প্রকৃতির রঙে মিশে থাকুক জীবনের শান্তি...🍀💚😌
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি আশাকরি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে!
নিজেকে ভালোবাসা এবং নিজের প্রতি বিশ্বাস রাখা জীবনের সফলতার মূল চাবিকাঠি।কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আজও আমি নিজেকে চিনতেই পারিনি আর সেখানে নিজেকে ভালোবাসা তো অনেক দূরের কথা।নিজেকে ভালবাসতে হলে সবার আগে নিজেকে চিনতে হবে জানতে হবে তবেই তো নিজেকে ভালোবাসা যায়।সেই কাজটাই যখন করে উঠতে পারিনি তখন আর ভালোবাসার কথা বলা বাহুল্য।তবে ইদানিং কেনো জানি পরিচিত মুখগুলোর অপরিচিত রূপ দেখে আমি এতটাই বেশি বিস্মিত হয়েছি যে জীবনে যা ধারণা করিনি সেগুলোই তাদের কাছ থেকে পেয়েছি।
একটা সময় ছিলো আমার জীবনের বেশিরভাগ অংশ জুড়েই মানুষ জড়িয়ে ছিলো অনেক বেশি মানুষকে ভালোবেসেছি অনেক বেশি প্রাধান্য দিয়েছি অনেক বেশি মানুষের মানুষের কাছ থেকে এতো বেশি অবহেলা অবজ্ঞা পেয়েছি যে এখন আর মানুষের কথা ভাবতে ইচ্ছে করে না,মন চায় না কারো সাথে কথা বলি,মন চায় না কারো সাথে নতুন করে সম্পর্ক তৈরি করি।ছোটবেলা থেকে এই শিক্ষা পেয়েছি যে মেয়ে মানুষ মানেই মানিয়ে গুছিয়ে চলতে হবে আর তখন থেকেই এটা মাথার মধ্যে গেঁথে আছে।সর্বক্ষেত্রে মানিয়ে নিতে নিতে শখের পছন্দের বলতে আর কিছু নেই।যাকে বলে বেঁচে থেকে মরার মতো অবস্থা!
এভাবেই জীবনের অনেক গুলো সময় পার করে এসেছি এখন এমন একটা পর্যায়ে আছি যেখান থেকে দাঁড়িয়ে নিজস্বতা বলতে আর কিছু নেই যা-কিছুই করি দায়িত্ব কর্তব্য এবং অন্যের ভালো থাকা নিশ্চিত করার জন্য।সেখানে নিজেকে কতটুকু ভালো রাখা যায় বলেন!সেদিন হঠাৎ করেই মনে হলো একটু নিজের মতো করে নিজেকে সাজিয়ে দেখি না কেমন লাগে!একটা সবুজ রঙের শাড়ি পড়লাম, হালকা একটু মেকআপ করলাম নিজের মতো করে।তারপর হাত ভর্তি সবুজ চুড়ি পড়লাম।ছাদে গিয়ে হাতের কিছু ছবি তুললাম সবকিছু বেশ ভালোই লাগলো মনের মধ্যে অন্য রকমের একটা ফিল আসলো আগের সেই আমি টাকে মনে হয় নতুন করে ফিরে পেলাম।🥰
একটা সময় আমি খুবই হাসিখুশি চটপটে প্রাণবন্ত ছিলাম।আমার আশেপাশে যারা থাকতো তারা সবাই আমার কথা এবং ব্যবহারে মুগ্ধ ছিলো তাই সবাই আমার সঙ্গ টাকে খুব উপভোগ করতো।যতক্ষণ আমরা সবাই একসাথে থাকতাম ততক্ষণ হাসিতামাশা করেই পুরো সময় টা কেটে যেতো তখন আর কোনো চিন্তাভাবনা করার মতো কোনো সুযোগ ছিলো না।কিন্তু এখন আর আগের সেই আমি টা নেই আমার এখন মানুষ জন ভালো লাগে না কারো সাথে কথা বলতে ইচ্ছে করে করে না মন চায় সবসময় একা অন্ধকার ঘরে চুপচাপ শুয়ে-বসে থাকি যেখানে কেউ আমাকে বিরক্ত করবে না।মেয়েরা বুঝতে পারে তখন ওরা আমার কাছে একদম আসে না দুজন ঘরের জোরে কথা পর্যন্ত বলে না জানে মায়ের শরীর মন ভালো নেই।আমি মানুষ কে যতোটা ভালোবাসা দিয়েছি তারচেয়ে হাজার গুণ বেশি অবহেলা অবজ্ঞা ফেরত পেয়েছি তাই আজকাল আর কারো কাছে কোনোকিছু প্রত্যাশা করি না অভিযোগও করি না চুপচাপ নিজের মতো করে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।
আমার সবচেয়ে ভয় গুলো এখন বাস্তব হয়ে গেছে..!
তবে এখন আমি বুঝতে পারছি যে ভয়ের চেয়েও বড় কিছু আছে..,সেটা হচ্ছে বেঁচে থাকা...!!🙂
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.