My favorite agricultural photography

in Nature & Agriculture9 days ago


InShot_20250928_174133357.jpg

আসসালামু আলাইকুম। প্রিয় কৃষি এবং প্রকৃতি প্রেমিক বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আমাদের সকলের প্রিয় @samhunnahar আপু আমাদের প্রিয় এই কমিউনিটিতে একটি ফটোগ্রাফি কনটেস্টের আয়োজন করেছেন। যার বিষয়বস্তু হচ্ছে, কৃষি বিষয়ক ছবি। আমি গ্রামে বড় হয়েছি। ঐতিহ্যগত কত ভাবে কৃষির সাথে আমাদের সম্পর্ক বেশ নিবিড়। ছবি তুলতে আমি অনেক ভালবাসি। সেই চিন্তা থেকেই আমি এই কনটেস্টে অংশ নিচ্ছি। তার আগে আমি আমন্ত্রণ জানাই @kibreay001, @mohinahmed এবং @narocky71 ভাইকে এই চমৎকার কনটেস্টে অংশ নেওয়ার জন্য।

InShot_20250928_173156759.jpg

এই ছবিটি একটি গম ক্ষেতের ছবি। যেখানে গম চাষ করা হয়েছে। গম বাংলাদেশের দ্বিতীয় প্রধান শর্করা জাতীয় খাবারের উৎস। পৃথিবীর বহু দেশে গম হচ্ছে প্রধান শর্করা জাতীয় খাবারের উৎস। বাংলাদেশের বহু স্থানে বাণিজ্যিক ভাবে গমের চাষ করা হয়। আমি যে ছবিটি তুলেছি, সেখানেও বাণিজ্যিক ভাবেই গম চাষ করা হয়েছে। যখন ছবিটি তুলেছিলাম, তখন চারা রোপন করার কয়েকদিন হয়েছিল।

InShot_20250928_173237191.jpg


InShot_20250928_173332088.jpg

এদুটো ছবি হচ্ছে সয়াবিন ক্ষেতের ছবি। বাংলাদেশের প্রধান ভোজ্য তেল হচ্ছে সয়াবিন। বাংলাদেশে সয়াবিন তেলের চাহিদা প্রচুর। যার জন্য আমাদের দেশে উৎপাদিত সয়াবিন সেই চাহিদা পুরোটুকু মেটাতে পারেনা। এজন্য আমাদের দেশ প্রচুর পরিমাণে সয়াবিন তেল আমদানি করে থাকে। আমাদের দেশে সয়াবিনের চাষ পুরোটা বলতে গেলে বাণিজ্যিক ভাবে চাষ করা হয়। কারণ, শস্য থেকে তেল উৎপাদন পদ্ধতি খুবই জটিল। তাই কৃষকরা সেই চেষ্টা করেই না।

InShot_20250928_173351160.jpg

আমার শেষ ছবিটি হচ্ছে একটি পানের বরজের ছবি। বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অন্যতম উপকরণ হচ্ছে পান। শতাব্দী প্রাচীনকাল থেকেই, মেহমান আসলে বৈঠকখানায় পানের উপস্থিতি ছিল অপরিহার্য। সেই ধারা আজও বহমান রয়েছে। প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে শহরের আড্ডাখানায়ও রয়েছে পানের স্বতঃস্ফূর্ত বিচরণ। যে সকল মানুষ ধূমপান করতো না, তারা বিকল্প হিসেবে বেছে নিয়েছিল পান। এভাবেই পান আমাদের সংস্কৃতির একটি অন্যতম অংশ হয়ে গিয়েছে।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LrRJnEU5QgycfojJUC3Qqxa3HyCEgJyxMTytjKTwp8jiwCL2UHQdc6ztceCS4NhgYyYX3fQvrPq8ccW2.png

এই ছিল এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমার নির্বাচিত চারটি প্রাকৃতিক এবং কৃষি বিষয় ছবি এবং তার ধারাবাহিক বর্ণনা। আমি কনটেস্টের আয়োজককে আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি বিষয়ের উপর কনটেস্ট আয়োজন করার জন্য। একজন ফটোগ্রাফি এবং কৃষি প্রেমিক মানুষ হিসেবে আমি চাইবো তিনি কনটেস্টের এই ধারা অব্যাহত রাখবেন। প্রথম দিকে পার্টিসিপ্যান্টের সংখ্যা খুবই কম মনে হচ্ছে। তবে আমি নিশ্চিত, ধীরে ধীরে এটি এই প্লাটফর্মের অন্যতম জনপ্রিয় একটি কনটেস্টে পরিণত হবে।

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSfQKFP87GjNCaLdCLKkYFWdxRmYuKurkfDpnYWoUUypXiwgziwKKNP24nNC65i32Am8Fp.png

Sort:  

Thank you very much for mentioning me. You shared a very nice post, brother. I really liked it.

You're welcome.