চাঁদনি রাতের গল্প

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • চাঁদনি রাতের গল্প
  • ১১,জুলাই ,২০২৫
  • শুক্রবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।চাঁদ আমার বরাবরই অনেক প্রিয়। আকাশে চাঁদ দেখলেই মনটা ভালো হয়ে যায়। সুযোগ পেলেই ছাদে উঠে যাই চাঁদ দেখার জন্য। সাদা মেঘের ফাঁক গলে উঁকি দেয়া সেই চাঁদ যেন মন ছুঁয়ে যায়।


1000023213.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

গত কয়েকদিন বৃষ্টির কারণে আকাশ ঢেকে ছিল। তাই চাঁদের দেখা মিলছিল না। তবে গতকাল আর আজকের রাতের চাঁদটা ছিল অসাধারণ। ছাদে উঠে অনেকক্ষণ বসে ছিলাম। বন্ধু আর পরিবার মিলে জমজমাট আড্ডা হচ্ছিল।বিকালে বৃষ্টি হলেও রাতে বৃষ্টি হয়নি। তবে আকাশ ছিল মেঘলা। হঠাৎ হঠাৎ মেঘ এসে চাঁদকে লুকিয়ে দিচ্ছিল। আবার মেঘ কেটে গেলে সেই উজ্জ্বল আলো চারপাশ আলোকিত করছিল। এমন মুহূর্তে আমাদের আড্ডা আরও আনন্দময় হয়ে উঠছিল।


1000023212.jpg

1000023218.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

আমাদের ছাদ থেকে বেশ দূর পর্যন্ত দেখা যায়। চারপাশে পানি আর পানি। এই পানির মাঝে দাঁড়িয়ে চাঁদ দেখা এক অন্যরকম অনুভূতি। তুরাগ নদীর প্লাবিত পানি চারদিকে বিস্তৃত। রাতের অন্ধকারে পানির উপর চাঁদের আলো পড়ে এক রূপকথার মতো পরিবেশ তৈরি হচ্ছিল।মাঝে মাঝে হালকা বাতাস বইছিল। সেই বাতাস গায়ে লাগছিল শান্তির মতো। চারদিক নিস্তব্ধ, শুধু আমাদের হাসি আর গল্পের শব্দ। সেই রাতের আড্ডা আর চাঁদ দেখা সব মিলিয়ে এক অপূর্ব স্মৃতি হয়ে থাকবে মনে।


1000023216.jpg

1000023256.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

চাঁদ দেখতে দেখতেই মনটা অনেক হালকা লাগছিল। পৃথিবীর সব দুঃশ্চিন্তা যেন ভুলে গিয়েছিলাম। শুধু চাঁদের আলো আর মনের প্রশান্তি। এমন মুহূর্ত বারবার ফিরে পেতে ইচ্ছে করে।
জীবনের অনেক ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে এভাবে একটু ছাদে উঠে চাঁদ দেখা দরকার। এতে মন শান্ত থাকে আত্মা খুশি থাকে। প্রকৃতির এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়তো জীবনের আসল সুখ।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি এবং একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif