আমি বেকার নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগ2 days ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

আমি বেকার নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


hq720.avif
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামআমি বেকার
পরিচালকআদিফ হাসান
অভিনয়তামিম খন্দকার, ইফফাত আরা তিথি সহ আরো অনেকে
ভাষাবাংলা
মুক্তির তারিখ১৭ নভেম্বর ২০২৪

Screenshot_20250728_194058_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250728_194111_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250728_194117_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

প্রথমে নাটকটি শুরু হয় এবং এখানে নায়ককে দেখানো হয়৷ সে পরিবারের ছোট সন্তান ছিল ৷ সে এখনো পর্যন্ত কোনো ধরনের চাকরি-বাকরি করত না৷ যার ফলে সে বেকার এবং তাকে পরিবারের সবাই বাঁকা চোখে দেখা শুরু করে৷ কারণ সে তার বড় ভাইয়ের টাকা দিয়ে এখনো চলে। তার বাবাও এখন কোন কাজ না করার কারণে তিনিও এখন তাকে টাকা দিতে পারে না৷ তিনিও তাকে অনেক ধরনের কথা বলেন৷ সে কেন চাকরি করেন করে না৷ কেন সে এখনো পর্যন্ত শুধুমাত্র তাদের টাকা দিয়েই চলছে৷ এরকম অনেক ধরনের কথা তাকে বলে৷ তবে সে কোনভাবেই সে কথাগুলো থেকে কষ্ট পায় না৷ সে নিজে থেকেও চেষ্টা করে সে তার পড়াশোনা চালানোর জন্য এখন টাকা চায়৷ তবে কোন ভাবেই সে টাকা পায় না৷ এর পরবর্তীতে সে তার প্রিয় মানুষ অর্থাৎ নায়িকার সাথে দেখা করে৷ প্রিয় মানুষ তাকে একই কথাই বলে৷ কারণ এতদিন যাবত তাদের সম্পর্ক, এখনও পর্যন্ত তারা কোনভাবেই তাদের ভালোবাসার কথা তাদের পরিবারকে জানাতে পারেনি শুধুমাত্র তার বেকারত্বের কারণে৷

Screenshot_20250728_194127_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250728_194135_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250728_194149_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর একদিন যখন নায়িকা তার বাবার সাথে নায়কের পরিচয় করিয়ে দেয় তখন সেদিন নায়িকার বাবা তাকে অনেক বেশি অপমান করতে থাকে৷ কারণ বেকার ছেলে তিনি কোনভাবে সহ্য করতে পারেন না৷ এর পরবর্তীতে নায়ক তার বাসায় আসে এবং বাসায় খাওয়ার সময় তাকে সবাই অনেক বেশি অপমান করতে থাকে৷ তবে তার মা কোন ভাবেই সে বিষয়টি সহ্য করতে পারে না৷ তিনি অনেক কান্নাকাটি করতে থাকেন৷ তবে তাদের এই অপমান আর সহ্য করতে না পারে না বাসা থেকে বের হয়ে চলে যায়৷ তার বন্ধুদের কাছে আশ্রয় নেয়৷ তবে কোনভাবে তার বন্ধুরাও তাকে রাখতে চায় না৷ বিভিন্ন অজুহাত দেখিয়ে তারাও তাকে বাসা থেকে বের করে দেয়৷ আবার নায়ক বাসায় ফিরে আসে৷ তখনও তাকে অনেক অপমান করা হয়৷

Screenshot_20250728_194159_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250728_194208_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250728_194255_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর নায়ক বাসা থেকে একেবারের জন্য বার হয়ে যায়। সে বলে যার কখনো এখানে আসবে না৷ সে যদি এখানে কখনো আসে তাহলে সে প্রতিষ্ঠিত হয়েই আসবে৷ তাই অনেক সময় ধরে সে আর এখানে ফিরে আসে না৷ সে এখান থেকে চলে যায়৷ সে যখন বাসা থেকে চলে গিয়েছিল তখন নায়িকাকেও সে তার নিজের কাছে রাখতে পারেনি৷ নায়িকাও তাকে ছেড়ে চলে গিয়েছিল৷ সে একেবারে ভালোভাবে তার পড়াশোনার দিকে মনোযোগী হয়ে যায়৷ সে এতটাই বেশি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছিল যে সে অনেক ভালো একটি পর্যায়ে পৌঁছে গিয়েছিল৷ সে যখন আবার বাসায় ফিরে আসে তখন সবাই তাকে অনেক বেশি সম্মান করতে থাকে৷ অনেক ধরনের কথাই তাকে বলতে থাকে৷ তারপর সে সবার অতীতের কথা গুলো মনে করিয়ে দেয়৷ বলে যে তার অপমানের কথা সে এখনো পর্যন্ত মনে রেখেছে৷ তারপরও সে তাদেরকে ক্ষমা করে দিয়েছে৷ সবাই সবকিছু ভুলে গিয়ে নায়ক এবং নায়িকার সম্পর্ক জোড়া লাগিয়ে দেয় এবং এভাবেই নাটকটি শেষ হয়ে যায়।

আমার ব্যক্তিগত মতামত।

খুবই সুন্দর একটি নাটক এটি৷ নাটকের মধ্যে যেভাবে এত চমৎকার একটি বিষয়কে শেয়ার করা হয়েছে তা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে৷ প্রথমে যখন নাটকটি শুরু হয় নায়কের এই বেকারত্বের কারণে সবাই তাকে সবসময় অপমান করতে থাকে৷ এই অপমান ধীরে ধীরে অনেক বেশি বৃদ্ধি পেয়ে যেতে থাকে৷ নায়ক এই অপমান আর সহ্য করতে না পেরে সে কি করবে কিছুই বুঝতে পারছিল না৷ কোনভাবেই আর সে অপমান সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে পড়ে। সে একটা সময় পর প্রতিষ্ঠিত হয়ে যায়৷ এই বিষয়গুলো আমরা আমাদের বাস্তবিক জীবনেও দেখতে পাই৷ কিছু কিছু মানুষ থাকে যারা সবসময় অনেক বেশি অপমানের শিকার হয়ে থাকে শুধুমাত্র তাদের এই বেকারত্বের কারণে৷ তবে একটা সময় পর যখন তারা এই বেকারত্ব থেকে বেরিয়ে এসে তাদের আসল ক্যারিয়ার গড়ে তুলে তখনই তাদেরকে সবাই সম্মান করে এবং তাদের আসল গুরুত্ব সবাই বুঝতে পারে।

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৭/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সমাপ্ত

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণনাটক রিভিউ ।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Wow, @nevlu123, this is a fantastic review of "Ami বেকার"! The way you've broken down the plot points and highlighted the emotional journey of the protagonist is really engaging. The screenshots are perfectly chosen to illustrate key moments.

It's so true how societal pressure and family expectations can weigh heavily on individuals, especially when it comes to employment. Your review really brings that to light. I appreciate your personal insights and the rating you gave.

Thanks for sharing the YouTube link too! I'm sure many will be interested in watching the drama after reading your excellent review. Keep up the great work! Which drama will you review next? I'm following you so I don't miss your next post.

 2 days ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।আপনি যে নাটকটির রিভিউ শেয়ার করছেন নাটকটি আমার এখনো দেখা হয়নি।তবে রিভিউ পড়ে খুব ভালো লাগলো।সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 days ago 

মাঝেমধ্যে নাটক দেখতে ভালই লাগে। কিন্তু সময়ের অভাবে অনেক সময় নাটক দেখা হয় না। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। যদি ওই নাটকটি দেখা হয়নি রিভিউ পড়ে বেশ ভালই লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।