(π)পাই এর জীবন || লাইফ অফ পাই || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
০৪ই- এপ্রিল, সোমবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।অনেকদিন হচ্ছে বলিউডের কোন মুভি দেখছি না,ইচ্ছে ছিল বলিউডের কোন শিক্ষনীয় মুভি দেখি। তারপর এই মুভিটার কথা মনে হল এর থাম্বেল অনেক দেখেছিলাম আমি কিন্তু মুভিটি দেখা হয়নি তারপর মুভিটি দেখার শুরু করলাম আজকে এই মুভিটি রিভিউ করব আপনাদের কাছে আশা করি ভালো লাগবে।

থাম্বেল এর ছবিটা হয়ত অনেকেই দেখেছেন অনেক আগে বেশ ভাইরাল হয়েছিল এই মুভিটি, কিন্তু আমার মুভিটি দেখা হয়নি। রোমান্টিক যুদ্ধ ভৌতিক এগুলো ছাড়াও ন্যাচারাল ভাবে ইন্টারেস্টিং কিছু মুভি তৈরি করা হয়েছে তার মধ্যে এটি একটি।
আমরা সচরাচর যে মুভিগুলো দেখি তাকে প্রথমে যখন মুভির নাম এবং বিভিন্ন জনের নাম আসে এগুলো আমরা দেখতে বিরক্ত হয়ে যায়, এই মুভির একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বিরক্ত হবেন না। এত সুন্দর গ্রাফিক্স এবং চমৎকারভাবে প্রাকৃতিক দৃশ্য গুলো তুলে ধরা হয়েছে।
একটি পরিবার চিড়িয়াখানার মালিক ছিল এবং তারা বিদেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য সেখানে চলে যাচ্ছিলাম, রাস্তায় তাদের জাহাজ ডুবে যায় এতে করে জাহাজের সকল মানুষ মারা যায় এবং যত পশুপাখি ছিল সব গুলো মারা যায় শুধু বেঁচে থাকে একজন , সে কিভাবে সমুদ্র থেকে মানব সভ্যতায় ফিরে আসলো এই নিয়েই ছিল আজকের এই মুভিটি।
মুভি সম্পর্কে কিছু তথ্যঃ-
- মুভির নাম :লাইফ অফ পাই
- পরিচালক : অ্যাং লি
- চিত্রনাট্য : ডেভিড ম্যাজি
- মুক্তি : সেপ্টেম্বর ২৮. ২০১২
অভিনয়ে
- সুরজ শর্মা (ইন্ডিয়ান)
- ইরফান খান (ইন্ডিয়ান)
- রাফে স্পাল
- টাবু (ইন্ডিয়ান)
- আদিল হোসেন (ইন্ডিয়ান)
- জেরার্ড দেপার্দিউ
এখানে বেশিরভাগ অভিনয় করেছেন ইন্ডিয়ান অভিনেতা এবং অভিনেত্রী। মুভিটি ইংলিশে হলেও বুঝতে খুব সহজ হবে কারণ ইন্ডিয়ান এক্স্যন্সসে তারা বেশিরভাগ সময় কথা বলেছে, এতে করে সহজে আমরা তাদের ভাষাটাকে বুঝতে পারি।
মুভি রিভিউ করার পূর্বে আমি বলব এতে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখানো হয়েছে যা আপনাকে মন তো ভালো করবেই আপনি মুগ্ধ হয়ে দেখবেন। এ কথাটা কোন সন্দেহ নেই তাহলে শুরু করা যাক কিছু স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে।
![]() | ![]() |
---|---|
![]() | ![]() |
![]() | ![]() |
রিভিউ শুরুতেই এতগুলো স্ক্রিনশট দেয়ার কারণ হলো প্রকৃতি কতটা সুন্দর তা খুব কাছ থেকে বোঝানো হয়েছে এবং প্রকৃতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটি ও এখানে কাছ থেকে দেখানো হয়েছে। যখন মুভি দেখা শুরু করবেন অবশ্যই এই অংশগুলো আপনার বেশি মন কেড়ে নেবে, তাহলে চলুন শুরু করা যাক।
মুভির প্রথম অংশে আমরা দেখতে পাই একটি ছেলে তাকে স্কুলের সবাই তার নাম নিয়ে ক্ষ্যাপা তো, সে এক সময় পাই এর মান ব্ল্যাকবোর্ডের লেখে পুরো স্কুলে ফেমাস হয়ে যায়। অর্থাৎ আমাদের যে মুভি হিরো ছিল সে খুব ইন্টেলিজেন্ট। সে ছোটবেলা থেকে পড়াশোনা খুবই ভালো এবং একজন চঞ্চল ছেলে ছিল, সে তার দুরন্তপনার জন্য পরিবারের অন্যান্য সদস্যরা ও তাকে নিয়ে মজা করত।
