প্রকৃতির নীরবতার বৈশিষ্ট্য ও আমরা || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ থাকার চেষ্টা করছি। যদিও সব কিছু আমাদের হাতে নেই কিন্তু তবুও আমাদের নিজ নিজ অবস্থান হতে সাধ্য মতো চেষ্টা করে যেতে হয়। ভালো থাকাটা খুব একটা সহজ বিষয় না, ভালো থেকেও যেমন কেউ আরো বেশী ভালো থাকার চেষ্টা করছেন ঠিক তেমনি খারাপ থেকেও কেউ কেউ সামান্য ভালো থাকার চেষ্টা করে যাচ্ছেন। যার যার অবস্থান হতে হয়তো সে সে বিবেচনা করতে পারে, কতটা ভালো আছেন কিংবা কতটা ভালো থাকার চেষ্টা করছেন। আমার অবস্থান হতে আমি সেরা চেষ্টা করে যাচ্ছি, শারীরিক এবং মানসিকতার দিক হতে ভালো থাকার জন্য।

প্রকৃতির সাথে একটা বিষয়ে আমাদের খুব মিল খুঁজে পেয়েছি আমি, যদিও আমরা কেউ সে বিষয়টা নিয়ে খুব একটা চিন্তা করি না কিংবা চিন্তা করার প্রয়োজন মনে করি না। ছোট বেলায় একটা বিষয়ে বেশ অবাক হতাম, বৈজ্ঞানিকরা প্রকৃতির বৈশিষ্ট্য সমূহ বুঝার জন্য গবেষণা করতেন, প্রকৃতির বৈশিষ্ট্য নিয়ে গবেষণার কি আছে সেটা আমার ছোট মাথায় কোনভাবেই ঢুকতে চাইতো না এবং আমি সেটা বুঝতেই পারতাম। কিন্তু সেই বিষয়টি আজ বেশ পরিস্কার, বাস্তবতার নির্মম পরিবেশ হয়তো অনেক কিছু বুঝা সহজ করে দিয়েছেন, অনেক কিছুর উপলব্ধি সেটার বিষয়ে সুন্দর অভিজ্ঞতা অর্জন করার পথ প্রশস্ত করে দিয়েছেন। তাই আজ হয়তো সেই প্রশ্নগুলো আর সামনে আসতে চাইছে না।

IMG_20240405_114602.jpg

IMG_20240405_114611.jpg

আমাদের মাঝে মাঝে অনেকেই পরামর্শ দিয়ে থাকেন নীরব থাকার জন্য, সঠিক অবস্থানে থাকার পরও সেটা নিয়ে তর্কে না জড়ানোর জন্য, কিন্তু কেন? আমি একটা যুক্তি উপস্থাপন করছি আজকে প্রকৃতির কিছু সৃন্দর দৃশ্য শেয়ার করার মাধ্যমে। দেখুন প্রকৃতি আপনি যতই আঘাত করেন না কেন? সময়ে কিংবা অসময়ে প্রকৃতির সুন্দর পরিবেশ যতই ধ্বংস করুন না কেন? সেটা কখনো প্রতিবাদ মুখর হয়ে উঠে না বরং নীরবে সবটা সহে যায় এবং সঠিকভাবে সঠিক সময়ে ঠিক প্রকৃতি তার প্রতিশোধ নিয়ে নেন। যেমন দেখুন এখন তীব্র গরমের উষ্ণতা সহ্য করে আমরা প্রকৃতি নষ্ট করার সুফল পাচ্ছি এবং যার যার অবস্থান হতে নীরবে আফসোস করছি আর বলছি গাছ লাগান, পরিবেশ বাঁচান।

IMG_20240405_114639.jpg

IMG_20240405_114643.jpg

প্রকৃতির এই বৈশিষ্ট্যটা আমাদের মাঝেও আয়ত্ব করা প্রয়োজন, নীরবে সবটা সহ্য করে যেতে হবে সঠিক সময়ে সঠিকভাবে তার উত্তর দেয়ার জন্য। এখানে অবশ্য একটা কথা বেশ সুন্দরভাবে আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা অনেকটাই এমন যে, শান্ত থাকুন প্রকৃতির নিয়মে প্রকৃতি সময় মতো আপনার হয়ে কথা বলবে। সুতরাং শুধু শুধু পরিবেশ গরম করে কোন লাভ নেই, বরং নীরব ভাবে নীরবে শান্ত থাকুন, প্রকৃতি কখনো কাউকে ক্ষমা করেন না, কৃত কর্মের ফলাফল ঠিক সুদে আসলে বুঝিয়ে দেন। যেমনটা এখন আমরা বুঝছি।

