নাটক রিভিউ: ধনী গরিবের লড়াই [পর্ব-৩৩ তম]❤️
আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার নতুন ব্লগে সকল ভাই ও বোনদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি।আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজ আমি ধনী গরিবের লড়াই নাটকের ৩৩ তম পর্ব নিয়ে কথা বলবো।এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নেয়েছি। আসলে ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। সবাই যেদিকে হাতে ঈগল টিম পুর ব্যতিক্রম ভাবে কাজ করছে।ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও শিক্ষানীয়। আশা করি আমার নাটক রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারনে আপনাদের মাঝে রিভিউ টা নিয়ে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক।
নাটকের প্রথমে দেখা যায় রতনকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। রতনকে যখন থানায় নিয়ে গিয়ে লকাপে ভরে তখন তার তার আব্বা ও সুরুজ দেখে অবাক হয়ে যায়। তখন রতনকে তারা প্রশ্ন করে তুই এখানে কেন কি হয়েছে। তখন রতন বলে আমি রিমার ননদকে ভালবাসি তাই তুলে এনেছিলাম বিয়ে করার জন্য। তাই রিমা ও তার স্বামী আমার নামে মামলা করেছে এজন্য পুলিশ আমাকে গ্রেফতার করেছে। এরপর মোড়ল সাহেব অনেক রেগে যায় এবং রতনের গায়ে হাত তুলতে যাই। এরপর একজন কনস্টেবল বলে এখানে মারামারি করা যাবে না মারামারি করলে শাস্তি দিতে বাধ্য হবো।তখন সুরুজ তার বড় আব্বাকে বাধা দেয়। এরপর তারা থেমে যায়।
এরপর দেখা যায় সুলতানা তার এক ভাইকে ও তার মা বড় ভাবিকে বলছে সুরুজকে পুলিশে ধরে নিয়ে গেছে। এরপর তার ভাবি বলে ওই ফকিন্নিরা আমাদের ভালোভাবে বাঁচতে দেবে না আমাদের জ্বালিয়ে শেষ করে দেবে। এরপর সুলতানার মা বলে ওই ফকিন্নির মেয়েকে কি দেখে যে তুলে এনেছিল। সুলতানার ভাই বলে এরকম করলে চলবে না ভাবতে হবে। এরপর সে সুলতানা কে প্রশ্ন করে ছোট আব্বা কোথায়। তখন সুলতানা বলে ছোট আব্বা হয়তো গ্রামের মধ্যে গেছে। তখন সুলতানার মা বলে তোর ছোট আব্বা সুযোগের সৎ ব্যবহার করছে সে মোড়ল হওয়ার চেষ্টা করছে কিন্তু আমাদের এভাবে ছেড়ে দিলে চলবে না। আমাদের শক্ত হতে হবে। কখন সুলতানার বড় ভাবি বলে এসব কাজে সবই ছোট মার কথা মতো করছে ছোট আব্বা।তখন সুলতানার মা বলে এটাতো জানছি ওই কালনাগিনী তো আমার সংসারে আগুন ধরেছে ফকিন্নীদের সাথে হাত করে। সুলতানা বলে এখন এইসব কথা বলার সময় না এখন আব্বা ও ভাইদের ছাড়ানো যায় সেই কথা চিন্তা করো।এরপর সুলতানার মা বলে আমি এক্ষুনি রিমার শ্বশুর বাড়ি যাবো।ওদের একদম শেষ করে ফেলবো সুলতানা বলে মা আমাদের এখন একদমই এ কাজ করা ঠিক হবে না তাহলে হয়তো ওরাও আমাদের নামে মামলা করবে। কিন্তু তার মা মোটেও ভয় পায় না এরপর সে বড় বৌমাকে নিয়ে রিমার শশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। এদিখে যায় ছোট মা ও ছোট আব্বা দাঁড়িয়ে কথা বলছে। রিমার ছোট আব্বা কথায় কথায় বলে রিমার ছোট মাকে বলে সুরুজের মা বেশি বাড় বেড়ো না বাড়লে কিন্তু যখন তখন ডিসিশন নিয়ে নেব। তখন সুরুজের মা বলে আপনার ডিসিশনে আমি ভয় পাইনা আপনার ডিসিশন দেখি কি করতে পারেন। এরপর সুরুজের মা আর কিছু হুমকি দিয়ে তারপর সেখান থেকে চলে যাই।
