প্রকৃতি ও কাকতালীয় ভাবনা || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ10 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতায় আরো বেশী সুন্দর ও ভালো থাকার চেষ্টা করছি। মনের অবস্থান আজকাল তো প্রকৃতির মতো হয়ে গেছে, হুট করেই অনুভূতিগুলো পাল্টে যায়, মানসিকতা পরিবর্তন হয়ে যায়। সকালে হৃদয়ে চঞ্চলতা থাকে তো দুপুরে সেটা অস্থিরতায় ভরে যায়, ব্যাকুলতা হারিয়ে মনের অবস্থান অনেকটা উদাসীনতায় ঢেকে যায়, এটা একটা কমন বিষয়ে পরিণত হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার ক্ষেত্রে ইদানিং এটা একটু বেশী বেশী হচ্ছে।

আসলে আমাদের মানসিকতা অবস্থা অনেক ক্ষেত্রেই পারিপার্শ্বিক অবস্থার সাথে মিলিয়ে দেয়, তখন আমরা ভাবতে শুরু করে দেই এটা হয়তো আমার জন্যই এমন হয়েছে, বিষয়টি হয়তো আমার কারণেই এমন পাল্টে গেছে। কিন্তু আদতে সেটা তেমন না, এমন হয় না অনেক সময় অনাকাংখিতভাবে আমাদের ভাবনাগুলোর সাথে চারপাশের ঘটনাগুলো মিলে যায়, একটা অনাকাংখিত সংযোগ তৈরী হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো সেটার সাথে আমাদের বাস্তবিক অর্থেই কোন মিল বা সংযোগ থাকে না। অপ্রত্যাশিত এমন অনেক কিছু আজকাল আমাদের নিদারুণভাবে প্রভাবিত করছে।

IMG_20250911_112019.jpg

সেদিন অফিস হতে বের হওয়ার সময় মনে হচ্ছিলো বৃষ্টিপাত হতে পারে, বাহিরে একটু কাজের জন্য বের হবো ছাতা নিতে মন চাইলো কিন্তু তবুও নিলাম না। অবশ্য বাহিরের পরিবেশ খুব একটা খারাপ ছিলো না, বৃষ্টিপাত হবে তেমনটাও বুঝা যাচ্ছিলো না। কিন্তু কেন জানি মন বলছিলো বৃষ্টিপাত হতে পারে, বাহিরে গেলেই আটকে যেতে পারি। এমন একটা দ্বিধাদ্বন্দ্ব নিয়েই বাহিরে গিয়েছিলাম কিন্তু বিশ্বাস করেন অর্ধেক পথ যাওয়ার পরই হুট করে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়ে যায়। আর আমিও আটকে যাই মাঝপথে, তারপর কিছু সময়ের জন্য দাঁড়াতে হয়।

IMG_20250911_112036.jpg

IMG_20250911_112024.jpg

ব্যস শুরু হয়ে গেলো প্রকৃতির বৃষ্টিপাত আর এদিকে হৃদয়ের অস্থিরতার ঝড়, মনে মনে অনেক কিছু ভাবতে শুরু করে দিয়েছি, সাথে একটা আফসোসও কিন্তু ছিলো। কেন ছাতা নিয়ে আসলাম না, মন চাইছিলো ছাতা নিয়ে আসি। ছাতা না আনার কারণেই এখন এখানে দাঁড়িয়ে আছি, ছাতা আনলে দ্রুত কাজ শেষ করে পুনরায় অফিসে ফিরে যেতে পারতাম, এমন অসংখ্য ভাবনা হৃদয়ের মাঝে চলতেছিলো। মাঝে মধ্যেই আমার সাথে এমন হয়, আপনাদের হয় কিনা জানি না?

IMG_20250911_112014.jpg

আসলে এগুলো সবই কাকতালীয় বিষয়, অপ্রত্যাশিতভাবে আমাদের ভাবনার সাথে মিলে গেছে। আবার আপনি চিন্তা করে দেখুন, এমন অনেক বিষয়ে নিশ্চিত করে অনুমান করেও আপনি ব্যর্থ হয়েছেন, সেখানেও আপনার কোন হাত ছিলো না। এটাই বাস্তবতা, অনাকাংখিতভাবে অনেক সময় অনেক কিছু আমাদের সাথে মিশে যায়, আসলে এগুলো সবগুলোই প্রকৃতির খেলা, প্রকৃতির নির্দিষ্ট নিয়মেই সেগুলো চলে বা চলতে থাকবে।

তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫ইং।
লোকেশনঃ ক্যান্টনমেন্ট, ঢাকা
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png