IMG_20240405_114551.jpg

IMG_20240405_114559.jpg

প্রকৃতির সুন্দর পরিবেশ এর মুগ্ধতা যতটা সময় উপভোগ করি, ঠিক ততোটা সময় প্রকৃতিকে আরো বেশী আপন মনে হয়। ভালোবাসার সজীবতায় হৃদয় আরো বেশী চঞ্চল ও শীতল হয়ে উঠে। সব সময় সব কিছুর বিরুদ্ধাচারণ করা ঠিক না বরং নীরবে সহ্য করতে পারাটাও একটা দারুণ প্রাকৃতিক বৈশিষ্ট্য, আমরা বাঙালি সময় কিংবা অসময়ে, কারণে কিংবা অকারণে হৈ চৈ বেশী করি, এটা মোটেও ঠিক না। প্রকৃতির সাথে প্রকৃতির সজীবতায় সজীব হয়ে আমাদেরও উচিত নীরবতার দারুণ গুনটি অর্জন করা। প্রকৃতির সান্নিধ্য লাভের সাথে সাথে প্রকৃতির বৈশিষ্ট্যগুলোকে নিজেদের মাঝে কার্যকর করার চেষ্টা করা।

IMG_20240405_114617.jpg

তারিখঃ এপ্রিল ০৪, ২০২৪ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

নীরব থাকলে অনেক উপকার। মানুষের কাছে খারাপ হতে হয় না। আর এতে করে কষ্টও কম পেতে হয়। এতে করে স্বাস্থ ও ভালো থাকে। বেশ সুন্দর করে আজকেও সাহ্যিতিক ভাষায় আমাদের মাঝে বাস্তবতা গুলো তুলে ধরেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

ভাইয়া একদম আমার মনের ভাবনা টা তুলে ধরেছেন।যেদিন থেকে বুঝতে শিখেছি নিজেকে প্রকৃতির মতো শান্ত রেখেছি।কারন সব সহ্য করার পরেও সঠিক সময়ের অপেক্ষা আমাদের জন্য ভালো।আমরা প্রকৃতি কে দেখলেই বুঝতে পারি প্রকৃতি আমাদের সব সময় সেবা করে কিন্তু আমরা কিন্তু তার প্রতিশোধ টাও দেখতে পারছি।দারুন ইউনিক একটি ব্লগ লিখেছেন।

 last year 

আসলেই আমরা যতটা খারাপ থাকি না কেন, প্রতিনিয়ত কিন্তু ভালো থাকার চেষ্টা এবং লড়াই করে যাচ্ছি। ভালো থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। আজকে বেশ সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য গুলো উপস্থাপন করলেন। প্রকৃতি কিন্তু সত্যিই অনেক সুন্দর। আর আমরা যত বেশি প্রকৃতির সাথে সময় কাটায় ততই আপন হয়। আপনার লেখাগুলো যত পড়ি তত ভীষণ ভালো লাগে। আপনার লেখায় একটা মায়া আছে।

 last year 

আসলেই ভাই বর্তমান প্রেক্ষাপটে সবমিলিয়ে ভালো থাকাটা খুবই কঠিন। যাইহোক প্রকৃতি যেমন নীরব থেকে যথাসময়ে প্রতিশোধ নিয়ে থাকে, আমাদেরও উচিত প্রতিশোধ নেওয়ার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করা। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এমনভাবে আমাদের সমালোচনা করে যে,কথাগুলো শুনলে মেজাজ একেবারে গরম হয়ে যায়। কিন্তু তবুও মাথা ঠান্ডা করে আমরা যদি কর্মের মাধ্যমে সমালোচনার জবাব দিতে পারি,তাহলে সেটাই হবে উত্তম প্রতিশোধ। মোটকথা প্রকৃতির কাছ থেকে আমাদের অবশ্যই এই ব্যাপারে শিক্ষা নেওয়া উচিত। যাইহোক দারুণ লিখেছেন ভাই। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ভালো থাকার চেষ্টা মাঝেই একদিন ভালো থাকা যায়। আপনি প্রকৃতির বৈশিষ্ট্যের কথা বললেন।আরো বললেন প্রকৃতি নিরব থেকে আমাদের জন্য করে যাচ্ছে।আমরা ও যদি প্রকৃতির মতো নিজেদেরকে করে নিতে পারি,তবে সেটা ই মঙ্গল।প্রকৃতির চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন।প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখতে সব সময় ভীষন ভালো লাগে।