সুন্দর চাঁদের দৃশ্য

in #moon28 days ago

শুভেচ্ছা প্রিয় বন্ধুরা,


কেমন আছেন সবাই? আমি আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং আপনি দিনটি উপভোগ করছেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য, সম্পদ এবং আগামীর একটি সমৃদ্ধ সময় কামনা করছি। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের আরেকটি ব্লগ শেয়ার করতে এসেছি এবং আমি আশা করি আপনারা সবাই আমার জীবনের আরও একটি দিন পড়ার ও জানার জন্য সময় পাবেন এবং এটি পড়া এবং ভোট দেওয়ার জন্য উপযুক্ত বলে মনে করবেন।

3992.jpg

3995.jpg

3998.jpg

3993.jpg

আপনারা একটি অর্ধচাপ দেখতে পাচ্ছেন এটি আমি আমার ক্যামেরা দিয়ে তুলেছিলাম। আমার মোবাইল ফোন ক্যামেরা দিয়ে বিশ্বাস করে আমি এটি টেলি ফটো লেন্স ব্যবহার করছিলাম। এবং আমার ক্যামেরাটি মোবাইলেরই এবং এটি অনেক দামি মোবাইল যার কারণে এত সুন্দর ভাবে এই চাঁদের দৃশ্যটা ক্যাপচারকরতে পেরেছি।

আপনাদের কাছে এই দৃশ্যটা কেমন লেগেছে এবং আপনাদের কাছে এই চারটি কেমন লেগেছে। আমি এরকম ফটো তোলার চেষ্টা করি কেননা এই ফটোগুলো তোলা অনেক কষ্টসাধ্য। এটি তোলার জন্য হাতকে খুবই স্থির রাখতে হয় কেননা স্ত্রী থাকা অবস্থায় ফটোগুলো তোলা সম্ভব না হলে এগুলো তোলা যাবে না।

ধন্যবাদ আপনাকে

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.