আমার কলেজ ক্যাম্পাস। "কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট". ১ লা জুলাই ২০২১.
আসসালামু আলাইকুম।
সবাইকে স্বাগতম।
আমি @emon42. বাংলাদেশ থেকে।
আশাকরি সবাই ভালো আছেন। সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে আমার কলেজ ক্যাম্পাস নিয়ে আলোচনা করব। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি।
কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটা খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার প্রাণকেন্দ্র অবস্থিত। কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের ক্যাম্পাস খুবই সুন্দর এবং পরিষ্কার। এবং কুষ্টিয়া জেলার মধ্যে এটাকে সবচেয়ে সুন্দর ক্যাম্পাসও বলা হয়ে থাকে। এখানে ৬ টি টেকনোলজিতে প্রায় ৫ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের বতর্মান অধ্যক্ষের নাম মোশারফ হোসেন।
এটা হলো কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের একাডেমিক ভবন এবং মীর মোশারফ হোসেন ছাএাবাস। একাডেমিক ভবন ৩ তলা বিশিষ্ট। এর দ্বিতীয় এবং তৃতীয় তলায় যথাক্রমে ৫ টি করে ক্লাসরুম আছে। এবং নিচতলায় দুটি ল্যাব রয়েছে। এই একাডেমিক ভবনটি ১৯৬৪ সালে স্থাপিত। এবং কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে ২ টি ছাএাবাস এবং ১ টি ছাএীবাস রয়েছে। ছাএাবাস দুটি হলো মীর মোশারফ হোসেন ছাএাবাস এবং লালন শাহ ছাএাবাস। এই ছাএাবাস দুটি ১৯৮৮ সালে নির্মিত। মীর মোশারফ হোসেন এবং লালন শাহ ছাএাবাসে যএাক্রমে ১০০ টি করে মোট ২০০ টি আসন রয়েছে। এখানে ইন্সটিটিউটের কিছুসংখ্যক ছাএ থাকে। এবং রয়েছে তাপসী রাবেয়া ছাএী নিবাস। এই ছাএীনিবাসের আসন সংখ্যা ১০০ টি।
এটা হলো কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের মধ্যে অবস্থিত পুকুর। এটা আমাদের ক্যাম্পাসের মধ্যে অবস্থিত। এই পুকুরটি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের কেন্দ্রীয় মসজিদ এর পাশে অবস্থিত। কুষ্টিয়া পলিটেকনিকের ছাএাবাসে থাকা ছাএরা এখানে গোসল করে থাকে। এই পুকুরটি খুবই সুন্দর। এবং এই পুকুরে মাছ চাষও করা হয়ে থাকে।
এটা হলো কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের মধ্যকার দুটি প্রধান রাস্তা। এই রাস্তা দিয়েই কলেজ ক্যাম্পাসে আগমণ করতে হয়। এবং এই দুটি রাস্তা দিয়ে সমস্ত ক্যাম্পাস ঘুরে দেখা যায়। এই রাস্তা দুটি খুবই সুন্দর এবং পরিষ্কার।
এটা হলো কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের খেলার মাঠ। এটি একটি পূর্ণাঙ্গ ফুটবল মাঠের সমান। এই মাঠে উক্ত কলেজের শিক্ষার্থীরা খেলাধুলা করে। এই মাঠে ক্রিকেট ফুটবল এবং অন্যান্য খেলা হয়ে থাকে। এছাড়াও কলেজের বিভিন্ন অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়ে থাকে।
এই ছবিগুলি আমার এবং আমার বন্ধুদের। এই ছবিগুলি আমি আমার কলেজ ক্যাম্পাস থেকে তুলেছি। এবং এই ছবিগুলো কলেজ চলাকালীন সময়ে তোলা হয়েছে। এখানে আমি আমার কম্পিউটার ল্যাবের কিছু ছবি তুলে ধরেছি। কম্পিউটার ল্যাবে আমি এবং আমার বন্ধুরা খুবই আনন্দের সাথে সময়গুলো উপভোগ করতাম। এবং এখানে বাকি ছবিগুলি শীতকালে তোলা হয়েছে। করোনা ভাইরাসের জন্য কলেজ বন্ধ থাকলেও আমরা মাঝে মাঝেই কলেজ ক্যাম্পাসে যায়। কারণ আমরা কলেজ ক্যাম্পাসকে খুব মিস করি। এবং আমরা অনেক বন্ধু প্রায়ই কলেজ ক্যাম্পাসে একএিত হয়। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে অন্য কোন বিষয়ে।
প্রথমে একটা পরিচিতিমুলক পোস্ট করুন।
ও তাই। আচ্ছা।
সুন্দর ছবি তুলেছেন এবং ভাল লিখেছেন। তবে আপনার পরিচিতিমূলক পোস্ট আগে দরকার আমাদের কমিউনিটিতে ধন্যবাদ।
ও। এখানেও আলাদাভাবে পরিচিতি পোস্ট দেওয়া লাগবে।