এরপর দেখা যায় মোড়ল বাড়ি থেকে মোড়লের বউ ও তার বড় বৌমা গেছে রিমার শ্বশুরবাড়িতে। রিমার মা তার শ্বশুর বাড়িতে গিয়ে অনেক চিলাপাল্লা করছে এরপর রিমা ও তার শাশুড়ি ঘর থেকে বের হয়ে আসে। এরপর তাদের চিল্লাপাল্লা দেখে রিমার শাশুড়ি বলে গলা নামিয়ে কথা বলেন না এটা আমার বাড়ি।এরপর মোড়লের বউ বলে আমার ছেলের নামে কেন মামলা করেছেন তখন রিমা বলে আমার ননদকে কেন কিডন্যাপ করে আটকে রেখেছিল। সেজন্য আমরা মামলা করেছি। এরপর সেখানে রিমার ননদ এসে হাজির হয়। এরপর ননদকে দেখে বলে এইতো এই মেয়ে তো এখানেই আছে এরপর রিমা বলে আমরা ওকে উদ্ধার করে নিয়ে এসেছি। তখন তার মা বলে তাহলে কেন আমার ছেলে রতনকে পুলিশ ধরে নিয়ে গেছে। একথা শুনে রিমার শাশুড়ি অনেক রেগে যায় এবং বলে বেশি কথা বললে আপনাদের নামে মামলা করব। এরপর রিমার মা রিমার গায়ে হাত তুলতে যায়। তখন তার শাশুড়ি পুলিশের কাছে ফোন দেয়ার কথা বলে তার ননদকে। এরপর তারা পুলিশের কাছে ফোন দেয়ার জন্য প্রিপারেশন নেই। এরপর মোড়লের বড় বৌমা তার শাশুড়িকে জোর করে বাড়ির দিকে নিয়ে যাই।
এরপর দেখা যায় রাস্তা দিয়ে সোহাগ আসছে এবং রাস্তার একধারে দাঁড়িয়ে এসে পুলিশ অফিসারের কাছে ফোন দেই কারণ তার বোনকে পেয়েছে এই খবরটা দেওয়ার জন্য। এরপর পুলিশ বলে আমরাও রতনকে গ্রেফতার করে এনেছি। কথা শুনে সোহাগ তো মহা খুশি। এরপর ঠিক তখনই লতিফ ও তার বন্ধু গিয়ে হাজির হয়। এরপর লতিপথ ও তার বন্ধু যখন জানতে পারে রতনকে গ্রেফতার করেছে তখন তারাও খুশি হয় এবং তারা বলে এইভাবেই মোড়ল বাইরে একে ধ্বংস করে দিব। ওরা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু আর না এবার আমাদের পালা। এরপর লতিফের বন্ধু বলে তোমরা দুজন গল্প করো আমি মিনার সাথে দেখা করে আসি। একথা শুনে লতিফ বলে যা মোড়ল বাড়ির কেউ তোকে দেখলে আটকে রেখে গণধোলাই দেবে। এরপর সে হাসতে হাসতে সেখান থেকে চলে যাই। এরপর লতিফ বলে ভাই এবার ভাবির বোনের সাথে আমার লাইনটা ক্লিয়ার করতে হবে। বিয়ে তো আমি ভাবির বোনকেই করব। এরপর সোহাগ বলে এসব কথা বাদ দে সময় হোক তারপরে দেখা যাবে আগে ওদেরকে শেষ করতে হবে। এরপর লতিফ বলে ভাই তুমি ঠিকই বলেছো।এরপর তারা সেখান থেকে চলে যায় বাড়ির উদ্দেশ্যে।
এরপর দেখা যায় মোড়ল বাড়ির সদস্যরা দাঁড়িয়ে আলোচনা করছে রিমার শশুরবাড়ির লোকজনকে নিয়ে। এরপর সবাই প্রশ্ন করে তার ছোট আব্বাকে কি ভাবলেন আব্বাকে, সুরুজ ভাই ও রতনকে কিভাবে ছাড়ানো যায়। এরপর তারা ছোট আব্বা বলে কাল তো কোর্ট আছে দেখি কতদূর কি করা যায়। এরপর নাটকটি আগামী পর্ব দেখিয়ে দেই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই পরবর্তী পর্ব আপনাদের মাঝে শেয়ার করব।
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | ধনী গরিবের লড়াই পর্ব ৩৩ তম |
পরিচালক | সুলাইমান। |
অভিনয়ে | ইফতি,জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, জাহাঙ্গীর কবির ও আরও অনেকেই। |
দৈর্ঘ | ২২ মিনিট ১২ সেকেন্ড |
মুক্তির সময় | ১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ |
এরপর নাটকটি শেষ হয়ে যায়.............