মুভির যে ঘটনা এগুলো আমাদের মুভির যে নায়ক সে অন্য একজনকে গল্প বলে শোনাও, অর্থাৎ মুভিটি অতীতে ঘটে যাওয়া ঘটনাকে কল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। আমরা তাহলে অতীতের ঘটে যাওয়া সেই ঘটনার কল্পনার জগতে চলে যাব।
শুরু থেকে আমরা দেখতে পাই ছেলেটির দুরন্তপনা এবং অতি সাহস, চিড়িয়াখানায় বন্দী থাকা বাঘকে নিজের হাতে খাওয়ানোর জন্য ডাকছে। এদিকে বাঘ তাকে আক্রমণ করতে পারে তার হাত খেয়ে ফেলতে পারে সে দিকে তার কোন খেয়াল নেই।
তার বাবা এরকম দুরন্ত পোনা এবং সাহস দেখে খুবই বিরক্ত, সে তার ছেলেকে বোঝানোর জন্য বাঘের খাঁচায় একটি ছাগল কে ছেড়ে দেয়। তাকে এটা বুঝায় বাঘ কোনদিন বন্ধু হতে পারেনা। হিংস্র প্রাণী সুযোগ পেলে কি করতে পারে সেটি তাকে পুরো পরিবারের সামনে দেখিয়ে দিল তার বাবা।
হঠাৎ করেই তাদের পরিবার নিজের দেশ ছেড়ে বিদেশে যাওয়ার পরিকল্পনা করে চিড়িয়াখানার সকল প্রাণী সহ, তাদের নিজের দেশ ছেড়ে যাওয়াটা বেশ কষ্টকর হবে কারণ এখানে তাদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সবাই রয়েছে। কিন্তু তবুও নায়কের বাবা যেতে চাচ্ছে ব্যবসার কারণে বিদেশে তাদের এই ব্যবসা আরো ভালো চলবে।
এদিকে তার মন কোনভাবেই মানছে না সে তার নিজের দেশ ছেড়ে বিদেশে যেতে চায়না, কারণ এখানে তাঁর অনেক বন্ধুবান্ধব রয়েছে এবং তার অনেক স্মৃতি রয়ে গেছে। তবুও পরিবারের কারণে বাধ্য হয়ে সে সব কিছু ছেড়ে পরিবারের সাথে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত হলো।
তাদের চিড়িয়াখানায় যত ধরনের প্রাণী ছিল সব গুলোকে তারা জাহাজে করে বিদেশে যাওয়ার জন্য যাত্রা শুরু করে, রাস্তায় পশুপাখি যেন সুস্থ না হয়ে যায় সেজন্য তাদের খাবারের সাথে কিছু ওষুধ মিশিয়ে দেয়া হচ্ছে যেন তারা বেশি সময় পর্যন্ত ট্রাভেল করার ক্ষমতা রাখে।
আমরা এখানে কিছুটা টাইটানিকের মত দৃশ্য দেখতে পাই হঠাৎ করে জাহাজটি ডুবে যায়, ঝড় বৃষ্টির সময় নায়ক বাহিরে বের হয়েছিল সেজন্য সে বেঁচে যায়। ওই সময় যারা ঘুমিয়ে ছিল সে সকল মানুষ এবং খাঁচায় বন্দী থাকা পশুপাখি গুলো মারা যায়, কিছু সংখ্যক পশুপাখি বেঁচে যায়।
এক নিমিষেই এত শান্ত সৃষ্ট একটি মুভি বেদনায় পরিণত হয়ে যায়, কয়েক মুহূর্তের মধ্যেই অনেকগুলো মানুষ মারা যায় এবং অনেকগুলো পশু পাখি পানিতে ডুবে জীবন হারায় ঘটনাগুলো বেদনাদায়ক। ভাগ্যক্রমে নায়ক বাহিরে বের হয়েছিল সেজন্য সে বেচে গেছে।
ভাগ্যক্রমে তাদের নৌকাটি এখনও সমুদ্রে ভেসে বেড়াচ্ছে কিন্তু এখানে সবথেকে রোমাঞ্চকর বিষয় হচ্ছে নৌকার মধ্যে ছেলেটি ছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি প্রাণী তাদের মধ্যে একটি হলো জেব্রা বানর হায়না এবং বাঘ। এখন নায়ক আরো বেশি বিপদে পড়ে গেল কারণ এদের সাথে লড়াই করা মুশকিল, এই প্রাণীগুলোর মধ্যে দুইটি প্রাণী হিংস্র তাই নিজেকে বাঁচানো অনেক মুশকিল হয়ে যাচ্ছে এখানে।
ছেলেটি তার বুদ্ধিমত্তা দিয়ে বেশ কয়েকটি লাইফ জ্যাকেট একত্রে করে আরেকটি ভাসমান বস্তুর তৈরি করে, এতে করে বাঘের থেকে সে কিছুটা দূরত্ব বজায় রাখতে পারে। নৌকায় থাকা কিছু খাবার টাকে বেঁচে থাকতে সাহায্য করে এবং নৌকার মধ্যে বেঁচে থাকার জন্য বেশ কয়েকটি বই এবং নৌকার অবকাঠামো পায় এতে করে সে আস্তে আস্তে বাঁচতে শেখায়। বইগুলো পড় সে বুঝতে পারে সমুদ্র একজন মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে।
