদী সংলগ্ন এলাকা তাই খুবই সাম্প্রতিক সময়ে সেখানে ব্রিজ নির্মাণের কাজ চলছে।
এই যে ব্রিজ নির্মাণ হচ্ছে, এটা নিয়ে যদি সর্ব পরিসরে চিন্তা করা যায় তাহলে এক কথায় বলবো এটা সবদিক থেকে ভালো হচ্ছে এবং ওই এলাকার ব্যাপক উন্নয়ন হবে। তবে এটাও চিরন্তন সত্য খেলার মাঠটা অনেক ছোট হয়ে গিয়েছে, হয়তো পুরোপুরি ব্রিজ নির্মাণ হলে মাঠটা হয়তো আরও ছোট হয়ে আসবে।
পুরনো স্মৃতিগুলো যেন মুহূর্তেই বারবার চোখের সামনে ভাসছিল, যাদের সঙ্গে ক্রিকেট খেলতে আসতাম তাদের কথাও মনে পড়ছিল। আজ আর তেমন কারো সঙ্গে কোন যোগাযোগ নেই, পথের অনেক দূরত্ব তৈরি হয়ে গিয়েছে।
জীবন হয়তো এটাই, চলার পথে বারে বারে পুরনো স্মৃতিগুলো মাঝে মাঝে মনে পড়ে যাবে। সেদিন পড়ন্ত বেলায় পরিবার নিয়ে ঘুরতে এসে, নবনির্মিত ব্রিজের উপরে মোটামুটি ভালো সময় কাটিয়েছি। তবে পুরনো দিনের জন্য কিছুটা হলেও আফসোস হচ্ছিল।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.