সাফল্যের কোনো শর্ট কাট নেই!

in আমার বাংলা ব্লগ3 days ago

11-07-2025

২৭ আষাঢ় , ১৪৩২ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


make-the-day-great-4166221_1280.jpg

copyright free image from pixabay

কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। ভালো ও সুস্থ্য থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমিও ভালো থাকার চেষ্টা করছি প্রতিনিয়ত! তো আপনি যখন কোনো একটা কাজ শুরু করেন বা করতে চান তখন কি সেটার ফলের জন্য অপেক্ষা করেন না? অবশ্যই অপেক্ষা করেন। কখন রেজাল্ট আসবে কখন আমি দেখতে পাবো। এই যে ধরেন, আজকে বাংলাদেশে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দেয়া হলো! অনেকেই পরীক্ষা দেয়ার পরই অপেক্ষা করতে থাকে কখন রেজাল্ট পাবলিশ হবে? কখন রেজাল্ট দেখতে পাবে। আবার একদল আছে রেজাল্টের দিন ওয়েট করে! খাওয়াদাওয়া বন্ধ করে দেয়! রেজাল্ট না দেখে খাওয়াদাওয়া করবে না! সবগুলোর মূলে রেজাল্ট! আমরা কোনো একটা কাজ যখন তাড়াতাড়ি করে ফেলি তখন সেটার রেজাল্টের জন্য বসে থাকি!

আসলে দুনিয়াতে কোনো কাজই আপনি তাড়াতাড়ি করে তার সঠিক ফল পাবেন না! তার জন্য আপনাকে ধৈর্যধারণ করতে হবে। রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। আপনি কাজ করেই ফলের আশা করতে পারেন না। এটা এক প্রকার বোকামি বলা যেতে পারে। বুদ্ধিমানেরা কখনো কাজ করতে গিয়ে তাড়াহুড়ো করে না। তারা ছোট ছোট স্টেপ নিয়ে সামনে এগিয়ে যায়। তার চিন্তাভাবনা থাকে লং টার্ম সাফল্যের। কারণ সে জানে কোনো কাজ কোনো কাজে সহজে সাফল্য আসে না। আর যেটা আসে সেটার রেশ বেশিদিন থাকে না।

ধরুন, আপনি একজন ছাত্র! আপনার সামনে ফাইনাল পরীক্ষা। আপনি পরীক্ষার দুদিন আগে পড়াশোনা শুরু করেছেন। এখন বলেন তো আপনি কি পাশ করতে পারবেন? পাশ করা মোটেও সম্ভব না যদি না আপনি পরীক্ষায় অসাধুপায় অবলম্বন না করেন। এমন অনেক ছাত্রই আছে যারা কি না মনে করে পরীক্ষার আগের রাতে ভালো করে পড়লেই সে পাশ করে ফেলতে পারবে। কিন্তু সেটা আদতে কি সম্ভব। আর সেটা যদি সম্ভবও হয় তাহলে কি তার পাশ করার পরে যে সার্টিফিকেট পাবে সেটা কি কাজে লাগবে আসলে! আসলে শর্টকাট ওয়েতে সাফল্যের কোনো ভেল্যু নেই! আপনার কাছে মনে হতেই পারে আপনি সফল হয়েছেন কিন্তু সেটা বাস্তব জীবনে কতটুকুই কাজে লাগাতে পারলেন সেটা হচ্ছে দেখার বিষয়!

আবার ধরেন একজন ব্যবসায়ী। সে এক সপ্তাহ হলো একটা ব্যবসা দাড়ঁ করিয়েছে। এখন সে এক সপ্তাহের মধ্যেই ব্যবসাটাকে পরিপূর্ণভাবে দাড়ঁ করাতে পারবে? আসলে মোটেও সম্ভব না! আগে ব্যবসা বুঝতে হবে, মার্কেট এনালাইসিস করতে হবে, কাস্টমার বাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি। এখন এগুলো তো একদিনে সম্ভব না। যারা ব্যবসা করে সফল হয়েছে তাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে তারা কতটা ধৈর্যের সাথে লেগেছিল। একটা ব্যবসাকে দাড়ঁ করানো মোটেও সহজ কাজ নয়। ছোট থেকে ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়াতে হবে।

জীবনে আসলে সাকসেস হতে হলে ধৈর্যধারণ করতে হবে। মনে রাখতে হবে রোম শহরটাও কিন্তু একদিনে হয়নি! লং টার্ম টার্গেট নিয়ে সামনে আগাতে হবে। তবে যাত্রটা কঠিন হলেও বিজয়ী আপনিই হবেন। তো আজ এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 3 days ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

সফলতা অর্জন করতে হলে পরিশ্রমী হতে হবে। পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসে না। আসলে শর্টকাট উপায়ে কখনো সফলতা আসে না। ভাই আপনার লেখাগুলো পড়ে ভালো লাগলো।

 2 days ago 

আসলেই ভাই, শর্টকাটে কোনো সফলতা অর্জন করা যায় না