বেঁচে থাকার জন্য যত ধরনের কৌশল শিখেছিল সে সবকিছু প্র্যাকটিক্যালে বাস্তবায়ন করছে, তবে বাঘের কারণে সে নৌকায় উঠতে পারছেনা সে লাইভ বোর্ড তৈরি করে পানিতে ভাসছে, সে এখন চেষ্টা করছে বাঘের সাথে কিভাবে বন্ধুত্ব করা যায় কিংবা একসাথে কিভাবে থাকা যায়। সে আস্তে আস্তে বাঘের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে এবং কিছুটা হলেও সে বাঘকে পোষ মানাতে পারছে।
এবার দেখা যায় অনেক ধরনের সুন্দর সুন্দর দৃশ্য সমুদ্রে যেগুলো ঘটে থাকে এভাবে তারা ভাসতে ভাসতে একটি চমৎকার দ্বীপে চলে আসে এবং সেই দ্বীপে তারা একদিনের জন্য থাকে, দ্বীপে আসার পরেই সে গাছের শিকর লতাপাতা খাওয়া শুরু করে কারণ তার প্রচুর খিদে পেয়েছিল এখানে থেকে এসে বিশুদ্ধ পানি এবং কিছু খাবার পেল।
এই দ্বীপে শুধু লতাপাতায় নেই সাথে রয়েছে এই প্রাণীগুলো এজন্য বেঁচে থাকা সেই বাঘের খাবারের জোগার হয়ে গেল, বাঘ বেশ কয়েকটি প্রাণী মেরে তার নিজের ক্ষুধা নিবারণ করল এখানে তারা বিশ্রাম নিতে পারল এবং অনেক খাবার পেল কিন্তু তারা এখানে থাকতে চায় না তারা মুক্তি চায় সেজন্য তারা আবার সমুদ্র যাত্রা শুরু করে।
এভাবে ভাসতে ভাসতে একটা সময় তারা একটি দ্বীপের সন্ধান পায়, সেই দ্বীপে আসার পরেই বাঘ তার জঙ্গলে চলে যায়। এবং বেশ কিছু সময় পর অনেকগুলো মানুষ আসে এবং ছেলেটি কে উদ্ধার করে নিয়ে যায় এবং তাকে চিকিৎসা করে। এবং তার কাছ থেকে পুরো ঘটনা গুলো জানার জন্য ইচ্ছুক থাকে এবং সে তার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলোকে তাদের সামনে বর্ণনা করে। এভাবেই এই মুভির সমাপ্তি ঘটে।
মুভি ট্রেইলার
রেটিং
প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই মুভিটি দেখার মাধ্যমে, কিছু রোমাঞ্চকর দৃশ্য আছে বেশ দারুন লাগবে আপনার সময়টুকু দারুন কাটবে। প্রতিকূল পরিবেশ কিভাবে বেঁচে থাকা যায় সে সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা দেয়া আছে যা আমাদের জন্য শিক্ষনীয় বিষয়।
শিক্ষণীয় অনেক কিছু রয়েছে এই মুভির মধ্যে যা এই মুভির মূল শক্তি। সময় থাকলে অবশ্যই মুভিটি দেখতে পারেন ভালো লাগবে আশা করি সবার মন ভাল করার মত একটি মুভি এটি।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

এই মুভিটা আমি দেখিছি।খুবই ভালো লেগেছে।মজার মুভি।ধন্যবাদ আপনাকে।
আমার কাছে বেশ ভাল মনে হয়েছে রেটিং দেখেই বুঝতে পারছেন খুব ইনজয় করেছি মুভিটি আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আসলে সুন্দর সিনেমাটোগ্রফি এর চেয়ে এই মুভির স্টোরি প্লট আর বেস্ট অ্যাক্ট এর জন্যে বেশি সমাদৃত।আর ইরফান এই মুভির মাধ্যমে নিজের জার চিনিয়েছেন,কিন্তু বেচারা জিবদশায় সেই সম্মান টুকুও পেলো না।আর এই মুভি টা নিঃসন্দেহে মাস্টারপিস,আর এখন পর্যন্ত যে কতবার দেখেছি আমার এই ঠিক মনে নেই।যাইহোক সুন্দর একটি টিভি এর জন্যে ধন্যবাদ।🖤
আমার কাছে বেশ ভাল মনে হয়েছে রেটিং দেখেই বুঝতে পারছেন খুব ইনজয় করেছি মুভিটি আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
