নামাজ
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন।
দোয়া করি সবাই ভালো থাকবেন।ইনশাআল্লাহ।
আজকে বলমো আমরা যারা নিয়মিত নামাজ আদায় করি না। সারাদিন গুরে বেড়ায়। আচ্ছা আমরা কোনো কোনোদিন চিন্তা করে দেখছি যে এসব করে আমাদের কোনো লাভ হই কি না । যদি চিন্তা করতাম তাহলে আমরা কোনোদিন নামাজ ছাড়তাম না। নামাজ হচ্ছে বেহস্তের চাবি, আর সেই চাবি যদি না থাকে তাহলে আমরা কি আল্লাহর বেহেস্তে প্রবেশ করতে পারবো।
যেমনঃচাবি ছাড়া তালা খুলতে পারি না। তেমন নামাজ ছাড়া বেহেস্তে যেতে পারবো না।