// পিচ্চি আঙ্কেলের সাথে কাটানো সকাল // ১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন ও সুস্থ আছেন আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সব সদস্য গন। আমিও আল্লাহ রহমতে ভালো আছি।

received_2208089932548688-01.jpeg


Device : realme 2 pro
What's 3 Word Location: https://w3w.co/rumpled.steeply.seriously
///rumpled.steeply.seriously

আজ আমি আপনাদের মাঝে আমার ছোট্ট একটা আঙ্কেল কে নিয়ে কথা বলবো।
আমার এই আঙ্কেলর নাম ইশতিয়াক। একটু একটু দুষ্টু আছে কিন্তু অনেক ভালো ছেলে। ওর মনে অনেক দয়া মায়া ওর বাড়িতে কোন ভিক্ষুক আসলে ও কখনো তাকে খালি হাতে ফেরত দেয় না।

received_118549492393835-01.jpeg


Device : realme 2 pro
What's 3 Word Location: https://w3w.co/rumpled.steeply.seriously
///rumpled.steeply.seriously

আজ হটাৎ আমার দরজায় ঠকঠক শব্দ। তখন সকাল ৮ বেজে ১৫ মিনিট। আমি ভাবলাম সকাল সকাল আবার কে আসলো। দরজা খুলতেই দেখি আমার পিচ্চি কাকুটা হাসি মাখা মুখে দারিয়ে আছে। আমি তাকে বললাম কি অবস্থা কাকু তুমি এতো সকালে। সে রেগেমেগে উত্তর দিলো তুমি এত দেরি করে ঘুম থেকে ওঠো কেন । এই বলে আমার হাতটা ধরে টানতে শুরু করলো।আমি বললাম আমাকে কোথায় নিয়ে যাও কাকু। সে বললো পুকুর পারে। আমি বললাম কেন ওই খানে কি এই সময়। সে বললো তাকে নাকি ছবি তুলে দিতে হবে। আমি তো তখন হাসতে হাসতে শেষ। সে তো আমার উপর রেগেমেগে আগুন। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। তুমি দারাও তোমাকে আমি ছবি তুলে দিচ্ছি।
আমার এই ছোট্ট কাকু টা এতো পরিমাণ প্রশ্ন করতে পারে । যে ওর সাথে থাকবে তার মাথা ঘুরতে থাকবে । যেমনঃ- কাকু এইটা হলো কেন, তুমি কাল কোথায় গেছিলা, কেন গেছিলা, আমাকে সাথে কেন নিয়ে গেলে না কেন আরো যে কতো প্রশ্ন বলে শেষ করতে পারবো না।

MVIMG_20210912_150135.jpg


Device : vivo y50
What's 3 Word Location: https://w3w.co/rumpled.steeply.seriously
///rumpled.steeply.seriously

ইশতিয়াক একটা ছোট বোন আছে ওর না মাহা সব সময় চুপচাপ থাকে। মাঝে মাঝে আন্তে করে কাকু কেমন আছো। আমাদের বাড়িতে আসো না কেন, তোমার ফোনটা দাও। আরো অনেক কিছু বলে।

ইশতিয়াক মাঝে মধ্যে আমার আম্মু কেও নাম ধরে ডাকে, এমন ভাবে নাম ধরে ডাকে মনে হয় আমার আম্মুর বড় ভাই ছোট বোনকে নাম ধরে ডাকছে।
ওর জন্য সকাল টা আমার বেশ ভালোই লাগছিল।
ওর নিস্পাপ হাসি মাখা মুখ আর আনকমন সব প্রশ্ন।

received_340903553355050-01.jpeg


Device : realme 2 pro
What's 3 Word Location: https://w3w.co/rumpled.steeply.seriously
///rumpled.steeply.seriously

ওর জন্য সবাই দোয়া করবেন। ও যেনো মানুষের মত মানুষ হতে পারে। বাবা মাকে সব সময় যেনো ভালো রাখে। বাবা মায়ের সকল স্বপ্ন যেনো পূরণ করতে পারে।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।


Sort:  

আমার তো মনে হচ্ছে খুব শীগ্রই আপনার আঙ্কেল কোন মডেল হিসেবে ডাক পাবে।এফিসি তাকেই খুঁজছে।😎

অনেক সুন্দর সময় কাটিয়েছেন আপনি।আপনার ভাতিজার ফ্যাশন টা খুব ভালো লাগছে😍

শুভ কামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

ধন্যবাদ ভাই

 4 years ago 

ছেলেটি অনেক কিউট।ছোটরা একটু দুষ্টু প্রকৃতির হয়।আপনার গল্পটি পড়ে ভালো লাগলো।

 4 years ago 

ধন্যবাদ