পোস্টের বিষয় | নাটক রিভিউ |
---|---|
পোস্টকারী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
https://x.com/TanhaT8250/status/1923691471871648212?t=gMJTCHD8tryBFSehJDkfpA&s=19
https://x.com/TanhaT8250/status/1923691707079721385?t=Nrg4HtMRjlmahpb8D7omlA&s=19
https://x.com/TanhaT8250/status/1923692390365450453?t=LnPwB82ne6DdKz4YQgFTjA&s=19
@tipu curate
Upvoted 👌 (Mana: 3/6) Get profit votes with @tipU :)
আজকে আপনি দেখতে দেখতে ধনী গরিবের লড়াই নাটকের ৩৩ তম পর্ব শেয়ার করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি লাইভ দেখতেছি। আপনার প্রতিটি নাটক রিভিউ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার এই নাটকটি পড়ে মনে হলো যে এই নাটকের কাহিনী অনেক সুন্দর। এতো সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থেকে উৎসাহিত দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনি আজকে আমার খুবই পছন্দের ষ নাটকের রিভিউ করেছেন। ঈগল টিমের সবাই সব সময় তাদের নাটকে অনেক সুন্দর অভিনয় করে থাকে। আপনি আজকে যে নাটকটার রিভিউ করেছেন, এই নাটকের কাহিনীটা দারুন ছিল। আমি তো ভাবছি সময় পেলে এই নাটকটা দেখব।
একদম ঠিক কথা বলেছেন আপু নাটকটা সত্যি অসাধারণ। নাটকটি আপনার অনেক পছন্দের জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর একটা নাটকের রিভিউ করেছেন আপনি। আসলে নাটকের রিভিউ পোস্ট দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। যে নাটকটি আমি দেখি নাই সে নাটক দেখার সুযোগ হয়। কারণ সব সময় আপনারা সুন্দর নাটক গুলোর রিভিউ করে থাকেন। চমৎকার একটি নাটকের রিভিউ করার জন্য ধন্যবাদ।
আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার নাটক রিভিউ পড়ে সত্যিই খুব ভালো লাগলো। এত বিস্তারিতভাবে এবং প্রাণবন্ত ভাষায় নাটকের গল্প তুলে ধরেছেন যে মনে হলো নাটকটি সরাসরি চোখের সামনে ফুটে উঠলো। ঈগল টিমের কাজের প্রশংসা এবং আপনার ব্যক্তিগত অনুভূতির মিশেলে রিভিউটি খুবই প্রাঞ্জল ও আকর্ষণীয় হয়েছে। আপনার এই ধরণের সুন্দর লেখাগুলো আমাদের সবাইকে নাটক এবং বাংলা সাহিত্য প্রতি আরও আকৃষ্ট করে। আগামীতেও আপনার রিভিউ পড়ার অপেক্ষায় থাকলাম। অসাধারণ কাজের জন্য অভিনন্দন ও ধন্যবাদ।
আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন।
আপনি দেখতে দেখতে ধনী গরীবের লড়াই নাটকটির ৩৩ তম পর্ব আমাদের মাঝে উপস্থাপন করছেন।ঈগল টিমের প্রতিটা নাটক আমার কাছে ভীষণ ভালো লাগে।যদিও এই নাটকটি দেখা হয়নি তবে তার কিছু পর্ব আমি দেখেছি যা আমার কাছে অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপু খুব সুন্দর ভাবে নাটকটির রিভিউ উপস্থাপন করার জন্য।
আপনার কাছে ঈগল টিমের প্রতিটি নাটক অনেক ভালো লাগে জেনে খুশি হলাম ভাই। ঈগল টিমের নাটকগুলো সামাজিক হয়ে থাকে।আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।