পুরো সিনেমাটা এখনো দেখা হয়নি। তবে অল্প অল্প করে বেশ খানিকটা দেখেছি। সিনেমাটা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল সেসময় সিনেমার কাহিনির কারণে। আপনি বিশদভাবে পুরো সিনেমার বর্ণনা দিয়েছেন। আপনার রিভিউ পড়ে সিনেমাটা দেখার ইচ্ছা আরো প্রবল হলো। ধন্যবাদ আপনাকে।
এত চমৎকার একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, মুভিটা ভালো লাগবে ফ্রি হলে দেখার চেষ্টা করবেন আপনার সময় অপচয় হবে না ইনজয় করতে পারবেন।
অ্যাডভেঞ্চার মুভি গুলো আমার অনেক পছন্দের। এই মুভিটি আমি দেখেছি। স্ক্রিন থেকে চোখ সরানো যায় না এরকম একটি মুভি। আপনি খুব সুন্দর ও সাবলীল ভাবে মুভিটির রিভিউ উপস্থাপন করেছেন। শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।
আপনি ঠিক বলেছেন এই মুভিটা যখনই আমি দেখেছি স্ক্রিন থেকে আমার চোখটা একটু সরে নি এ কারণে গ্রাফিক্সের গল্পের কাহিনী, সকলের অভিনয় বেশ চমৎকার লেগেছে আমার কাছে এত দারুন একটি মন্তব্য করার কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ব্যক্তিগতভাবে আমি মুভি তেমন একটা দেখিনা তবে সিয়াম কে দেখি মাঝে মাঝে এরকম মুভি দেখে তবে আপনার বর্ণনাটি অনেক সুন্দর ছিল
এই মুভিটা দেখতে পারেন কারণ এর ভাষা খুবই সহজ যা আমরা বুঝতে পারবো, এই ঘটনাটা আমাদের সকলের সাথে রিলেটেড তাই আমরা মনোযোগ সহকারে ব্যাপারটি ইনজয় করতে পারব আরে গ্রাফিক্স বেশ ভালো আপনি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেনা। তাই সময় হলে মুভিটি দেখার চেষ্টা করবেন।
যদিও এই মুভিটি আমি অনেক আগে দেখেছি। তবে আপনার মুভি রিভিউ দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে সবকিছুর বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার উপস্থাপনা অনেক ভালো ছিল ভাই। আর সবচেয়ে ভালো লাগলো যে আপনি আপনার নিজের মতামত শেষে প্রকাশ করেছেন। এরকম সুন্দর একটি মুভি রিভিউ আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আমি প্রথম এবং শেষের দিকে নিজের কিছু মতামত দেয়ার চেষ্টা করি, কারণ কারো যদি সময় কম থাকে সে যেন উপরে এবং লাস্টে পড়ে পুরো পোস্টের সারাংশ বুঝতে পারে, আপনি মুভিটি আগে দেখেছেন তবুও আমার পোস্ট আপনার কাছে ভালো লেগেছে এতেই আমি অনেক খুশি আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
মুভিটা আমার অনেক ভালো লাগে। খাদ্যের অভাব যে কি এই মুভিতে দেখা যায়। পুরো মুভিতে বোরিং কোনো ফিল নেই। আমার কাছে খুবই ভালো লেগেছে এই অসাধারণ মুভিটা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই। এই অসাধারণ মুভির রিভিউ দেওয়ার জন্য।
সত্যি ভাই ছবিটা দেখলে যদি বুঝতে পারে এর মেইন কাহিনী তাহলে কেউ বোর হবে না এবং এর কাহিনী গুলো বেশ চমৎকার ছিল আপনি মুভিটি দেখেছেন আপনি বুঝতে পেরেছেন আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
ছবিটি দেখিনি তবে আপনার রিভিউ দেখে দেখা ইচ্ছে জাগল মনে, সময় হলে বসে যাবো পুরো কাহীনি দেখার জন্য। শুভকামনা , সুন্দর ছিল রিভিউ
মুভিটি দেখতে পারেন কারণ মুভিটিতে শেখার অনেক কিছু রয়েছে আশা করি আপনার সময়টা বৃথা যাবেনা কোন কিছু শিখতে পারবেন।