নাটক রিভিউ: চিটার এন্ড জেন্টেলম্যান নাটকের ৩৬ তম পর্ব
★বিসমিল্লাহির রহমানির রহিম★
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে চিটার এন্ড জেন্টেলম্যান নাটক রিভিউ শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
---|
আচ্ছা প্রথমে নাটকটি রিভিউ করার পূর্বে নাটকের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। নাটকের প্রধান ক্যারেক্টার---
- নায়ক: আখম হাসান
- নায়িকা: সালমা খানম নাদিয়া
ড্রামা | চিটার এন্ড জেন্টেলম্যান |
---|---|
রচনা ও পরিচালনা | সঞ্জিত সরকার |
অভিনয়ে | আখম হাসান, আরফান আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর,রিমি করিম, নাবিলা তুষ্টি, কুসুম,আরো অনেকেই। |
সম্পাদনা | শেখ মোঃ বুরহান উদ্দিন |
প্রযোজক | আব্দুল কুদ্দুস মিয়া |
ব্যবস্থাপনা | জয় বিশ্বাস |
গ্ৰাফিক্স | নাকিবুর রহমান টিটু |
সহকারী পরিচালক | শরিফুল কবির মানিক |
ভাষা | বাংলা |
দৈর্ঘ্য | ২১ মিনিট ৩০ সেকেন্ড |
দেশ | বাংলাদেশ |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী:
![]() |
---|
৩৬ নম্বর পর্বে একটা বড় ঘটনার কারণে খেলাটা কেমন যেন উল্টো হয়ে যায় — পরিকল্পনাগুলো, গোপন তথ্য, চরিত্রদের সিদ্ধান্ত — সবকিছুর মধ্যে উত্তেজনা থাকে।কথোপকথন থেকে আমরা দেখতে পাই যে চরিত্রগুলোর অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক চাপ রয়েছে। কথাগুলো শুধু পরিস্থিতি চালিয়ে নেয় না, বরং চরিত্রদের অনুভূতির গভীরে প্রবেশ করে।এই পর্বে নাটক কখনো স্লো হওয়া থেকে বিরত থাকে।
![]() |
---|
চাপ নিয়ন্ত্রণ করার জন্য সময়সূচি ভালভাবে ব্যবহার করা হয়েছে — দৃশ্যগুলো একটা উত্তেজনায় পৌঁছায়, তারপর একটু শান্ত হয়, এবং আবার উত্তেজনায় যায়।পিহু (নায়িকা) নিজের দাবি ও মর্যাদা প্রতিষ্ঠা করার চেষ্টা ভয়ের, সন্দেহ ও দ্বিধার মিশ্র অনুভূতি এই পর্বে সে সিদ্ধান্তগুলোর সামনে দাড়ায় — তার নির্ভরতা ও চাহিদার লড়াই স্পষ্ট হয়।
![]() |
---|
খান পরিবারের সদস্যগণ ঘন গ্রুপ ডায়নামিক ও প্রভাবের লড়াই সন্দেহ, প্রতারণা, সঙ্কুচিত বিশ্বাস বিশেষ করে পরিবার ও সমাজের চাপে তারা কিভাবে প্রতিক্রিয়া দেখায়, সেটি নাটকে প্রতিফলিত হয় অতি পরিচিত চরিত্র প্ররোচক বা সমস্যা সৃষ্টি করে গোপন তথ্য, মিথ্যা পরিকল্পনা তাদের উপস্থিতি নাটকের উত্তেজনা বাড়ায়, এবং চরিত্রগুলোর মাঝে দ্বন্দ্ব উদ্রেক করে।পরিবার, শাসন, সামাজিক প্রত্যাশা এসব থিম নাটকে প্রাধান্য পায়।
![]() |
---|
কীভাবে পরিবারে গঠন ও ভাঙন হয়, তা প্রতিফলিত হয়।প্রত্যেকে কখনো নিজের সত্যিকারের পরিচয় লুকিয়ে রাখে মাঝে মাঝেই তারা ভাঙন হয়, মুখোশ খুলে যায়।চরিত্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব তারা কি করবে, কেন করবে সেটিই নাটককে মাত্রা দেয়।পর্ব জুড়ে উত্তেজনা বজায় রাখার চেষ্টা সফল হয়েছে।চরিত্রেরা শুধুই ছাঁচা নয় — তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ভয়, আশা স্পষ্ট।সংলাপ প্রাসঙ্গিক এবং পাঠক/দর্শকের সঙ্গে যোগাযোগ স্থাপন করে।
![]() |
---|
শুধু ব্যক্তিগত নয়, সামাজিক প্রতিচ্ছবি রয়েছে বিশ্বাস, সৎ-মিথ্যার লড়াই, পারিবারিক চাপে মানুষ কেমন বাঁচে।এই পর্বটি দেখে সবচেয়ে বেশি মিনতি হয় যে, নাটক একটি ‘মাঝে জীবনের লড়াই’ তুলে ধরে — মানুষ কতটা ভুল সিদ্ধান্ত নিতে পারে, বিশ্বাস কতটা দ্রুত ভেঙে যেতে পারে, এবং কীভাবে মানুষ তার সিদ্ধান্তগুলো দিয়ে নিজেকে বিপাকে ফেলে। দর্শকের মন কম্পিত হয় “আমি যদি ওই চরিত্রের জায়গায় থাকতাম, কী করতাম?” ষ এই প্রশ্ন ঘোরে।ফিরে ফিরে দেখা যায়, নাটকের সেরা মুহূর্তগুলো হচ্ছে সেই গম্ভীর নীরবতা, চোখের দিকে তাকিয়ে থাকা মুহূর্ত, যেখানে কথা না বলা কথাতেই বেশি অর্থ বহন করে।
![]() |
---|
![]() |
---|
আমার ব্যক্তিগত মতামত:
আর টিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দর একটা ধারাবাহিক নাটক উপহার দেওয়ার জন্য।নাটকটা দেখে অনেক ভালো লেগেছে আমার। তাই তো আপনাদের মাঝে রিভিউ করতে চলে আসলাম। আপনারা যারা এই নাটকটি দেখেন নি তাদেরকে এই নাটকটি দেখার অনুরোধ রইল। আপনারা সময় করে এই নাটকটি দেখে নিয়েন। যেহেতু এই নাটকে আখম হাসান আছেন , আশা করছি আপনাদের ও এই নাটকটি বেশ ভালো লাগবে। এবার যদি রেটিং এর কথায় আসি তাহলে আমি এটিকে ১০/০৮ দিব।
বি:দ্র: উপরের সব কটি ফটোগ্ৰাফি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং নাটকের লিংক টিও ইউটিউব থেকে কপি লিংক করা হয়েছে।
🔗নাটকের লিংক🔗:
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
Comment Link:👇
https://x.com/Moto5g638776/status/1978526308054274136?t=zpnZZmQMxIgCwiGcnZ9CDg&s=19