আজকের সুন্দর সকাল।।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামুয়ালাইকুম


আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে আজকের সকালটি শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

IMG_20210718_111546.jpg

আজকের সকালের আবহাওয়া অন্য দিনের থেকে একটু ভিন্ন। যেখানে প্রতিদিন সকালে জানালা দিয়ে রোদের আলো ঘুম ভাঙায় দেয় সেখানে আজ এক অন্য ধরনের শীতল বাতাস। সেই শীতল বাতাসেই আজকের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখি ৭ঃ৩০ বাজে। বাইরে আকাশ মেঘলা, ঘন শীতল বাতাস যেন মন জুড়ায় নিচ্ছে। আজকের আবহাওয়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্য্যকে আরও অনেক বৃদ্ধি করেছে। যাইহোক, সকালে উঠে ব্রাশ করে ফ্রেশ হলাম৷ তারপর সকালের নাস্তা চা মুরি খেলাম। এই শীতল পরিবেশে চা যেন এক অমৃত। নাস্তা করে বসলাম ৯ টার খবর দেখতে। খবরে করোনা ভাইরাস এর খবর দেখতেই মনটা কেন জানি খারাপ হয়ে গেলো। কিন্তু এর পরেই, ঈদ এর খবর যেন মনে একটু প্রশান্তি দিয়ে গেলো। আমরা জানি, ঈদ মানেই আনন্দ। কিন্তু করোনা ভাইরাসের মধ্যে ঈদগুলো যেন কেমন হয়ে উঠেছে।

IMG_20210718_111558.jpg

খবর দেখতে দেখতে হটাৎ বন্ধুদের ফোন আসে। বাসা থেকে বের হইতে বলে। তো আমি বাসা থেকে বের হলাম তাদের সাথে দেখা করার উদ্দেশ্য। তারপর আমরা দেখা করলাম। ওরা ৩ জন ছিলো রিয়াদ, সৌরভ এবং তীর্থ। তাদের বললাম কিরে সকাল সকাল ডাকলি কেন, কি এমন দরকার? তারপর তারা বললো অনিক ভাই ডেকেছে। অনিক ভাই হলো আমাদের পাড়ার একজন বড় ভাই। এর মধ্যে সেখানে অনিক ভাই হাজির। ভাইকে বললাম, ভাই ডেকেছেন আপনি? ভাই বললো হুম তোদের ডেকেছি। আসলে অনিক ভাইয়ের কিছুদিন আগেই বিয়ে হয়েছে। করোনা ভাইরাস এর কারণে অনুষ্ঠান করতে পারেনি। তাই আমরা যারা ভাইয়ের ক্লোস ছোট ভাই তাদের ট্রিট দেওয়ার জন্য ডেকেছে। ভাই আমাদের ৪ জনকে নিয়ে বিরিয়ানি হাউজে যায়। সেখানে আমরা মোরগ পোলাও খাই। মোরগ পোলাও এর স্বাদটি যেন জিভে এখনো রয়ে গিয়েছে। মোরগ পোলাও খাওয়া শেষে সবাই বোরহান খাই। আমার ব্যক্তিগত বোরহান খুব পছন্দের। খাওয়া দাওয়া শেষ করে সবাই ভাইকে ধন্যবাদ দিলাম এত সুন্দর একটা ট্রিট দেয়ার জন্যে। তারপর সবাই সবার বাসায় চলে যাই।

IMG_20210718_105220.jpg

IMG_20210718_105249.jpg

আমার কাছে আজকের সকালটি অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তাই বাসায় এসে সাথে সাথে এটি লিখেছি। আশা করছি, আপনাদের ও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ, আমার পোস্টি এত মনোযোগ সহকারে পড়ার জন্য।

Sort:  

আপনার বন্ধুদের সাথে কাটানো সকালটা খুব ভালো ছিল। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 4 years ago 

ধন্যবাদ