আমার করা কিছু ফটোগ্রাফি ||
হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার করা কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।
আমি বেশ কিছুদিন আগে ঢাকা থেকে নীলফামারী আসি কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য তাই এই কয়েকদিন অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটে এর জন্য আমি কিছুদিন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে পারিনি। এই ফটোগ্রাফিটি আমি আমার বাসার ছাদ থেকে ক্যামেরা বন্দি করেছিলাম। পড়ন্ত বিকেলে আমি আমার বাসার ছাদে বসে সময় পার করছিলাম তখনই আমার চোখে পড়ে পড়ন্ত সূর্য। পড়ন্ত সূর্য ক্যাপচার করতে আমার বেশ ভালো লাগে।
আমার বাসার ছাদ থেকে একটি ভিউ এটা। বাসার ছাদ থেকে এইদিকের ভিউটি আমার অনেক ভালো লাগে। আমি যখন বিকেলে বাসার ছাদে বসে আড্ডা দিচ্ছিলাম তখন বাসার এইদিকের ভিউটি দেখে আমি এটি ক্যামেরাবন্দী করে নিই। দূরে যেই মসজিদটি আপনারা দেখতে পারছেন সেটি হলো বাজার মসজিদ। এই মসজিদেই ছোট থেকে নামাজ পড়তাম এবং নীলফামারী জেলার সৌন্দর্য বৃদ্ধি করে এই মসজিদ।
গাছের পাতার সাথে সূর্যের হালকা কিরণ এর দৃশ্য ক্যাপচার করে রাখতেই এই ফটোগ্রাফিটি আমি ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। এই ফটোগ্রাফিটিও আমি আমার বাসার ছাদ থেকে করেছিলাম। আসলে বিভিন্ন জিনিসের ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগে। পড়ন্ত বিকেলে সূর্যের কিরণ আমার অনেক বেশি ভালো লাগে। পড়ন্ত বিকেলে সূর্যের কিরণ একটি গাছের পাতায় পরছে এই দৃশ্যটি আমি ক্যাপচার করে রাখার জন্যই এই ফটোগ্রাফিটি করেছি।
এটি আমাদের সবার অতি পরিচিত মাছ ইলিশ মাছ। ইলিশ মাছ আমার অনেক প্রিয়। ইলিশ মাছ পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। আমি বেশ কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম ইলিশ মাছ কিনতে। এবং বাজার থেকে ইলিশ মাছ কিনে আনার সময় ইলিশ মাছের এই ফটোগ্রাফি ক্যামেরা বন্দি করে নিয়েছি। আশা করি আপনাদের ভাল লেগেছে।
শীতকালীন সবজি আমাদের সকলেরই খুব ভালো লাগে। অনেকের তো শীতকাল পছন্দই শীতকালীন সবজির জন্য। শীতকালে আমার পছন্দের সবজি হলো ফুলকপি। আমি জানি আমার মত আপনাদেরও অনেকের পছন্দের সবজি ফুলকপি। আমি যখন বাজারে যাই শীতকালীন সবজি বাজার করার জন্য তখন আমি শীতকালীন এই সবজিগুলো একটি ফটোগ্রাফি করে নেই । আপনাদের পছন্দের শীতকালে সবজি কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এই ফটোগ্রাফিতে আমি নীলফামারী বড় মাঠ থেকে করেছিলাম। সামনে আমরা যেটা দেখতে পারছি সেটিকে আমরা ছোটবেলা থেকে পানি ট্যাংকি বলে চিনে আসছি। এর পাশেই আমার স্কুল নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়। নীলফামারী বড় মাঠে আমি ও আমার বন্ধুরা মিলে যখন আড্ডা দিচ্ছিলাম তখন এই ফটোগ্রাফিতে আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
🌼ধন্যবাদ🌼
বিষয়: ফোটোগ্রাফি 📸
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
ওয়াও আপনি আজকে দারুণ দারুণ কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। এইরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে।ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বিভিন্ন রকমের ফটোগ্রাফি দিয়ে আজকের ফটোগ্রাফি পোস্ট সাজিয়ে তুলেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। বিশেষ করে সূর্যাস্তের ফটোগ্রাফিতে বেশি ভালো লেগেছে।।
চমৎকার কিছু ফটোগ্রাফিতে আজ ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। চমৎকার কিছু বর্ননা ছিল যা আরও বেশী ভালো লেগেছে। শীতের সব রকমের সবজি খেতেই ভালো লাগে।তবে শিম আর ফুলকপি সবজি একটু বেশী ভালো লাগে।
সুন্দর সুন্দর কয়েকটি ফটোগ্রাফি নিয়ে আজকের অ্যালবামটি সাজিয়েছেন। ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আপনার বাসার ছাদ থেকে ক্যাপচার করা সূর্যাস্ত যাওয়ার ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। প্রত্যেকটি সুন্দর ফটোগ্রাফি সহ গোছানো বর্ণনা নজর কারলো।ফটোগ্রাফি পোস্টটি পড়ে অনেক ভালো লেগেছে।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। দেখতে পেয়ে ভালো লাগলো। ফটোগ্রাফির সাথে বর্ণনা অনেক সুন্দর ভাবে দিয়েছেন।
অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রকৃতির ফটোগ্রাফি গুলো আসলেই অনেক সুন্দর হয় এছাড়াও আপনার ধারণ করা সবজির ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ফটোগ্রাফি করতে আমিও পছন্দ করি ।যেটা আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে থাকি ।আপনি আজকে ভিন্ন ভিন্ন কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। সবজির দোকানের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।
বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার এই ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এত চমৎকার ফটোগ্রাফি পোস্ট দেখে ভালো লাগলো আমার। একই সাথে অনেকগুলো সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছেন। দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
এত সুন্দর দেখতে ফটোগ্রাফি করলেন এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে আপনি আলাদা কিছু সৌন্দর্য তুলে ধরেছেন। সবগুলো ফটোগ্রাফির মধ্যে আলাদা কিছু সৌন্দর্য রয়েছে। আপনি প্রতিনিয়ত ফটোগ্রাফি করার চেষ্টা করছেন দেখে ভালো লাগলো। এরকম ফটোগ্রাফি সব সময় দেখার অপেক্ষায় থাকলাম।