প্রকৃতির সতেজ দৃশ্য ও ভিন্ন অনুভূতি || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজের মানসিকতার পরিবর্তন সাধন করে বাস্তবতার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করছেন। আমি বরাবরের মতোই ভালো আছি এবং অফিসের কাজকর্ম নিয়ে বেশ ব্যস্ত আছি। প্রাইভেট অফিসে আসলে এটাই সমস্যা হুট করে যেমন কাজের চাপ বেড়ে যায় আবার হুট করে কাজের চাপ কমে যায়, এটা নিয়ে আসলে আগাম কিছু বলা যায় না, সেই সুযোগও নেই। আর এটা যেহেতু অক্টোবর মাস, সেহেতু আমার চাপের মাত্রাটাও দ্বিগুণ, সাথে পকেটের উপরও একটা চাপ আছে।

যাইহোক, জীবন যেখানে যেমন, পরিস্থিতি অনুযায়ী সেটা ঠিক আপন গতিতে এগিয়ে যায়। কারণ সময় যেমন থেমে জিনিষ নয় ঠিক তেমনি জীবনের গতিও, ভালো হোক বা মন্দ হোক সেটা ঠিক এগিয়ে যাবে। অবশ্য কিছুটা ব্যতিক্রম আছে এক জায়গায় আর সেটা হলো প্রকৃতি, প্রকৃতি ও পরিবেশ এখন অনেক বেশী ব্যতিক্রম অবস্থায় আছে। সেই আগের মতো স্বাভাবিক গতিটা এখন আর খুঁজে পাওয়া যায় না। আমাদের মানসিকতা ও সামাজিক অবক্ষয়ের নিদারুণ প্রভাবে একটা অন্যতম দৃষ্টান্ত আজকের এই বদলে যাওয়া প্রকৃতি ও পরিবেশের চিত্র।

IMG_20251003_083737.jpg

কিন্তু আমাদের চারপাশের পরিবেশ কিংবা প্রকৃতি এমনটা ছিলো না, একটা সময় দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণ ছিলো সবুজ প্রকৃতির সজীবতা আর কৃষি জমির ফসলের মিষ্টি হাসি। আজ যেমন প্রকৃতির সেই সজীবতা নেই ঠিক তেমনি অনেক জায়গায় কৃষকের হাসি ফোটানো সেই সুন্দর ফসলের দৃশ্যও নেই। এটা শুধুমাত্র সময়ের প্রভাবে কিংবা কালের বিবর্তনে পাল্টে যায়নি, বরং তাকে এক প্রকার জোর করেই পাল্টে দেয়া হয়েছে।

IMG_20251003_083741.jpg

IMG_20251003_083745.jpg

সবুজ প্রকৃতির উপর অযাচিত আক্রমনাত্মক হয়ে উঠা, প্রয়োজনের দোহাই দিয়ে চারপাশের সবুজ প্রকৃতি উজাড় করা আর সেখানে নতুন গাছ লাগানোর প্রয়োজনীয়তা অনুভব না করারই চরম ফল। আমরা প্রয়োজন পূরণ করার ব্যাপারে খুবই আগ্রহী, সেখানে কারো কোন কথা শুনার প্রয়োজনবোধ মনে করি না। কিন্তু সবুজ গাছ কাটার ফলে প্রকৃতিতে যে শুন্যতা তৈরী হলো সেটা পূরণ করার ব্যাপারে ভীষণ উদাসহীন।

IMG_20251003_083754.jpg

এটাই নির্মম বাস্তবতা, আমাদের তাৎক্ষণিক প্রয়োজনটা আমরা ঠিক পূর্ণ করলাম প্রকৃতির সহযোগিতা নিয়ে কিন্তু তারপর প্রকৃতির চাহিদাটি বেমালুম ভুলে গেলাম, সেই শুন্যতা পূরণের ব্যাপারে থাকলাম চরম উদাসহীন। ঠিক এভাবেই ধীরে ধীরে আমাদের প্রকৃতির সুন্দর রূপটি হারিয়ে যেতে থাকলো, বাড়ির চারপাশের সবুজ ও সুন্দর দৃশ্যগুলো ফাঁকা হতে হতে একদম ভিন্ন রকম হয়ে গেলো। যার প্রভাবেই আজকের প্রকৃতির এমন বিরূপ আচরণ, আর সেটা সহ্য করতে আমরা অনেকটাই বাধ্য।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png