আমাদের বৈশাখ
ভীষণ গরমে জীবন একদম অতিষ্ঠ অবস্থা, শুনলাম বর্ষবরণ উপলক্ষে উপজেলা চত্বরে মেলা বসেছে। তাই বিকেল বেলার দিকে , পুরো পরিবার নিয়ে চলে গিয়েছিলাম উপজেলা চত্বরে ।
এ মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। কুঠিবাড়ির উন্মুক্ত মাঠে বসেছে নববর্ষের মেলা । মাঠের একপাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল আর অন্যপাশে বসেছে হরেক রকমের দোকান।
ভিডিও লিংক
সকালবেলা বর্ষবরণের জন্য আনন্দ র্যালি হয়েছিল। সকল শ্রেণি পেশার লোক সেখানে উপস্থিত ছিলেন, সবার সাজসজ্জায় ছিল বাঙালির প্রতিচ্ছবি। তারপর পুরো শহর ঘুরে এসে আবারও এই মাঠে সবাই একত্রিত হয়েছিলেন। সঙ্গে খাবারের ব্যবস্থা ছিল পান্তা ভাত, আলু ভর্তা কাঁচা মরিচ আর ইলিশ মাছ ভাজা।
সকালটা সবার এভাবেই কেটেছিল, তারপর বললাম ওই যে মাঠের এক প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে চলেছিল সারাদিনব্যাপী বিভিন্ন লোকজ অনুষ্ঠান।
পুরো মাঠ জুড়ে ছিল প্রচুর লোকসমাগমের ভিড়, অবশেষে আমরাও পৌঁছে গিয়েছিলাম পড়ন্ত বেলার দিকে মেলার মাঠে। সবকিছু যেন বর্ণিল সাজে সেজেছিল ।
বাবু বেশ খুশি হয়েছিল, ওকে নিয়ে চেষ্টা করেছিলাম আমরা প্রতিটি স্টলে ঘুরে বেড়ানোর জন্য, নাগরদোলা দেখিয়েছে ওকে, ও দিন দিন ভীষণ কৌতূহলী হচ্ছে, অনেক কিছুই জানার জন্য প্রশ্ন করে, চেষ্টা করি নিজের জায়গা থেকে উত্তর দেওয়ার জন্য।
এই যে পড়ন্ত বেলায় মেলার মাঠে এসে, কিছুটা সময় আমরা নিজেদের মতো করে কাটিয়েছি, দিনশেষে এটাই আমাদের পরিবারের বৈশাখের মুহূর্ত।
আমাদের পক্ষ থেকে সবার জন্য বৈশাখের শুভেচ্ছা রইল, অতীত ভুলে নতুন করে সামনের দিকে জীবনে এগিয়ে যান, এই প্রত্যাশা ব্যক্ত করছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা হয়েছে। বৈশাখী মেলায় ঘুরতে যেতে সত্যি অনেক ভালো লাগে। ভাইয়া আপনি পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন দেখে ভালো লাগলো। সবাইকে অনেক সুন্দর লাগছে।
ধন্যবাদ আপু, এটা সত্য মেলায় গিয়ে আমাদের সময়টা বেশ ভালই কেটেছিল।